বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

সম্পর্কচ্ছেদ করায় প্রেমিককে হত্যা করে রান্না করলেন প্রেমিকা!

দীর্ঘ ৭ বছরের সম্পর্ক শেষ করে ছেড়ে চলে গেলেন প্রেমিক। চরম দুঃখে, হতাশায় প্রাক্তন প্রেমিকের উপরে ভয়াবহ রকমের প্রতিশোধ নিলেন ত্রিশ বছর বয়সী এক নারী। প্রেমিককে খুন করার পর তার দেহ কেটে রান্না করে খাওয়ালেন শ্রমিকদের। ৩ মাস আগে আরব আমিরাতে মরোক্কোর বংশোদ্ভূত এক নারী এ ঘটনা ঘটান। সম্প্রতি ঘটনাটি প্রকশিত হয়।

হত্যাকাণ্ডের আগে প্রেমিক ওই নারীকে জানান, নিজ দেশে গিয়ে অন্য কাউকে বিয়ে করবেন তিনি। ঘটনাটি শুনে সুযোগের অপেক্ষায় ছিলেন। পরে সুযোগ বুঝে হত্যা করে প্রেমিকের মাংস দিয়েই বানিয়ে ফেলেন বিশেষ এক আরবি খাবার ‘মাচবুস’। সেই খাবার খাইয়ে দেন বাড়ির বাইরে কর্মরত নির্মাণ সংস্থার পাকিস্তানি কর্মীদের।
আরব আমিরাতের সংবাদমাধ্যম ‘খলিজ টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির ওমান সীমান্তবর্তী শহর আল আইনে এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটে।

পুলিশ জানায়, হঠাৎই নিখোঁজ হয়ে যান নারীর প্রাক্তন প্রেমিক। নিখোঁজে যুবকের ভাই এসে খোঁজখবর করতে থাকেন। কিন্তু কিছুই স্বীকার করেন না মহিলা। তদন্ত শুরু করে পুলিশ।
অবশেষে সম্প্রতি ওই মহিলার বাড়ির ব্লেন্ডারে একটি দাঁত পাওয়া যায়। তাতে শুরু হয় সন্দেহ। ডিএনএ টেস্ট করে জানা যায়, ওই দাঁত তাঁর প্রাক্তন প্রেমিকেরই। পরে চাপের মুখে তিনি স্বীকারও করেন এই খুনের কথা এবং হত্যা-পরবর্তী রান্নাবান্নার কথা।
ওই নারীকে গ্রেফতার করেছে আল আইন পুলিশ। বর্তমানে তাকে মনোচিকিৎসকের কাছে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ভারতে পিরিয়ডের কারণে গোয়ালঘরে রাখা কিশোরীর মর্মান্তিক মৃত্যু

পিরিয়ড চলার কারণে একটি গোয়ালঘরে আলাদা থাকতে বাধ্য করা হয় ১৪ বছরের কিশোরী বিজয়লক্ষীকে। ঘূর্ণিঝড় ‘গাজা’ আঘাত হানার রাতে ঘরটি থেকে বের হতে পারেনি সে। আটকা পড়া অবস্থায় চাপা পড়ে মৃত্যু হয় তার। মর্মান্তিক ঘটনাটি ভারতের তামিলনাড়ু রাজ্যের।

বিজয়লক্ষ্মীর পরিবার জানায়, ১৬ নভেম্বর রাতে ঝড়ের সময় ঘরটির ভেতরে আটকা পড়েছিল সে। পরে ভূমিধ্বসে ঘরটি দেবে যায়।
মেয়েটির পরিবার গোয়ালঘরের পাশে বড় ঘরে ছিল। তারা সবাই ঘর থেকে বের হতে পেরেছিল এবং কেউই হতাহত হয়নি। বিজয়লক্ষ্মীর দাদি ভিসালক্ষ্মী বলেন, ঘরটির ওপরে একটি গাছ পড়ায় কেউ তার নাতনিকে বের করে আনতে পারেনি। পরে ভূমিধ্বসের ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন গ্রামবাসী বলেন, পিরিয়ডের সময় মেয়েদের অন্য ঘরে থাকতে বাধ্য করার রীতির বিরুদ্ধে জেগে উঠতে সবার চোখ খুলে দেয়ার মতো ঘটনা।
ঘূর্ণিঝড় গাজার আঘাতে ভারতের তামিলনাড়ুতে ৪৬ জন মারা যান।
ভারতের অনেক গ্রামীণ এলাকায় পিরিয়ড সম্পর্কে কুসংস্কার প্রচলিত রয়েছে। অনেকে মনে করে মেয়েরা এ সময় অপরিচ্ছন্ন থাকে। তাই তাদেরকে গোয়ালঘর অথবা রান্না ঘরে থাকতে বাধ্য করা হয়।

মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

'নিজেকে এতটা অসহায় কোনোদিনও মনে হয় নাই'

আজ সকালে হাতিরঝিলে বাইক অ্যাক্সিডেন্টে একজন স্পট ডেড আর একজন কোনোরকমে বেঁচে ছিল।

আমি প্রায় ৩০ মিনিটের বেশি একা গাড়ি থামানোর চেষ্টা করলাম আর সাথে যে এত্তগুলো মানুষ দেখছেন ইনারা তামাসা দেখছিল। সাথে তিন জন র‍্যাবের লোকও ছিল, কত করে বললাম ভাই আপনারা একটু হেল্প করেন- একটা সিএনজি আটকান কিন্তু তারা কোনো স্টেপ না নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে।
একটা পুলিশের গাড়ি আটকালাম, তাদের কাছে হেল্প চাইতে বলল, ‘এটা আমাদের ইউনিট না।’
সচিবালয়ের গাড়ি ধরে বললাম ভাই একটু সাহায্য করেন, হয়তো একজনকে বাঁচানো যাবে এখনো। উত্তরে বলে, ‘অমুক সচিবের গাড়ি, তাড়া আছে।’
একটা টিভি চ্যানেলের গাড়ি, বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি পাশ দিয়ে দেখে গেল, কিন্তু থামালো না৷
৯৯৯ এ কতবার কল দিলাম, আশপাশের কয়েকজনকে দিয়ে কল দেওয়ালাম, কিন্তু আনঅ্যাভেইলেবল (Unavailable) দেখাচ্ছিল।
অবশেষে প্রায় ৩০ মিনিট পর একটা সিএনজিতে করে নেওয়া হল।
কোথায় মানবতা? মানুষ মরে পড়ে থাকলে কেউ এগিয়ে আসে না। নিজেকে এতটা অসহায় কোনোদিনও মনে হয় নাই। আজ যদি আপনার পরিবারের কারো সাথে এমন হয় পারবেন চুপ থাকতে? নানা টাল্টি-বাল্টি করে পালাতে? এমন সেলফিস জাতি আমি আজ প্রথম দেখলাম।

কুমার বিশ্বজিতের 'বলতে পারিনি'

কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের নতুন গান-ভিডিও 'বলতে পারিনি' এখন 'রবিস্ক্রিনের টপ ২০'-এর শীর্ষস্থানে। কিছুদিন আগে এই প্ল্যাটফর্মে এক্সক্লুসিভলি প্রকাশিত গানটি ১৮ নভেম্বর সবার জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। এ উপলক্ষে লাইভে এসেছিলেন গানটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কুশলীরা। 

একটি গানের জন্য শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালকের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান থাকে মিউজিক ভিডিও নির্মাতা ও মডেলদের। ১৮ নভেম্বর সন্ধ্যায় 'বলতে পারিন' সংশ্লিদের নিয়ে লাইভে এসে গানের নেপথ্য কাহিনি বলেছেন কুমার বিশ্বজিৎ। রবিস্ক্রিন অ্যাপ, বাংলাঢোল ও রবিস্ক্রিনের ফেসবুক পেইজ থেকে একযোগে প্রচারিত লাইভে শিল্পীর সঙ্গে উপস্থিত ছিলেন গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক তরুণ মুন্সী, নির্মাতা সৈকত নাসির, মডেল মীম মানতাসা, ফারহান খান রিও ও বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। 
বাংলাঢোল স্টুডিও থেকে প্রচারিত লাইভে দর্শকদের উদ্দেশে কুমার বিশ্বজিৎ বলেন, ‘জীবনের অর্ধেকের বেশি সময় দিয়েছি আপনাদের জন্য। মাঝে মধ্যে সার্থক হয়েছি, কখনো কখনো ব্যর্থ হয়েছি। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। ' 
দেশীয় কনটেন্টের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম রবিস্ক্রিনে সমাদৃত হয়েছে 'বলতে পারিনি'। এবার ইউটিউবের দর্শক বাংলাঢোলের চ্যানেল থেকে অনায়াসে উপভোগ করতে পারবেন মিউজিক ভিডিওটি। পাশাপাশি দেশীয় অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মেও রয়েছে গানটি। যে কেউ ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে এটি শুনতে পাবেন।

‘কেউ আমারে আটকাইয়া রাখতে পারব না’

দরিদ্র পরিবারে জন্ম নিলেও ক্লাসে কখনো দ্বিতীয় হয়নি কামরুন নাহার লিজা। শুধু তা-ই নয়, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতাসহ আরো নানা বিষয়ে রয়েছে তার দক্ষতা।


