শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

খোলামেলা ছবিতে টিভি অভিনেত্রী


 হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ‘গোপী বহু’ অর্থাৎ দেবলীনা ভট্টাচার্য ইনস্টাগ্রামে খোলামেলা ছবি দিয়ে ঝড় তুললেন নেটিজনদের মাঝে।
বোকাবাক্সের পর্দায় ‘সংস্কারি’ হয়ে থাকা বাধ্যতামূলক ছিল তার। কিন্তু এখন আর সেই বাধ্যবাধকতা নেই। তাই ক্যামেরার সামনে বোল্ড মেজাজেই ধরা দিলেন এই টিভি অভিনেত্রী।

অসমিয়া পরিবারে জন্ম দেবলীনার। রিয়্যালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স ২’-এর অডিশন দিতে গিয়ে গ্ল্যামার দুনিয়ার কর্তাদের নজরে পড়েন। এরপর ‘এনডিটিভি ইমাজিন’-এর একটি সিরিয়ালে চান্স পান। কিন্তু হিন্দি টেলিভিশনের জগতে নিজের পরিচিতি পান ‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালের ‘গোপী বহু’ হিসেবে।

এতদিনে ‘বহু’র সেই ইমেজ থেকে বেরিয়ে এলেন দেবলীনা। আর ক্যামেরার সামনে দাঁড়ালেন ‘হটনেস’-এর গ্লামার নিয়ে।

দেবলীনার এই নতুন রূপ বেশ পছন্দ হয়েছে দর্শকদের। অনেকেই অভিনেত্রীকে এমনই সিজলিং অবতারে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত দেবলীনারও নাকি এমনই পরিকল্পনা রয়েছে। নতুন রূপে নতুনভাবে দর্শকদের মন জয় করতে চান তিনি। সেই কারণেই এই হট ফটোশুট করেছেন দেবলীনা। বিগ বসের নতুন মৌসুমের একজন প্রতিযোগী হিসেবেও নাকি দেখা যাবে তাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