মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

সহজে ২/৩ ঘন্টা সময় ব্যয় করে আয় করুন ১০ হাজার টাকা...

ইন্টারনেট এ ইনফরমেশন বিক্রয় করে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা রোজগার করতে পারেন যে কেউ।
এই নেটওয়ার্ক কে মার্কেটিং-এর কাজে লাগানো যেতে পারে।

সারাদেশ ব্যপী কিছু অতি প্রয়োজনীয় , নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি
ডাইরেক্ট সেলিং করে অথবা ডাইরেক্ট সেলার বা রিটেইলার তৈরী করে
প্রতি মাসে খুব সহজেই আয় করতে পারেন ৮ থেকে ১০ হাজার বা এরও অধিক টাকা।

পড়াশোনার পাশাপাশি, যে কোনো চাকরি বা ব্যবসার পাশাপাশি যে কেউ ঘরে বসে আয় করতে পারেন এই সম্মানি।

প্রজেক্ট এক.
প্রোডাক্ট কিনে নিয়ে ডিষ্ট্রিবিউটর হিসেবে রিটেইলারদের কাছে সেল করা।

প্রজেক্ট দুই.
ডিষ্ট্রিবিউটার তৈরি করে কমিশন পাওয়া।

প্রজেক্ট তিন.
নিজেই ডাইরেক্ট সেলার হওয়া বা অধিক মুনাফা করা।

প্রজেক্ট চার.
ইনফরমেশন আদান , প্রদান এবং প্রতিদিন এক শতাধিক ই মেইল করে প্রতি মাসে ৩-৫ হাজার টাকা আয় করা।

প্রজেক্ট পাঁচ.
ডাটা কালেকশন এবং ইনফরমেশন লিটল সোর্স হয়ে আয় করা।
( প্রজেক্ট পাঁচ এর মূল কাজ হচ্ছে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখা আর প্রয়োজনে তথ্য দিয়ে লাভবান হওয়া।)
১০ থেকে ৩০ হাজার টাকা ।

প্রজেক্ট ছয়.
গার্মেন্টস আইটেমের কোয়ালিটি চেকার হিসেবে কাজ করা।
( পার্টটাইম জব। ৪-৫ ঘন্টা কাজ করে ২০০ টাকা।)

প্রজেক্ট সাত.
৫০০০ টাকা বেতন ভিত্তিক কন্ডিশনাল জব।
প্রতিদিন ২ ঘন্টা , সন্ধ্যা ৬ টা থেকে ৮ টা। ডাইরেক্ট সেলিং।

প্রজেক্ট আট.
রানার জব।
স্যাম্পল নিয়ে পার্টিদের কাছে পৌছে দেয়া।
যেমন নারায়নগঞ্জ থেকে উত্তরা একটি টি শার্ট পৌছে দেয়া।
প্রতিদিন-১৫০ টাকা।

প্রজেক্ট নয়.
মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কমিশন ভিত্তিক পার্ট টাইম জব করা। নিটিং ওয়েল , নিটিং নিডল সেল করা।

প্রজেক্ট দশ.
রিসার্চার
প্রতি প্রজেক্ট রিসার্চ ৩ দিন।
৫০০ টাকা।

1 টি মন্তব্য:

পৃষ্ঠাসমূহ