২০১১ সালের কথা। ত্রিশালের চিকনা মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকল ছোট্ট একটি মেয়ে। জীর্ণ পোশাক আর শীর্ণ দেহের মেয়েটি চোখ পিটপিট করে তাকাচ্ছিল প্রধান শিক্ষকের দিকে। জানাল, তার নাম লিজা। মেয়ের এক হাতে ধরে আছেন মা। কেন এসেছে—প্রধান শিক্ষক এমন প্রশ্ন করতেই মেয়েটির চটপট উত্তর—‘আমি এই স্কুলে পড়তে চাই, স্যার। আমি ভালো করে পড়াশোনা করব। আপনি দেইখেন, স্যার। কেউ আমারে আটকাইয়া রাখতে পারব না।’ বিশ্বাস করলেন প্রধান শিক্ষক। ব্র্যাক স্কুল থেকে পড়াশোনা করে আসা মেয়েটি ভর্তি হলো তৃতীয় শ্রেণিতে।
২০১৮ সাল চলছে। চলে গেছে বেশ কয়েকটি বছর। আত্মবিশ্বাসী, চঞ্চল মেয়েটি তার কথা রেখেছে।   ক্লাসে কখনো দ্বিতীয় হয়নি সে। এখন পড়ে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে। লিজা উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। লিজা মা-বাবার তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। বাবা রফিকুল ইসলাম আগে দিনমজুরের কাজ করতেন, এখন অন্যের জমি বর্গা চাষ করে সংসারের খরচ জোগাড় করেন। মা পারভীন আক্তার সেলাইয়ের কাজ করেন। সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাওয়া অনেকটা স্বপ্নের মতো তাঁদের কাছে। কিন্তু নিজের চেষ্টায় ও কিছু মানুষের সহায়তায় সব প্রতিকূল অবস্থা মোকাবেলা করে এগিয়ে চলেছে। পিইসি ও জেএসসিতে বৃত্তি পেয়েছে। স্কুলের যেকোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে সব সময় সেরা। স্কুলের গণ্ডি পেরিয়ে উপজেলা, এমনকি জেলায়ও এখন তার পদচারণ বিভিন্ন প্রতিযোগিতায়। যেকোনো ছবি আঁকতে বললে সময় নেয় ১০ মিনিট।
 পাশে পেয়েছে যাঁদের
লিজা চিকনা মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বর্তমানে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম। অসাধারণ প্রতিভাধর, কিন্তু আর্থিকভাবে বিপর্যস্ত মেয়েটির প্রতি বিশেষ একটা জায়গা তৈরি হয় তার মনে। দরিদ্র দিনমজুর বাবার অভাবের ছোঁয়া স্পর্শ করতে দেননি তিনি। উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়ার পর যাতায়াতের ভাড়ার টাকার অভাবে জেলাভিত্তিক প্রতিযোগিতায় যেতে পারছিল না লিজা। তখন কাইয়ুম স্যারই তাকে নিয়ে যান জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যাওয়ার মতো ভালো পোশাক না থাকায় তার ব্যবস্থাও করেন তিনি। প্রাথমিকের গণ্ডি পার হয়ে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তির পরও নিয়মিত খোঁজখবর রাখতে শুরু করেন। লিজাও বাবার মতোই সম্মান করে সব পরামর্শ মেনে চলে তাঁর। নবম শ্রেণিতে পড়ার সময় আরেকটি ঘটনা ঘটে। অর্থনৈতিক দুর্দশা আর আশপাশ থেকে আসা বিয়ের প্রস্তাবে মেয়েটাকে বিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন মা-বাবা। বাধ সাধেন আব্দুল কাইয়ুম। লিজার বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে তার মা-বাবাকে নিরুত্সাহিত করে ওর পড়াশোনার খরচের দায়িত্ব নেন।
এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়া ত্রিশাল সায়েন্স ল্যাব শিক্ষা পরিবারের সদস্যরা তাকে নানা বিষয়ে শিক্ষা দিচ্ছে। সায়েন্স ল্যাব শিক্ষা পরিবারের সাজিদুল ইসলাম সাজু, ইউনুস জামিল রানা, আল ইমরান নুরুল্লাহ আল কাউছার বলেন, অদম্য লিজার স্বপ্নপূরণে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এতে লিজা যেমন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে, তেমনি অন্যরাও লেখাপড়ায় অনুপ্রাণিত হবে।
 লিজাকে নিয়ে যা বললেন শিক্ষকরা
আব্দুল কাইয়ুম বলেন, ‘লিজা অসাধারণ প্রতিভার অধিকারী, ক্লাসের প্রথম দিনই তার মেধা দেখে মুগ্ধ হয়েছিলাম। প্রাথমিক বিদ্যালয়ে সে সব সময় সেরা ছিল। তা ছাড়া ছবি আঁকা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা—সব ধরনের প্রতিযোগিতায় কৃতিত্বের পরিচয় দিয়েছে। পারিবারিক অসচ্ছলতার কারণে যখন লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম, তখন আমি তার লেখাপড়ার দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। লিজা একদিন দেশসেরা হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।’
নজরুল  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘ভর্তির পর থেকে এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষক লিজার প্রাইভেটের কোনো অর্থ নেন না। ওর প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করছি, এবার এসএসসিতেও সেরা রেজাল্ট করবে।’
 আত্মপ্রত্যয়ী লিজা
ত্রিশালে শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘বাল্যবিয়ে প্রতিরোধ ব্রিগেডের’ হয়ে সামাজিক দায়িত্ব পালনে লিজা সবার আগে থাকে। তার আত্মবিশ্বাসও খুব বেশি। এ প্রসঙ্গে রফিকুল ইসলাম একটা ঘটনার উল্লেখ করেন। ব্রিগেড সদস্যদের জন্য উপজেলা প্রশাসন থেকে সাইকেল সরবরাহ করা হয়। যারা সাইকেল চালাতে পারে না, তাদের শেখানোর ব্যবস্থা করা হয় স্কুলের পক্ষ থেকে। কিন্তু লিজার বেলায় ঘটল ভিন্ন ব্যাপার। স্কুল ছুটির পর লিজা তাকে সাইকেল দিয়ে দিতে বলল। রাতে শিখে কাল সাইকেল চালিয়ে স্কুলে আসবে। যেই কথা সেই কাজ। লিজা বিকেলে হেঁটে হেঁটে সাইকেল নিয়ে গেলেও বাড়ির আঙিনায় এক রাতে সাইকেল চালানো শিখে পরের দিন সকালে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার পথ সাইকেল চালিয়ে স্কুলে এসে হেড মাস্টারের সামনে হাজির হয়ে বলে—‘স্যার, আমি সাইকেল চালানো শিখে ফেলেছি।’
লিজা দরিদ্র ঘরের সন্তান হলেও ব্যক্তিগত অনুদান (আব্দুল কাইয়ুম ব্যতিক্রম) নিতে নারাজ। তার পারিবারিক অসচ্ছলতার কথা চিন্তা করে রফিকুল ইসলাম স্যার কারো কাছ থেকে অনুদান নিয়ে তাকে সহযোগিতার প্রস্তাব দিলে লিজা রাজি হয়নি। বলে—স্যার, আমি কারো দয়ায় বড় হতে চাই না। তবে সরকার বা কোনো প্রতিষ্ঠান আমাকে সহযোগিতা করলে ভিন্ন কথা। পরবর্তী সময় প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করতে বললে তাত্ক্ষণিক বসে সে আবেদন লিখে দেয়। 
লিজা বলে, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি আমি। কাইয়ুম স্যারসহ অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন, তবে হয়তো এত দিনে আমার পড়ালেখা বন্ধ হয়ে যেত। আমি সবার দোয়া নিয়ে লেখাপড়া করে বিদেশে উচ্চতর ডিগ্রি নিতে চাই। মা-বাবাসহ যারা সহযোগিতা করেছেন, তাঁদের মুখ উজ্জ্বল করতে চাই। চাই স্বপ্ন বাস্তবায়ন করে প্রত্যয়ের দৃষ্টান্ত স্থাপন করতে।
লিজার মা পারভীন আক্তার বলেন, আমার যত কষ্টই হোক না কেন, আমার মেয়ের পড়াশোনা চালিয়ে যাব। আমার এই মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন।
 লিজার নানা অর্জন
♦    ২০১২ সালে লিজা ত্রিশালের চিকনা মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিদ্রোহী কবির জন্মবার্ষিকীতে আয়োজন করে সাংস্কৃতিক প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চিত্রাঙ্কনে প্রথম স্থান লাভ করে মেয়েটি।
     ওই বছরই উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলায় তৃতীয় স্থান অর্জন করে।
♦    ২০১৩ সালে উপজেলায় চিত্রাঙ্কনে প্রথম হয়।
♦    ২০১৪ সালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নজরুল স্মৃতিকেন্দ্র আয়োজিত শিশু-কিশোর প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।
♦    এর পর থেকে ধারাবাহিকভাবে চলতে থাকে লিজার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও প্রথম পুরস্কার ছিনিয়ে আনা। সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত শিশু-কিশোরদের রচনা প্রতিযোগিতায় ‘খ’ বিভাগ থেকে অংশগ্রহণ করে দেশসেরা ‘উত্তম’ প্রতিযোগী নির্বাচিত হয়। পুরস্কার নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে।
♦    এ ছাড়া চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আবৃত্তিতে এরই মধ্যে সে অর্জন করেছে অর্ধশত সনদপত্র।

