তুমি কি জানো, তাহি,
তোমার চোখের গভীরতায় হারিয়ে যেতে কেমন লাগে?
যেন সাগরের অতল জলরাশিতে একখানি নৌকা,
যা ভাসতে ভাসতে পৌঁছে যায় অজানার দূর প্রান্তে।
তোমার চুলের মেঘে মেঘে খেলা করে এক অলস বেলা,
যেন আকাশের নীলতায় লুকিয়ে থাকা রোদ্দুর।
সে চুলের ঘ্রাণে মাটির সোঁদা গন্ধ মেশে,
যা আমাকে টেনে নিয়ে যায় শ্যামল বাংলার মাঠে।
তোমার ঠোঁট, যেন পূর্ণিমার রাঙা ফুল,
যেখানে আলতো স্পর্শে লুকিয়ে থাকে এক ভোরের শীতলতা।
তোমার হাসি, যেন ঝর্ণার কুলুকুল ধ্বনি,
যা শুনে আমি হৃদয় নিঃশ্বাসে শান্তি পাই।
তুমি, হে নারীমূর্তি,
তুমি আমার দেখা সর্বোচ্চ রূপের প্রতিচ্ছবি।
তোমার দিকে চেয়ে থাকতে থাকি নিরবধি,
তোমার প্রতিটি ভাঁজে, প্রতিটি রেখায় খুঁজে পাই ভালোবাসার মানচিত্র।
তুমি আমার সেই স্বপ্নলোক,
যার প্রতিটি পথে আমি চলি নির্ভয়ে।
তুমি আমার ভালোবাসা,
তোমার সুরভিতে আমি বন্দী হয়ে থাকি অনন্তকাল।