বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সেফ্টি কুরিয়ার সার্ভিসেস লিঃ” এর এজেন্ট নিয়োগ এর কার্যক্রম চলছে প্রতিটি জেলা শহরে আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন।

সেফ্টি কুরিয়ার সার্ভিসেস লিঃ” এর এজেন্ট হউন।

.

“সেফ্টি কুরিয়ার সার্ভিসেস লিঃ” একক ব্যক্তির কোন প্রতিস্টান নয়, দেশের বিভিন্ন জেলা থেকে ২৮জন শেয়ার হোল্ডার নিয়ে গঠিত হয়েছে এই কোম্পানী। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত কুরিয়ার সার্ভিসের বিস্তার করা আর সেই লক্ষ্যেই প্রতিটি জেলা ও উপজেলায় ০১জন করে এজেন্ট দেয়া হচ্ছে। এজেন্টগণ কুরিয়ারের বিজনেসের পাশাপাশি আরও বহুমূখী বিজনেস করার সুযোগ রয়েছে। . এজেন্ট এর কন্ডিশনঃ ===============
⬛ নিজস্ব অফিস বা দোকান থাকতে হবে। ⬛ ল্যাপটপ বা পিসি থাকতে হবে। ⬛ মার্কেটিং করার জন্য ইনভেষ্ট করতে হবে ৫ হাজার টাকা, এখানে থাকছে- বেনার, ফেস্টুন, ভিজিটিং কার্ড, ব্রোশিয়ার, বুকিং বই ও এজেন্ট সিল। ⬛ জামানত রাখতে হবে ৫ হাজার টাকা (ফেরতযোগ্য)। তবে, এখানে উল্লেখ্য যে, আগামী ৬মাস পর কোম্পানীর সার্ভিস নেটওয়ার্ক পরিধির উপর ভিত্তি করে জামানতেরন পরিমান ২০-২৫ হাজার টাকা বাড়বে তখন অতিরিক্তি নির্ধারিত জামানত প্রদান করতে হবে (সকল শেয়ার হোল্ডারের সিন্ধন্তক্রমে)। . বিঃ দ্রঃ এজেন্ট এর জন্য সর্বমোট ইনভেস্ট ১০ হাজার টাকা। স্থানীয় মার্কেটিং এর জন্য নিজ নিজ মার্কেট তৈরির জন্য বাড়তি প্রচারনার জন্য নিজের ইচ্ছা মতো ইনভেষ্ট করবেন নিজ দায়িত্বে। এছাড়া কুরিয়ার বিজনেস নিজ এরিয়াতে সম্প্রসারনের জন্য নিজ জেলা সদর বা উপজেলায় একাধিক সাব-এজেন্ট নিয়োগ দিতে পারবেন। . . এজেন্ট কমিশনঃ =========== ⬛ সিটি/সদর/উপজেলা এজেন্টঃ নিজ পয়েন্টের বুকিং থেকে ২০% নিজ পয়েন্টের ডেলিভারী থেকে ১০% সাব-এজেন্ট এর বুকিং থেকে ৫% সাব-এজেন্ট এর ডেলিভারী থেকে ৫% . . কুরিয়ার চার্জঃ =========== ⬛ ইন্টারনাল সিটি টু সিটিতে ৬০ টাকা (কাউন্টার ডেলিভারী)। ⬛ ইন্টারনাল সিটি টু সিটিতে ৮০ টাকা (হোম ডেলিভারী)। ⬛ জেলা সদরে ১২০ টাকা (কাউন্টার ডেলিভারী)। ⬛ জেলা সদরে ১৪০ টাকা (হোম ডেলিভারী)। ⬛ উপজেলা পর্যায় ১৬০ টাকা (কাউন্টার ডেলিভারী)। . এজেন্ট হিসেবে আগ্রহী দ্রুত কনফার্ম করুন এবং যদি আপনার নিজস্ব প্রতিষ্টান থাকে তাহলে আপনার প্রতিষ্টানের ছবি, প্রতিষ্টানের নাম, ঠিকানা ও কন্ট্রাক নাম্বার দিন। আর নিজস্ব প্রতিষ্টান না থাকলে কোথায় অফিস দিবেন তার ঠিকানা ও কন্ট্রাক নাম্বার দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