তৃতীয় লিঙ্গের তিন প্রহরী

পঞ্চম শ্রেণিতে পড়ার সময় নীলা একদিন টের পেলেন, অন্য ছেলে-মেয়েদের চেয়ে তিনি আলাদা। মেয়েদের সঙ্গে মিশতে খুব ভালো লাগত তাঁর। ছেলেরা দুষ্টুমি করত। বাথরুমে ঢুকলে দরজা বাইরে থেকে আটকে দিত। মেয়েদের বান্ধবী হিসেবে দেখলেও ছেলেদের প্রতি অন্য রকম এক অনুভূতি কাজ করত নীলার মনে। পছন্দের ছেলেটির জন্য আগেভাগে স্কুলে গিয়ে বেঞ্চ খালি রাখতেন, পাশে বসার চেষ্টা করতেন।

ছোটবেলায় শুধু মা-ই জানতেন, নীলা তৃতীয় লিঙ্গের মানুষ। সমাজ যাঁদের ‘হিজড়া’ নামে ডাকে। ধীরে ধীরে নিজের পরিবর্তন বুঝতে পেরে ছেলেদের পোশাক ছেড়ে বড় বোনের জামা-কাপড় পরা শুরু করেন নীলা। এ জন্য ভাইয়ের অনেক মার খেতে হয়েছে তাঁকে। তবু মেয়েদের মতো সাজতেন।
নীলার বাড়ি বাগেরহাট। পরিবারে ভাই-বোন ও মা আছেন। বোঝার বয়স হওয়ার আগেই মারা গেছেন বাবা। পরিবারে শান্তি না পেয়ে একসময় আরেক তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে নবীনগরের ‘নিরিবিলি’তে চলে আসেন তিনি। একবার গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা সাকিনা আক্তার জেন্ডার স্টাডিজের ওপর এক গবেষণার কাজে গিয়েছিলেন ‘নিরিবিলি’তে। নীলা তখন সেখানে গুরুর কাছে থাকেন। দোকানে দোকানে টাকা সংগ্রহ করাই তাঁদের প্রধান কাজ। নীলা জানালেন, ‘সাকিনা আক্তার আমাদের প্রস্তাব দেন, ভালো কোনো প্রতিষ্ঠানে সুযোগ পেলে কাজ করব কি না। ভাবলাম, মানুষ ভালো বলবে, সম্মান দেবে। তাহলে যাব না কেন?’
গণবিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ পেলেন নীলা। শুরুতে যোগ দেওয়া নিয়ে তাঁর সংশয় ছিল। ভেবেছিলেন, কোনো হেনস্থার শিকার হতে হয় কি না। কিন্তু ১ অক্টোবর চাকরিতে যোগ দিয়ে তাঁর ধারণা পাল্টে গেল। বললেন, ‘আগে লোকজন আমাদের অবজ্ঞা করত। এখন কেউ তা করে না। শিক্ষার্থীরা মান্য করে চলে, আমাদের কথা শুনে তাঁরা স্বেচ্ছায় আইডি কার্ড পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকে। এই তো সেদিন কিছু শিক্ষার্থী এসে বলল, মেলা উপলক্ষে তারা যে দোকানটি দিয়েছে, আমরা যেন সেটির নাম রেখে দিই।’
নীলা জানালেন, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকলে শিক্ষকদের মতো তাঁদেরও খাবার দেওয়া হয়। এমনিতে সকালে রান্না করে নিয়ে আসা খাবার সকাল ও দুপুরে খান। বাসায় একাই থাকেন। নিজের রান্না নিজেই করেন। প্রথমবার বেতন পাওয়ার পর মায়ের জন্য দুই হাজার টাকা পাঠিয়েছেন। গুরুকে মিষ্টি কিনে দিয়েছেন। বান্ধবীদের ডেকে ছোট একটা পার্টি করেছেন। জানালেন, গত সপ্তাহে ঘোড়াপীর মাজারের কাছে চা খেতে গিয়েছিলেন। লোকজন উত্সাহ দিয়ে বলেছে, ‘তোমরা এখন কাজ করছ দেখে খুব ভালো লাগছে।’ এমন প্রশংসা শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি নীলা।

আনুশকার চুম্বনে

'কিস কা কিসসা' বলিউডে কম নেই। বলিউডের প্রায় ছবিতেই এখন কারণে-অকারণে চুমুর দৃশ্যের ছড়াছড়ি। কিন্তু একই ছবিতে সাত সাতবার চুম্বনের ঘটনা বলিউডে দুর্লভ। তবে বলিউডের আপকামিং ছবি ‘বম্বে ভেলভেট’-এর নায়ক-নায়িকা অর্থাৎ রনবীর-আনুশকাকে এই ছবিটিতে সাতটি জায়গায় লিপ-লক করতে দেখা যাবে। আর এই কিসই নাকি কাল হয়েছে বিরাটের।
এর আগেও অনেক ছবিতে লিপ-লক দৃশ্যে দেখা গিয়েছে আনুশকাকে। কিন্তু এবারের ‘কিস’ নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর আগে সকাল ৮টায় স্টার স্পোর্টসে বম্বে ভেলভেটের ট্রেলর লঞ্চ করলেন রনবীর কাপুর। বলাবাহুল্য ট্রেলারের স্থান করে নিয়েছে অনুষ্কা-রণবীরের চুম্বন। আর এই কিস দেখেই নাকি মন খারাপ হয়ে যায় বিরাটের। তাই মনে করা হচ্ছে এদিন বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে অসফল ভারতের সহ অধিনায়ক।
‘বম্বে ভেলভেট’ মূলত পিরিয়ড অফ মুম্বাই। ষাটের দশকের প্রেক্ষাপট নিয়ে তৈরি এই ছবি। সিনেমাটিতে জ্যাজ গায়িকার চরিত্রে রয়েছেন আনুশকা অন্যদিকে স্ট্রিট ফাইটার রণবীর। রহস্য আর অ্যাকশনের জমজমাট ছবির গল্প। এই ছবিতে প্রথমবার ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে করণ জোহরকে।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে অতিরিক্ত রুট অনুমোদন সেবা চালু

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে অতিরিক্ত রুট অনুমোদন সেবা চালু করা হয়েছে। এ জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি দিতে হবে। 
আজ মঙ্গলবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
Image result for indian visa
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈধ ভিসায় অতিরিক্ত রুট অনুমোদনের সকল আবেদন আগামী ২২ নভেম্বর থেকে বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) গ্রহণ করা হবে। এই সেবার জন্য প্রক্রিয়াকরণ ফি হিসেবে আইভিএসিকে ৩০০ টাকা পরিশোধ করতে হবে। 
সকল আইভিএসিতে রুট অনুমোদনের আবেদন জমা দেয়ার জন্য আলাদা কাউন্টার থাকবে। একজন আবেদনকারী বিদ্যমান ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং গেদে/হরিদাসপুর রেল ও সড়কপথ ছাড়াও অতিরিক্ত দু’টি রুটের জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় হাই কমিশন ও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটসমূহে
(https://www.hcidhaka.gov.in/pdf/endorsementofportapplicationform.pdf ও http://www.ivacbd.com/Other-Forms) আবেদন ফর্ম পাওয়া যাবে। এখন থেকে ভারতীয় হাই কমিশন, ঢাকা কিংবা চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সহকারী হাই কমিশনসমূহে অতিরিক্ত রুট অনুমোদনের কোন আবেদন গ্রহণ করা হবে না।

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

৩০ সেপ্টেম্বর মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত পর্ব


‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে অডিশন, সিলেকশন, পারফরম্যান্সসহ বিভিন্ন রাউন্ডে ধাপে ধাপে বাছাই প্রক্রিয়া শেষে সেরা সুন্দরী হিসেবে ১০ জনকে বাছাই করেছেন বিচারকেরা। এই সেরা ১০ প্রতিযোগীকে গ্রুমিংয়ের মাধ্যমে তৈরি করা হচ্ছে গ্র্যান্ড ফিনালের জন্য। সেরা ১০ জন সুন্দরীর নাচের প্রশিক্ষণ দিচ্ছেন কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। 
এই সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’র রাজদর্শন হল থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। 
সেরা ১০ জন সুন্দরীর মধ্য থেকে যে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হবেন, তাঁর গ্র“মিং লম্বা সময় ধরে করা হবে। দেশি কোরিওগ্রাফার ছাড়াও বিদেশি স্বনামধন্য একজন কোরিওগ্রাফার তাকে গ্রুমিং করাবেন বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। এতে চ্যাম্পিয়ন হওয়া প্রতিযোগী  ডিসেম্বরে চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। 

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'র বিচারক হতে অনীহা দুই ভাইয়ের


'মাইলস ব্যান্ড আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একটি ব্যান্ড। আর এই দলের তারকা দুই ভাই শাফিন আহমেদ ও হামিন আহমেদ তরুণদের কাছে স্টাইল আইকন। তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখেই আমরা এ আয়োজকের আইকন বিচারকের দায়িত্বে শাফিন-হামিন রাখছি। দুই তারকাকে সঙ্গে পেয়ে আমরা উচ্ছ্বসিত।' গণমাধ্যমে এমন কথা বলেছেন 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮' এর আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। 
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের দুই সদস্য হামিন আহমেদ ও শাফিন আহমেদের সঙ্গে। তারা জানালেন ভিন্ন কথা। বিচারক থাকার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো আলোচনা হয়নি তাদের সঙ্গে।
এ প্রসঙ্গে হামিন আহমেদ বলেন, ‌'এ বিষয়ে আমাকে একবার ফোন দিয়েছিলেন। তবে বিচারক থাকা নিয়ে তেমন কোন আলোচনা হয়নি। বিচারকের দায়িত্ব দেয়া হবে অথচ আমাদের সঙ্গে তেমন কোন আলোচনা হবে না তা কী করে হয়? এ বিষয়ে আমি এখনও কিছুই জানিনা।' 
একই কথা জানালেন শাফিন আহমেদ। তিনি বলেন, ‘একবার শুধু ফোনই এসেছিল। আলোচনা আর হয়নি। তা ছাড়া গত বছর এই আয়োজন নিয়ে অনেক সমালোচনা শুনেছি। বিচারকদের কাজের স্বাধীনতা না থাকলে এসব আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার মানে হয় না।’
পুরো আয়োজনটিতে বিচারকের দায়িত্ব পালন করছেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল অভিনেত্রী ইমি, ব্যারিস্টার ফারাবী। 
আজ থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ নিয়ে তৈরি অনুষ্ঠান এটিএন বাংলায় প্রচারিত হবে। উপস্থাপনা করবেন ডিজে সনিকা ও আরজে নিরব। ১৬ সেপ্টেম্বর থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ কার্যক্রম শুরু হয়েছে। 

সব ধরনের এনার্জি ড্রিংকস তুলে নেওয়া হবে


বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে বাংলাদেশে বাজারে কোন ধরণের এনার্জি ড্রিংক থাকবে না। এর কারণ হিসেবে তারা বলছেন এসব ড্রিংকসে ক্যাফেইনের মাত্রা অনেক বেশি। যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সেটা খাওয়া থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
দেশের বাজারে যেসব এনার্জি ড্রিংকস বিক্রি হচ্ছে সেগুলো সম্পূর্ণ অবৈধ। বাজারে যেসব এনার্জি ড্রিংকস আছে তার একটিরও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) থেকে নির্ধারিত কোনো প্রকার জাতীয় মান নেই।
এনার্জি ড্রিংকস বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এত দিন যাবত বিএসটিআই থেকে কার্বোনেটেড বেভারেজের লাইসেন্স নিয়ে বাজারে এনার্জি ড্রিংকস বিক্রি করে আসছিল, যা বিএসটিআই দেখেও না দেখার ভান নিয়ে ছিল। অথচ প্রতিটি এনার্জি ড্রিংকসের বোতলের লেবেলে বিএসটিআই অনুমোদিত লোগো বসানো ছিল। তবে এখন থেকে বাজারে আর কোনো ধরণের এনার্জি ড্রিংকস থাকবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাজার থেকে সব ধরনের এনার্জি ড্রিংকস তুলে নেওয়ার নির্দেশনা এবং বাহির থেকে যেসব ড্রিংকস আমদানি করা হয় সেগুলোর ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। আগামী কয়েকদিনের মধ্যে চিঠি পাঠিয়ে বিএসটিআই, বাণিজ্য মন্ত্রণালয়, কাস্টমস এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এ নির্দেশনার কথা জানাবে (বিএফএসএ)। 
ফলে বিএসটিআইয়ের কাছ থেকে যারাই কার্বোনেটেড বেভারেজের জন্য লাইসেন্স নেবে তাদের শুধু বিডিএস ১১২৩:২০১৩ কার্বোনেটেড বেভারেজেস মানের মধ্যে থেকে পণ্য উৎপাদন করতে হবে।
এ বিষয়ে বিএফএসএর সদস্য মাহবুব কবির বলেন, ‘কার্বোনেটেড বেভারেজের নামে লাইসেন্স নিয়ে এত দিন যারা এনার্জি ড্রিংকস বাজারজাত করেছে এখন আর তারা তা করতে পারবে না। বাজারে যাদের এনার্জি ড্রিংকস আছে তাদের চিঠি দিয়ে এগুলো তুলে নেওয়ার নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি যাতে এনার্জি ড্রিংকস আমদানি বন্ধ হয় সে জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমসকেও চিঠি দেওয়া হবে।’ 
সূত্র মতে, বিএফএসএ বিভিন্ন এনার্জি ড্রিংকসকে পরীক্ষা করে সেখানে ক্ষতিকর মাত্রায় ক্যাফেইনের উপস্থিতি পেয়েছে। কার্বোনেটেড বেভারেজে ক্যাফেইনের মাত্রা প্রতি কেজিতে ১৪৫ এমজি থাকার কথা থাকলেও সেখানে পাওয়া গেছে প্রায় ৩২০ এমজিরও বেশি। 
অপরদিকে সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নন-ব্র্যান্ডের কিছু এনার্জি ড্রিংকস পরীক্ষা করে সেগুলোতেও ভায়াগ্রার উপাদান খোঁজে পেয়েছে। এগুলো মূলত বাহির থেকে আমদানি করে আনা হয়।
সূত্র থেকে আরও জানা যায়, বিএসটিআইয়ের সফট ড্রিংকস অ্যান্ড বেভারেজ শাখা কমিটি এনার্জি ড্রিংকস শিরোনামে মান প্রণয়ন করা হবে কি না, সে বিষয়ে ভোক্তাসাধারণের মতামত চেয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে। 
আর যার প্রেক্ষিতে ২৬টি মতামত পাওয়া যায়। এর মধ্যে ১৪টি মতামত আসে জাতীয় মান প্রণয়ন না করার পক্ষে। পরে এটি জাতীয় মান প্রণয়নের নীতিনির্ধারক ও উচ্চতর কমিটি ‘কৃষি ও খাদ্য বিভাগীয় কমিটি’র সভায় উপস্থাপিত হয়। উক্ত বিভাগীয় কমিটি সর্বসম্মতিক্রমে এনার্জি ড্রিংকস পণ্যের জাতীয় মান প্রণয়ন না করার পক্ষে মতামত প্রদান করে।
সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তা হলো, ‘এনার্জি ড্রিংকস জাতীয় মান প্রণয়ন ‘না’ করার নীতিগত সিদ্ধান্ত এবং কার্বোনেটেড বেভারেজ ছাড়া ‘এনার্জি ড্রিংকস’ বা অন্য কোনো নামে পণ্য উৎপাদন বা আমদানি ও বাজারজাত করার সুযোগ নেই।’
এর আগে চলতি বছরের জুলাইয়ে কমিটির চতুর্থ সভা সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের রসায়ন পরীক্ষণ উইংয়ের ঊর্ধ্বতন পরীক্ষক ইব্রাহিম খলিল মতামত দিয়ে বলছেন, ‘কার্বোনেটেড বেভারেজ পণ্যের বর্তমান সংস্করণে যেসব প্রিজারভেটিভসের মাত্রা উল্লেখ রয়েছে তা অনেক বেশি।’
এ বিষয়ে বিএসটিআইয়ের পরিচালক ইসহাক আলী বলেন, ‘আমরা এ পর্যন্ত প্রচুর এনার্জি ড্রিংকসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি, যেগুলোর কোনোটাতেই ক্যাফেইন ১৪৫-এর ওপরে পাইনি। আমাদের জানা মতে কার্বোনেটেড বেভারেজের নামে কেউ এনার্জি ড্রিংকস উৎপাদন ও বাজারজাত করছে না। 
বিএসটিআইয়ের এ পরিচালক আরও বলছেন, ‘তবে যারা বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে মানুষকে এনার্জি ড্রিংকসের কথা বলছে তাদেরকে আমরা চিঠি দিয়ে বিজ্ঞাপনের ভাষা পরিবর্তনের কথা বলেছি।’

ওয়েব পেজের "Error" কোডের কারনগুলো দেখে নিন



HTTP Error 100
Continue. Not really an "error", this HTTP Status Code means everything is working fine.

HTTP Error 101
Switching Protocols. Again, not really an "error", this HTTP Status Code means everything is working fine.

HTTP Error 200
Success. This HTTP Status Code means everything is working fine. However, if you receive this message on screen, obviously
something is not right... Please contact the server's administrator if this problem persists. Typically, this status code (as well as most
other 200 Range codes) will only be written to your server logs.

HTTP Error 201
Created. A new resource has been created successfully on the server.

HTTP Error 202
Accepted. Request accepted but not completed yet, it will continue asynchronously.

HTTP Error 203
Non-Authoritative Information. Request probably completed successfully but can't tell from original server.

HTTP Error 204
No Content. The requested completed successfully but the resource requested is empty (has zero length).

HTTP Error 205
Reset Content. The requested completed successfully but the client should clear down any cached information as it may now be invalid.

HTTP Error 206
Partial Content. The request was canceled before it could be fulfilled. Typically the user gave up for data and went to another page.
Some download accelerator programs produce this error as they submit multiple requests to download a file at the same time.

HTTP Error 300
Multiple Choices. The request is ambiguous and needs clarification as to which resource was requested.

HTTP Error 301
Moved Permanently. The resource has permanently moved elsewhere, the response indicates where it has gone to.

HTTP Error 302
Moved Temporarily. The resource has temporarily moved elsewhere, the response indicates where it is at present.

HTTP Error 303
See Other/Redirect. A preferred alternative source should be used at present.

HTTP Error 304
Not Modified. The server has identified from the request information that the client's copy of the information is up-to-date and the
requested information does not need to be sent again.

