রাজশাহীর পবা উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে
উপজেলার দারুশা ইউনিয়নের কৈকুড়ি এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার
করা হয়।
উদ্ধারকৃত যুবকের নাম শাহাবুল। তিনি কাশিয়াডাঙ্গা এলাকার ইসলামের ছেলে।
পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় লোকজন শুক্রবার সকালে কৈকুড়ি এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।জিন্সের প্যান্ট ও টি-শার্ট পরা যুবকের পকেটে আট হাজার টাকা পাওয়া গেছে।মরদেহের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।
যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে কোনো রক্ত পড়ে থাকতে দেখা যায়নি।এ থেকে ধারণা করা হচ্ছে অন্য কোথাও গলাকেটে হত্যার পর মরদেহ সেখানে ফেলে যাওয়া হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।
উদ্ধারকৃত যুবকের নাম শাহাবুল। তিনি কাশিয়াডাঙ্গা এলাকার ইসলামের ছেলে।
পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় লোকজন শুক্রবার সকালে কৈকুড়ি এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।জিন্সের প্যান্ট ও টি-শার্ট পরা যুবকের পকেটে আট হাজার টাকা পাওয়া গেছে।মরদেহের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।
যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে কোনো রক্ত পড়ে থাকতে দেখা যায়নি।এ থেকে ধারণা করা হচ্ছে অন্য কোথাও গলাকেটে হত্যার পর মরদেহ সেখানে ফেলে যাওয়া হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন