মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

'নিজেকে এতটা অসহায় কোনোদিনও মনে হয় নাই'

আজ সকালে হাতিরঝিলে বাইক অ্যাক্সিডেন্টে একজন স্পট ডেড আর একজন কোনোরকমে বেঁচে ছিল।

আমি প্রায় ৩০ মিনিটের বেশি একা গাড়ি থামানোর চেষ্টা করলাম আর সাথে যে এত্তগুলো মানুষ দেখছেন ইনারা তামাসা দেখছিল। সাথে তিন জন র‍্যাবের লোকও ছিল, কত করে বললাম ভাই আপনারা একটু হেল্প করেন- একটা সিএনজি আটকান কিন্তু তারা কোনো স্টেপ না নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে।
একটা পুলিশের গাড়ি আটকালাম, তাদের কাছে হেল্প চাইতে বলল, ‘এটা আমাদের ইউনিট না।’
সচিবালয়ের গাড়ি ধরে বললাম ভাই একটু সাহায্য করেন, হয়তো একজনকে বাঁচানো যাবে এখনো। উত্তরে বলে, ‘অমুক সচিবের গাড়ি, তাড়া আছে।’
একটা টিভি চ্যানেলের গাড়ি, বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি পাশ দিয়ে দেখে গেল, কিন্তু থামালো না৷
৯৯৯ এ কতবার কল দিলাম, আশপাশের কয়েকজনকে দিয়ে কল দেওয়ালাম, কিন্তু আনঅ্যাভেইলেবল (Unavailable) দেখাচ্ছিল।
অবশেষে প্রায় ৩০ মিনিট পর একটা সিএনজিতে করে নেওয়া হল।
কোথায় মানবতা? মানুষ মরে পড়ে থাকলে কেউ এগিয়ে আসে না। নিজেকে এতটা অসহায় কোনোদিনও মনে হয় নাই। আজ যদি আপনার পরিবারের কারো সাথে এমন হয় পারবেন চুপ থাকতে? নানা টাল্টি-বাল্টি করে পালাতে? এমন সেলফিস জাতি আমি আজ প্রথম দেখলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