HTTP Error 305
Use Proxy. The request must be sent through the indicated proxy server.

HTTP Error 307
Temporary Redirect The resource has temporarily moved elsewhere, the response indicates where it is at present. Client should still use
this URL.

HTTP Error 400
Bad Request. Due to malformed syntax, the request could not be understood by the server. The client should not repeat the request
without modifications. Please contact the server's administrator if this problem persists.

HTTP Error 401.1
Unauthorized: Logon Failed. This error indicates that the credentials passed to the server do not match the credentials required to log on
to the server. Please contact the Web server's administrator to verify that you have permission to access the requested resource.

HTTP Error 401.2
Unauthorized: Logon Failed due to server configuration. This error indicates that the credentials passed to the server do not match the
credentials required to log on to the server. This is usually caused by not sending the proper WWW-Authenticate header field. Please
contact the Web server's administrator to verify that you have permission to access to requested resource.

HTTP Error 401.3
Unauthorized: Unauthorized due to ACL on resource. This error indicates that the credentials passed by the client do not have access to
the particular resource on the server. This resource could be either the page or file listed in the address line of the client, or it could be
another file on the server that is needed to process the file listed on the address line of the client. Please make a note of the entire
address you were trying to access and then contact the Web server's administrator to verify that you have permission to access the
requested 

HTTP Error 401.4
Unauthorized: Authorization failed by filter. This error indicates that the Web server has a filter program installed to verify users
connecting to the server. The authentication used to connect to the server was denied access by this filter program. Please make a note
of the entire address you were trying to access and then contact the Web server's administrator to verify that you have permission to
access the requested resource.

HTTP Error 401.5
Unauthorized: Authorization failed by ISAPI/CGIapp. This error indicates that the address on the Web server you attempted to use has
an ISAPI or CGI program installed that verifies user credentials before proceeding. The authentication used to connect to the server was
denied access by this program. Please make a note of the entire address you were trying to access and then contact the Web server's
administrator to verify that you have permission to access the requested resource.

HTTP Error 403.1
Forbidden: Execute Access Forbidden. This error can be caused if you try to execute a CGI, ISAPI, or other executable program from a
directory that does not allow programs to be executed. Please contact the Web server's administrator if the problem persists.

HTTP Error 403.2
Forbidden: Read Access Forbidden. This error can be caused if there is no default page available and directory browsing has not been
enabled for the directory, or if you are trying to display an HTML page that resides in a directory marked for Execute or Script
permissions only. Please contact the Web server's administrator if the problem persists.

HTTP Error 403.3
Forbidden: Write Access Forbidden. This error can be caused if you attempt to upload to, or modify a file in, a directory that does not
allow Write access. Please contact the Web server's administrator if the problem persists.

HTTP Error 403.4
Forbidden: SSL required. This error indicates that the page you are trying to access is secured with Secure Sockets Layer (SSL). In
order to view it, you need to enable SSL by "HTTPs://" at the beginning of the address you are attempting to reach. Please contact the
Web server's administrator if the problem persists.

HTTP Error 403.5
Forbidden: SSL 128 required. This error message indicates that the resource you are trying to access is secured with a 128-bit version of
Secure Sockets Layer (SSL). In order to view this resource, you need a browser that supports this level of SSL. Please confirm that your
browser supports 128-bit SSL security. If it does, then contact the Web server's administrator and report the problem.

HTTP Error 403.6
Forbidden: IP address rejected. This error is caused when the server has a list of IP addresses that are not allowed to access the site, and
the IP address you are using is in this list. Please contact the Web server's administrator if the problem persists.

HTTP Error 403.7
Forbidden: Client certificate required. This error occurs when the resource you are attempting to access requires your browser to have a
client Secure Sockets Layer (SSL) certificate that the server recognizes. This is used for authenticating you as a valid user of the
resource. Please contact the Web server's administrator to obtain a valid client certificate.

HTTP Error 403.8
Forbidden: Site access denied. This error can be caused if the Web server is not servicing requests, or if you do not have permission to
connect to the site. Please contact the Web server's administrator.

HTTP Error 403.9
Access Forbidden: Too many users are connected. This error can be caused if the Web server is busy and cannot process your request
due to heavy traffic. Please try to connect again later. Please contact the Web server's administrator if the problem persists.

HTTP Error 403.10
Access Forbidden: Invalid Configuration. There is a configuration problem on the Web server at this time. Please contact the Web
server's administrator if the problem persists.

HTTP Error 403.11
Access Forbidden: Password Change. This error can be caused if the user has entered the wrong password during authentication. Please
refresh the page and try again. Please contact the Web server's administrator if the problem persists.

HTTP Error 403.12
Access Forbidden: Mapper Denied Access. Your client certificate map has been denied access to this Web site. Please contact the site
administrator to establish client certificate permissions. You can also change your client certificate and retry, if appropriate.

HTTP Error 403.13
Client certificate revoked: The page you are trying to view requires the use of a valid client certificate. Your client certificate was
revoked, or the revocation status could not be determined. The certificate is used for authenticating you as a valid user of the resource.

HTTP Error 403.14
Directory listing denied: This Virtual Directory does not allow contents to be listed.

HTTP Error 403.15
Client Access Licenses exceeded: There are too many people accessing the Web site at this time.

HTTP Error 403.16
Client certificate untrusted or invalid: The page you are trying to view requires the use of a valid client certificate. Your client certificate
is untrusted or invalid. The client certificate is used for authenticating you as a valid user of the resource.

HTTP Error 403.17
Client certificate has expired or is not yet valid: The page you are trying to view requires the use of a valid client certificate. Your client
certificate has expired or is not yet valid. The client certificate is used for identifying you as a valid user of the resource.

HTTP Error 404
Not Found: The Web server cannot find the file or script you asked for. Please check the URL to ensure that the path is correct. Please
contact the server's administrator if this problem persists.

HTTP Error 404.1
Web site not found. (You can probably change the wording to read "Web site" instead of "Web server". The Web site you are looking
for is unavailable due to its identification configuration settings.

HTTP Error 405
Method Not Allowed: The method specified in the Request Line is not allowed for the resource identified by the request. Please ensure
that you have the proper MIME type set up for the resource you are requesting. Please contact the server's administrator if this problem persists.

HTTP Error 406
Not Acceptable: The resource identified by the request can only generate response entities that have content characteristics that are "not
acceptable" according to the Accept headers sent in the request. Please contact the server's administrator if this problem persists.

HTTP Error 407
Proxy Authentication Required: You must authenticate with a proxy server before this request can be serviced. Please log on to your
proxy server, and then try again. Please contact the Web server's administrator if this problem persists.

HTTP Error 408
Request Time-Out. The client did not send a request within the required time period.

HTTP Error 409
Conflict. There is an internal conflict of access to the resource. Please contact the server's administrator if this problem persists.

HTTP Error 410
Gone. The requested resource used to be on the server but is no longer available. Any robot this response should delete the reference
from its information store.

HTTP Error 411
Length Required. The request requires the Content-Length HTTP request field to be specified.

HTTP Error 412
Precondition Failed: The precondition given in one or more of the Request-header fields evaluated to FALSE when it was tested on the
server. The client placed preconditions on the current resource meta-information (header field data) to prevent the requested method
from being applied to a resource other than the one intended. Please contact the Web server's administrator if the problem persists.

HTTP Error 413
Request Entity Too Large. The URL is too long (possibly too many query strings).

HTTP Error 414
Request-URI Too Long: The server is refusing to service the request because the Request-URI is too long. This rare condition is likely
to occur only in the following situations:
* A client has improperly converted a POST request to a GET request with long query information.
* A client has encountered a redirection problem (for example, a redirected URL prefix that points to a suffix of itself).
* The server is under attack by a client attempting to exploit security holes present in some servers using fixed-length buffers for
reading or manipulating the Request-URI.
Please contact the Web server's administrator if this problem persists.

HTTP Error 415
Unsupported Media Type. The server does not support the resource type requested. Frequently found when attempting to serve up
content which may require a plug-in.

HTTP Error 416
Requested Range Not Satisfiable. The portion of the resource requested is not available or out of range.

HTTP Error 417
Expectation Failed. The Expect specifier in the HTTP request header can not be met.

HTTP Error 500
Internal Server Error: The Web server is incapable of performing the request. Please try your request again later. Please contact the Web
server's administrator if this problem persists.

HTTP Error 500.12
Application restarting: There is a problem with the page you are trying to reach and it cannot be displayed.

HTTP Error 500.13
Server too busy: There is a problem with the page you are trying to reach and it cannot be displayed.

HTTP Error 500.15
Requests for Global.asa not allowed: There is a problem with the page you are trying to reach and it cannot be displayed.

HTTP Error 500-100.asp
ASP error: There is a problem with the page you are trying to reach and it cannot be displayed.

HTTP Error 501
Not Implemented: The Web server does not support the functionality required to fulfill the request. Please check your URL for errors,
and contact the Web server's administrator if the problem persists.

HTTP Error 502
Bad Gateway: The server, while acting as a gateway or proxy, received an invalid response from the upstream server it accessed in
attempting to fulfill the request. Please contact the Web server's administrator if the problem persists.

HTTP Error 503
Out of Resources. Service temporarily unavailable - typically because it is currently overloaded.

HTTP Error 504
Gateway Time-Out: Unable to connect to origin web server. The web site you are attempting to access is currently unreachable. This
may be due to a network outage, or the web site might be experiencing technical difficulties.

