মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

গণজাগরণ মঞ্চের বেশ কিছু ভূল সিদ্ধান্ত

গণজাগরণ মঞ্চের সমন্বয়ক এবং পরিচালনা কমিটিতে যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, এই আন্দোলন কারও একার বা একটি গোষ্ঠির নয়, এটি গনমানুষের আন্দোলন। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাদের আরও সতর্ক হওয়া উচিৎ।
হেফাজতে ইসলামের লংমার্চ এ বাধা দেওয়া বা তাদের হরতালে বাধা দেওয়া মোটেই ভাল সিদ্ধান্ত হয়নি। আপনাদের বোঝা উচিৎ ছিল এটা জামাতের অনেক পুরাতন খেলা, তাই পুরাতন জবাব কাজ হবে না, বাংলাদেশের মানুষ আদতে ইসলাম ধর্মের ধারের কাছেও ঘেসে না কিন্তু ধর্মকে অবমাননাকারীর পক্ষে তারাখনও কোন অবস্থাতেই নিবে না। হেফাজতে ইসলাম তো দেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, এটা পুরোপুরি তাদের, সরকারের এবং সাধারন মানুষের বিষয়। তারা যেসব ব্লগারের বিষয়ে আপত্তি তুলেছে তাদের অধিকাংশই অনেক আগে থেকেই ব্লগে নাস্তিক হিসাবে পরিচিত। আপনারা সেইসব নাস্তকদের তাদের সাফাই গাইতে গিয়ে আমাদের মূল আন্দোলন কে প্রশ্নবিদ্ধ করেছেন। যে সমস্ত ব্লগার আমাদের ইসলাম ধর্মকে অবমাননা করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিৎ এবং তা প্রচলিত আইনেই হবে। অহেতুক তাদের পক্ষ নিয়ে মুক্তি যুদ্ধ এবং তার চেতনাকেও প্রশ্ন বিদ্ধ করেছেন, সাথে সাথে সাধারন মানুষের সমর্থন হারিয়েছেন প্রচুর পরিমানে।

আবার আগামীকাল হরতালও তো বিএনপি এবং আওয়ামীলীগের রাজনৈতিক প‌্যাচাল, এর মধ্যে জড়ায়ে আপনারা প্রমান দিলেন আপনারা না চাইলেও কোন না কেনভাবে আওয়ামীলীগ দ্বারা প্রভাবিত হচ্ছেন।

আমাদের গনমানুষের আন্দোলনকে নষ্ট করার কোন অধিকার আপনাদের নেই। আপনাদের ভূল সিদ্ধান্তের কারনে এখন দ্যাখেন আওয়ামীলীগ বগল বাজাচ্ছে এবং বিএনপি নিধনে ঝাপিয়ে পড়েছে এবং সাধারন জনগন আঙ্গুল তুলে আপনাদেরকে আওয়ামীলীগের দালাল বলছে যার পুরোপুরি প্রমান আপনাদের তাদের হাতে তুলে দিচ্ছেন।

এখনও সময় আছে কিনা জানি না, তবে দ্রুত ভূল শুধরে নিন। রাজনৈতিক প‌্যাচালে আমাদের মূল আন্দোলন ব্যর্থ হবে, আমারা আবার পরাজয় বরন করব এবং তার জন্য পুরোপুরি দায়ি হবেন আপনারা। আমরা আগেও ছিলাম এখনও আছি। ভবিষ্যতে যদি কেউ ডাক দেয়, তার সাথেও থাকব।

এই জন্যই বলা হয়, " বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, তার মত নেতৃত্ব আর মনে হয় তৈরী হবে না।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