HTTP Error 505
HTTP Version not supported. The request uses a version of HTTP that is not supported.

নিঃসঙ্গ আমি

নিঃসঙ্গ আমি

একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা
পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া;
নিস্তব্ধ দ্রোহের মায়াজালে
শূন্যতার প্রতিশ্রুতি তুমি
অন্ধকার, চারিদিকে অন্ধকার।
চারুশিল্পের অস্পৃশ্য ছোঁয়ায়
সিক্ত হৃদয় আমার;
ধ্রুপদী নৃত্যের মায়াবি আঘাতে
ঝরে পরছে ছেলেবেলার স্বপ্নগুলো
আর তারি সাথে তুমিও।
তোমায় লেখা শেষ চিঠিটি
সময়ের বিড়ম্বনায় অসমাপ্তই রয়ে গেলো
তাই বিবর্তনের মাঝেও অসম্পূর্ণ আজ
এই ‘আমি’।
Image result for lady on the road 

বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

ভুয়া সংবাদ বোঝার ১০টি টিপস

প্রায়ই অদ্ভুত কোনো খবর চলে আসে আপনার সামাজিক যোগাযোগমাধ্যমের নিউজ ফিডে। অনেক সময় বোঝা যায় না যে খবরটি বিশ্বাস করা ঠিক হবে কি না। অনেক ভুয়া সংবাদ মানুষকে বিভ্রান্তও করে। এমন অবস্থায় কয়েকটি বিষয় লক্ষ রাখলে ভুয়া খবরগুলো সহজে চিহ্নিত করা যায়।ফ্যাক্টচেকিং-বিষয়ক যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘ফুল ফ্যাক্ট’ ভুয়া খবর বন্ধে কাজ করছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সঙ্গে। ফেসবুক ও ফুল ফ্যাক্ট ১০টি টিপস দিয়েছে ব্যবহারকারীদের, যার মাধ্যমে বোঝা যাবে এটা ভুয়া সংবাদ। বিভ্রান্তিও কিছুটা দূর হবে ব্যবহারকারীদের। টিপস গুলো জেনে নিন।
টিপস ১ঃ সন্দেহজনক শিরোনাম
ভুয়া খবরের শিরোনাম সব সময় খুব চমকপ্রদ হয়। হয়তো এমন কোনো খারাপ সংবাদ আপনার নিউজ ফিডে এল, যা অবিশ্বাস্য। হতেই পারে না। এমন ক্ষেত্রে সংবাদটি ভুয়া হওয়ার সম্ভাবনাই বেশি।
টিপস ২ঃ ইউআরএলের দিকে একটু নজর
ওয়েব ব্রাউজারের ওপরের অংশে ‘অ্যাড্রেস বার’ থাকে। অ্যাড্রেসবারের ভেতর যে লেখাগুলো থাকে, তাকে ইউআরএল বলা হয়। সন্দেহ হচ্ছে ভুয়া কি না, এমন সংবাদের ইউআরএলটা একটু দেখে নিতে পারেন। যদি দেখা যায় খুব পরিচিত বা জনপ্রিয় সাইটের সঙ্গে নামের মিল পাওয়া যাচ্ছে, তাহলে সংবাদটি যাচাই করার প্রয়োজন আছে।
টিপস ৩ঃ খবরের উৎস কী?
নিশ্চিত করুন সংবাদে যে উৎসের কথা বলা হয়েছে, তা বিশ্বাসযোগ্য সূত্র কি না। একটু গুগল করে দেখতে পারেন। এমন যদি হয়, খবরটি কোনো অপরিচিত সংবাদ সংস্থার মাধ্যমে পাওয়া গেছে; তাহলে ওই সংস্থার ওয়েবসাইটে গিয়ে একটু খোঁজখবর করে দেখুন।
টিপস ৪ঃ অস্বাভাবিক বিন্যাস
অনেক সময় খবরে প্রচুর বানান বা নামের ভুল পাওয়া যায়। সাধারণত নির্ভরযোগ্য কোনো মাধ্যম নাম বা বানান ভুল করে না। এটা খেয়াল রাখুন।
টিপস ৫ঃ ছবিটি পরখ করে দেখা যেতে পারে
ভুয়া খবরগুলোতে সব সময় কারসাজি করা ছবি বা ভিডিও যোগ করা হয়। অনেক সময় দেখা যায়, ছবি হয়তো ঠিক কিন্তু যে বিষয়ে সংবাদ দেওয়া হচ্ছে, সেই বিষয় সম্পর্কিত নয়। সন্দেহ হলে ছবিটা একটু পরীক্ষা করে দেখুন। অন্য কোথাও এমন ছবি আছে কি না, একটু যাচাই করে নিলে ভুয়া খবর সহজেই বোঝা যায়।
টিপস্ ৬ঃ কত তারিখের সংবাদ?
ভুয়া খবরগুলোতে দিন-তারিখে প্রায়ই ভুল থাকে। অনেক সময় অদ্ভুত তারিখ উল্লেখ থাকে। এগুলো লক্ষ করুন।
টিপস্ ৭ঃ প্রমাণ পরীক্ষা করে দেখুন
লেখক সংবাদে যেসব উৎসের কথা বলেছেন, তা পরীক্ষা করে দেখুন। কোনো অর্থনীতিবিদের উদ্ধৃতি দিয়ে থাকলে তার নাম-পদবি ঠিক আছে কি না তা দেখুন। এতেও ভুয়া খবর চেনা যায়।
টিপস্ ৮ঃ অন্য কোথাও সংবাদটি রয়েছে কি না
একেবারেই বিশ্বাস হচ্ছে না। হতেই পারে না—এমন সংবাদের ক্ষেত্রে দেখে নেওয়া যেতে পারে অন্য কোনো সংবাদমাধ্যম এমন সংবাদ প্রকাশ করেছে কি না। না হলে বুঝবেন এটা ভুল তথ্য।
টিপস্ ৯ঃ খবরটা মজা করার জন্য নয় তো?
অনেক সময় মজা করার জন্যও সংবাদ বানানো হয়। চলে আসে নিউজ ফিডেও। অনেক ক্ষেত্রে দেখা যায় ওটা সংবাদ নয়, জোকস।
টিপস্ ১০ঃ কিছু গল্প ইচ্ছাকৃতভাবে মিথ্যা
খুব মনোযোগ দিয়ে পড়লেও ভুয়া সংবাদ বোঝা যায়। এসব ক্ষেত্রে সংবাদের যেটুকু সত্যি মনে হয়, সেটুকুই শেয়ার করলে ক্ষতি কী!

বউ হিসাবে কোন ধরনের মেয়ে উপযুক্ত?

প্রশ্নঃ বউ হিসাবে কোন ধরনের মেয়ে উপযুক্ত?

উত্তরঃ বিভিন্ন ব্যক্তি বিভন্ন ধরণের মতামত ব্যক্ত করছেন আমরা শুধু সেই মতামতগুলো আপনাদের সামনে তুলে ধরছি 
১ঃ বউ হিসেবে কেমন মেয়ে ভাল হবে তা সম্পূর্ণ নির্ভর করে আমি নিজে কেমন তার উপর।তবে দেখা যায় যে মেয়ের মা ভাল গুনের অধিকারী হয় সে মেয়ে ভাল বউ হয়। যে মেয়ে আমাকে পুরাপুরি বুঝতে পারবে এবং আমার ভালবাসার প্রতি বিশ্বস্ত থাকবে সেই মেয়ে বউ হিসেবে ভাল হবে…।শেষ কথা হচ্ছে আমি যদি তাকে রানীর মত সন্মান করি তবে সে আমায় রাজার মত সন্মান করবে.
২ঃ আমার মতে সর্ব প্রথম দেখতে হবে , মেয়েটি সু-শিক্ষিত কিনা ..কারণ বিয়ের পর আপনার যখন সন্তান হবে, তাদের কে শিক্ষার দাওয়ার বেপারে কিন্তু একজন মা এর ভূমিকা বেশি থাকে , কারণ বাবারা তাদের কাজ কর্মে মগ্ন থাকে .. মা সু-শিক্ষিত হলে, তার সন্তান কেও সঠিক পথে পরিচালিত করতে পারবেন .. আমি দেখেছি অনেক মা-বাবাকে যাদের সন্তান কে নিয়ে নানা দুশ-চিন্তায় থাকেন.. ইংরেজি মাধ্যম স্কুল এ দিয়ে পরে ভাবেন ভুল হলো কিনা, বাংলা মাধ্যম এ দিয়ে দিব কিনা .. আবার উল্টা তাও ভাবেন.. এই রকম নানান রকম দিধাতে থাকেন তারা.. দুক্ষিত আমি আপনার প্রশ্নের প্রসঙ্গের থেকে দুরে সরে গেছি.. আশা করি আপনি যাকে বিয়ে করে বউ করবেন, তাকে নিয়ে সারাটি-জীবন সুখে-শান্তিতে থাকবেন.. আপাদের সন্তান অনেক বড় হবে, এই দেশের মুখ উজ্জল করবে ইনশাল্লাহ..
৩ঃ সকল পুরুষ এর ই উচিৎ একটি ইসলামিক পরিবারের ধা‌‌‌র্মিক মেয় কে বিয়ে করা। একটি ধার্মিক মেয় ই পারে একটি পুরুষ এর জীবনে পরিপূর্ন শান্তি এনে দিতে।
৪ঃ মেয়ের মধ্য চারতি গুন থাকতে হবে। ১) দ্বীনদার হতে হবে ২) ভাল বংশের হতে হবে ৩)সম্পদশালী কিনা ৪) মেয়ে সুন্দর কিনা তা দেখতে হবে। তবে দ্বীনদার হলে ভাল হয়।
৫ঃ এমন একজনকে বউ করবেন, যে আপনাকে বুঝবে, আপনাকে ভালোবাসবে, অকারনে রাগ করবে না কিন্তু অভিমান করবে যাতে করে আপনি অভিমান ভাঙ্গাবেন… আপনার খুব খুব খেয়াল রাখবে এমন একজন মেয়ে বউ হিসেবে উপযুক্ত।
৬ঃ বউ হিসাবে সেই মেয়েই সবচেয়ে উপযুক্ত – যে মেয়ে স্বামীর সঠিক সিদ্ধান্তে তার আনুগত্য করে কিন্তু স্বামী ভুল করলে তার ভুল ধরিয়ে দেয়।
৭ঃ সুন্দর চেহারার চেয়ে সুন্দর মন আর সত চরিত্র বেশি জরুরি। তবে সুন্দর চেহারা হলে সোনায় সোহাগা। একইসাথে সৎ বংশও জরুরি। তবে এসব কিছুর আগে এর জন্য নিজেকেও উপযুক্ত করার দরকার। তবে সংসারে সুখী হতে হলে মেয়ের পরিবার হতে হবে ছেলের পরিবার হতে আথির্কভাবে দুর্বল।

ঘরের ওয়াইফাই গতি বাড়ানোর ৫টি সহজ টিপস

বর্তমানে অনেকেই ইন্টারনেট ব্যবহারের জন্য বাসায় ব্রডব্যান্ড সংযোগ নিয়ে রাউটারের মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করে থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায় বাড়ির সব ডিভাইসগুলো সঠিক ইন্টারনেট গতি পাচ্ছেনা।

ASUS T-AC88U

আর তাই এখানে ভারতীয় সংবাদ মাধ্যম গ্যাজেটস নাউ এর দেওয়া ৫টি টিপস দেওয়া হলো যা আপনার ঘরের ওয়াই ফাই গতি বাড়িয়ে দিবে।

কিছুদিন পর পর ওয়াই ফাই পাসওয়ার্ড পরিবর্তন করুন।
বেশীরভাগ মানুষ তার রাউটারটি ঘরের এক কোনায় রেখে দেন। কিন্তু এতে ইন্টারনেট গতি ভালো পাবেন না। তাই ঘরের মাঝামাঝি কোনো জায়গায় রাউটার সেট করুন।

ওয়াইফাই সংযোগের ডিভাইস সংখ্যা সীমিত করে দিন। ঘরে থাকা সব ডিভাইস বা আত্মীয় বন্ধুদের ডিভাইস ও সংযোগ দিলে ধীরগতি হবে ইন্টারনেট।

আপনি যদি বড় বাসায় থাকেন তাহলে পুরো বাড়ি একটি রাউটারে যথেষ্ট নয়। এজন্য রিপিটার ব্যবহার করতে পারেন।
ইউএসবি পোর্ট রয়েছে এমন রাউটার ব্যবহার করুন।

নবজাতককে কোলে নেওয়ার পদ্ধতিগুলো

নবজাতককে কোলে নেওয়ার পদ্ধতিগুলো

বাবা-মারা তাদের নতুন ইনিংস শুরু করার সময় আত্মবিশ্বাসী এবং খুশি থাকলেও কয়েকটা দিন যেতে না যেতেই তারা বুঝে যান বাচ্চা বড় করা মোটেও সহজ কাজ নয়। আমার সব কাজ ঠিক মতো করছি তো? এই ধরনের ধোঁয়াশায় ঘিরে থাকে বাবা-মায়েদের মন। সেই সঙ্গে তারা এটা বুঝে উঠতে পারেন না নবজাতককে কোলে নেবেন কীভাবে। অনেকেই প্রথম প্রথম এই একটা ব্য়পার বেশ সমস্য়ায় পরেন। আপনার অবস্থাও যদি এরকমই হয়, তাহলে পড়ে ফেলুন বাকি লেখাটা।




বাচ্চাকে কীভাবে কোলে নেওয়া উচিত সে ব্য়পারে বাবা-মায়েদের জেনে নেওয়াটা আবশ্য়িক। কারণ জন্মানোর পরে অনেক দিন পর্যন্ত বাচ্চার ঘার শক্ত হয় না। তাই এই সময় যদি বাচ্চাকে ঠিক মতো কোলে নেওয়া না যায়, তাহলে তাদের ঘারে আঘাত লাগার আশঙ্কা থাকে। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক নবজাতকদের কোলে নেওয়ার নানা পদ্ধতি সম্পর্কে।

কীভাবে বাচ্চাকে কোলে নিলে আপনার সুবিধা হয় তা বুঝে নিন: নানাভাবে বাচ্চাকে কোলে নেওয়া যায়। কিন্তু কীভাবে নিলে আপনার সুবিধা হয়, সেটা আপনাকেই বুঝে নিতে হবে। আর যদি দেখেন এ বিষয়ে বুঝতে খুব অসুবিধা হচ্ছে, তাহলে একজন অভিজ্ঞ মায়ের সঙ্গে পরামর্শ করে নিতে ভুলবেন না।

ধীরে ধীরে শিখুন: বাচ্চাকে তখনই কোলে নিন, যখন তাকে ভালো করে ধরতে পেরেছেন। আর সেটা করবেন কীভাবে? খুব সহজ। প্রথমে বাঁ হাতের তালু দিয়ে বাচ্চার মাথার পিছনে রাখুন, আর ডান হাত দিয়ে বাচ্চার কোমরটা ধরুন। দেখবেন ভালো গ্রিপ পাবেন। আর এই অবস্থায় তাকে কোলে তুলে নিতে দেখবেন কোনও অসুবিধাই হচ্ছে না। এখনও যদি বুঝতে না পারেন তাহলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। তিনি আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবে।

সাবধানতা অবলম্বন করুন: বাচ্চাকে কোলে নেওয়া সময় একটা হাত অবশ্য়ই তার মাথা বা ঘারের কাছে রাখবেন। যেমনটা আগেও বলেছি। জন্মের পরে বাচ্চার ঘাড় শক্ত হতে সময় লাগে। এই সময় তাই অতিরিক্ত সাবধান হওয়াটা জরুরি। নচেৎ ঘাড়ে লেগে গিয়ে বড় কোনও সমস্য়া হওয়ার আশঙ্কা থেকে যায়।

দি ক্রেডেল হোল্ড: বুঝতে পারলেন না তো কী বলছি। ক্রডেল হোল্ড বলতে বোঝায়, বাচ্চাকে যখনই কোলে নেবেন তখন তার মাথাটা বুকের কাছে নিয়ে নেবেন। তারপর ধীরে ধীরে অন্য় হাতটা মাথার কাছে নিয়ে গিয়ে ঘারটা ধরবেন। এই পদ্ধতিটি সবথেকে সহজ এবং নির্ভরযোগ্য়।

শোলডার হোল্ড: বাচ্চাকে কোলে নিয়ে ধীরে ধীরে বুকের কাছে নিয়ে আসুন। তারপর তার মাথাটা আপনার কাঁধের উপর রেখে দিন। অপর হাত দিয়ে ঘারটা ধরুন। বাচ্চাকে ঘোরানোর সময় এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন।

ভালো করে ধরুন বাচ্চাকে: বাচ্চাকে সব সময় শরীরের কাছাকাছি রাখবেন। এমনটা করলে আপনার বাচ্চা নিরাপদ মনে করবে, সেই সঙ্গে আপনারও সুবিধা হবে তাকে কোলে নিতে।

সঠিক নিয়মে পড়াশোনা করার ৭টি টিপস

সঠিক নিয়মে পড়াশোনা করার ৭টি টিপস

রাতদিন বাবা মা বলেই যান, “বেশি করে পড়! রেজাল্ট ভাল হতে হবে এবার!” আমরাও ভাল রেজাল্টের জন্য অথবা ভাল প্রতিষ্ঠানে ভর্তি হবার আশায় নাকমুখ গুঁজে ডুবে থাকি পড়ালেখায়। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়, এত পরিশ্রমের পরও ফলাফল মনমতো হচ্ছে না। অথচ পাশের বাড়ির ছেলেটাই সারাদিন খেলাধুলা নিয়ে মেতে থাকার পরও পরীক্ষায় অনেক ভাল ফল করছে। এর কারণ কি শুধুই মেধার তারতম্য? কখনোই নয়! স্রষ্টা সবাইকেই সমান মেধা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু মেধার সঠিক ব্যবহারই ক্লাসের ফার্স্ট বয় আর লাস্ট বয়ের ব্যবধান তৈরী করে দেয়।সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী আমরা অনেকেই “স্টাডি হার্ড” অর্থাৎ “বেশি বেশি পড়লেই ফল ভাল হবে”- এমন ধারণা পোষণ করি, কিন্তু প্রকৃতপক্ষে “স্টাডি হার্ড” এর চেয়ে “স্টাডি স্মার্ট” বা “সঠিক নিয়মে পড়াশোনা” অনেক বেশি ফলপ্রসূ।দৈনন্দিন পড়াশোনার পদ্ধতিতে ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন জাদুকরী এক ভূমিকা রাখবে তোমার পরীক্ষার রেজাল্ট ভাল করার পেছনে।তার জন্য এই টিপস গুলো মেনে চলতে হবে। চলো, ঝটপট দেখে নেওয়া যাক ৭টি “স্টাডি স্মার্ট” টিপস!

টিপস ১ঃএকনাগাড়ে বেশিক্ষণ পড়াশোনা নয়
বিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা টানা ২৫-৩০ মিনিট পরিশ্রমের পর হ্রাস পেতে শুরু করে। সুতরাং, একটানা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়ে থাকার অভ্যাস বন্ধ করো। পড়ার সময়টুকুকে ছোট্ট ছোট্ট ভাগে আলাদা করে সাজিয়ে নাও।
প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পর পাঁচ মিনিট ব্রেক নিবে। এই সময়টুকু একদম chill! তোমার যা করতে ভাল লাগে (কিছু খাওয়া, গান শোনা, ফেসবুকে একবার ঢুঁ মেরে আসা) এই সময়টুকুতে করবে, তারপর সতেজ মনে আবার পড়াশোনায় ঝাঁপিয়ে পড়বে।

টিপস ২ঃমুখস্থ নয়, বুঝে পড়ো
ছোটবেলা থেকে আমাদের ছড়া, কবিতা প্রভৃতি দাঁড়িকমা সহ মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে লিখতে অভ্যাস হয়ে দাঁড়ায় সবকিছু মুখস্থ করে ফেলার। এটি খুব ভুল একটি পদ্ধতি। অনেকেই আছে, যাদের কোন কিছুর সংজ্ঞা জিজ্ঞেস করলে হুবুহু বই এর সংজ্ঞা গড়গড় করে বলে দিতে পারবে, কিন্তু ব্যাখ্যা করতে বললেই নিশ্চুপ!
বর্তমান সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় এই মুখস্থবিদ্যা নির্ভরতা তোমাকে একদমই সাহায্য করবে না ভালো ফল করতে। সুতরাং বই এর সংজ্ঞা মুখস্থ করা বন্ধ করে মূল টপিকটা বুঝতে চেষ্টা করো। কেননা, মুখস্থ দশবার করলে দশবার ভুলবে, কিন্তু একবার ভালভাবে বুঝে নিতে পারলে কোনদিনও ভুলার চান্স নেই!

টিপস ৩ঃবিভিন্ন সোর্স থেকে পড়ো
বুঝে বুঝে পড়ার একটি চমৎকার উপায় হচ্ছে একই টপিক বিভিন্ন সোর্স থেকে পড়া। অন্ধের হাতি দেখার গল্প মনে আছে তো? শুধুমাত্র একটি বই থেকে পড়তে গেলে তেমনটি হওয়ার সম্ভাবনা অনেক। সুতরাং সম্ভাব্য সবরকম সোর্স থেকে শেখার চেষ্টা করো। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করো, বিভিন্ন লেখকের বই থেকে পড়ো, বড় ভাই/আপুদের সাহায্য নাও। ইন্টারনেটে একটু খুঁজলেই চমৎকার সব শিক্ষামূলক সাইট পেয়ে যাবে তোমার টপিকের উপর।

টিপস ৪ঃকাউকে শেখাও
আইনস্টাইন বলেন, “একটা বিষয় তোমার পরিপূর্ণভাবে আয়ত্ত হবে তখনই, যখন বিষয়টি তুমি কাউকে বুঝিয়ে বলতে পারবে।”
পড়ালেখাকে যদি একটি গাড়ির সাথে তুলনা করো, তাহলে তুমি যখন একটি টপিক পড়লে, তখন সেটি হচ্ছে গাড়ির ইঞ্জিন। কিন্তু শুধু এটুকু দিয়েই তুমি কাউকে ঠিকভাবে বুঝাতে পারবে না টপিকটা। কেননা, কেবল ইঞ্জিন থাকলেই তো গাড়ি চলে না! গাড়ির অন্যান্য যন্ত্রাংশ – চেসিস, টায়ার ইত্যাদি সব মিলে যুক্ত হয়েই তৈরী হয় একটি গাড়ি।
যখন কাউকে বুঝাতে যাবে একটি টপিক, তখন লক্ষ্য করবে শুধু বইপড়া জ্ঞান দিয়ে কাজ হচ্ছে না। ঠিক গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের মতো, সবগুলো ঠিকমতো জোড়া দিলে তবেই চলবে গাড়ি, সেরকম তোমার টপিকটার বিভিন্ন আঙ্গিকের উপর সার্বিক একটা ধারণা থাকতে হবে, এবং সেটা গড়ে উঠবে কাউকে শেখাতে গেলেই, টপিকটার উপর তোমার জ্ঞান অনেক গভীরে পৌঁছাবে তখন।

টিপস ৫ঃনিবিড় মনোনিবেশ
একবার ভেবে দেখো তো, দিনে গড়ে কত ঘন্টা তুমি বইয়ের সামনে বসে কাটাও? এর মধ্যে কতটুকু সময় তোমার অখন্ড মনোযোগের সাথে পড়া হয়? খেয়াল করলে দেখবে, প্রচুর সময় হেলাফেলা করে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন। “জাস্ট ২ মিনিটের জন্য ফেসবুকে ঢুকবো!” “খেলার স্কোরটা দেখেই টিভি বন্ধ করে দিবো!” পড়তে বসলেই এমন অনেক ইচ্ছা কিলবিল করতে থাকে মাথার ভেতর। এই ইচ্ছাগুলো ঝেড়ে ফেলে দাও এখনই।
একই সাথে একাধিক কাজ করতে গেলে কোনটিই ভালভাবে করা হয়না। যখন পড়তে বসবে, তখন সম্পুর্ণ মনোযোগ থাকবে বইয়ের পাতায়। মনোযোগ বিঘ্ন করার মত যা কিছু আছে, সবকিছু দূরে সরিয়ে রাখবে এই সময়টুকুতে। অল্প সময় পড়বে, কিন্তু ১১০% মনোযোগের সাথে পড়বে। আর বিনোদনের জন্য স্টেপ ওয়ানে বলা পাঁচ মিনিটের ব্রেক তো আছেই!
টিপস ৬ঃছোট ছোট লক্ষ্য তৈরী করো
আমরা সবাই বছরের শুরুতে লক্ষ্য ঠিক করি, “এইবছর ফাটায়ে পড়াশোনা করবো!” এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা “লক্ষ্য” হয়েই থেকে যায়, কার্যকরী আদৌ হয়ে উঠেনা! কেন এমনটি হয় কখনো ভেবে দেখেছো? আমরা ছোট থাকতে গুরুজনেরা আমাদের খাইয়ে পরিয়ে দিতেন, নিয়মিত পড়া আদায় করাতেন। এখন তুমি বড় হয়েছো, এখন আর কেউ প্রতিদিন তোমার পড়া ধরতে আসে না। তোমার সাফল্য ব্যর্থতার দায়ভার তোমার নিজের হাতেই।
প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করো। “আমি এই টার্মে ফার্স্ট হতে চাই!” এত দীর্ঘমেয়াদী প্ল্যানে না গিয়ে “আমি আজকে ম্যাথ অমুক চ্যাপ্টার কমপ্লিট করবো” এরকম একদিনের প্ল্যান ঠিক করো। এবং সেটা সম্পন্ন না হওয়া পর্যন্ত হাল ছেড়ো না। প্রতিদিন এরকম ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে বছরের শেষে গিয়ে দেখবে সত্যিই বছরজুড়ে ফাটাফাটি পড়াশোনা হয়েছে!

টিপস ৭ঃপড়ালেখা হোক গল্পের, আনন্দের!
তুমি একদিন বাসে উঠে তোমার বন্ধুকে বললে, “এই জানিস! গতকাল কলেজের সামনে রাস্তায় কি কাহিনী ঘটেছে!” আমি বাজি ধরে বলতে পারি, বাসের সবাই সাথেসাথে কান খাড়া করে ফেলবে “কি কাহিনী ঘটেছে” সেটা শোনার জন্য! কারণটা খুব সোজা, আমরা সবাই গল্প শুনতে ভীষণ ভালবাসি! পড়াশোনাকে যখন সংজ্ঞা/ফর্মুলার নীরস জায়গা থেকে গল্পের ছাঁচে ফেলতে পারবে, দেখবে জিনিসটা আসলে কত মজার! গণিতের “x=?” এর সমাধান যেন গোয়েন্দা কাহিনীর “কে সেই কালপ্রিট?” বের করার মতোই! “ব্রেকিং ব্যাড” এর কল্যাণে রসায়নের ফর্মূলাগুলো তো এখন সবাই আগ্রহ নিয়েই শিখে!
ফিজিক্সের প্লবতার “ইউরেকা!” থেকে শুরু করে আতশ কাঁচের সাহায্যে আর্কিমিডিস কিভাবে রোমান যুদ্ধতরী পুড়িয়ে দিলেন সমুদ্রে -এরকম অজস্র ইন্টারেস্টিং গল্প আছে। এরকম সব সাবজেক্টেই অনেক মজার মজার গল্প, ঘটনা জড়িয়ে আছে। বাস্তব জীবনে চারপাশের উপকরণের সাথে যখন পাঠ্যবই এর টপিকগুলো মিলিয়ে গল্প তৈরী করতে শিখবে, দেখবে পড়ালেখার চেয়ে মজার আর কিছুই হতে পারে না!

পৃষ্ঠাসমূহ