বুধবার, ২৬ জুলাই, ২০২৩

ভাবনার করিডোর

 


কখনো এইভাবে ভাবিনি,
অন্তরের গহীনে তোমার পদধুলি।


রঞ্জিত স্বপ্নের বারে বারে হাতছানি,
না এই ভাবে ভাবিনি,
গ্রিলের বাহিরে চাদের আগমনী।


শিকড়ের মূলগুলো আঁকড়ে ধরে মৃত্তিকা,
সঞ্চিত ভালবাসার আলিঙ্গনে তোমায় পাওয়া,
এইভাবে আর ভাবা হয়ে উঠেনি,
জোছনার নীলে সৈকতে পার করেছি-
কত ক্রোশ বালিয়াড়ি।


মধুর নিশি কেটেছে -
রাতের কোকিলের সাথে কথা বলে,
গোপনে প্রিয়ার উষ্ণ উত্তাপে,
নিকটে ঘাড়ের কাছে দীর্ঘ নিঃশ্বাসে।


ভাবনার করিডোর উন্মুক্ত,
প্রেমে এ মন হয়েছে মত্ত।

২টি মন্তব্য:

  1. অসাধারণ শব্দচয়ন আর বাক্যের শৈল্পিক সংমিশ্রণ, কবি'র অসম্ভব সুন্দর পারদর্শীতার ইঙ্গিত বহন করে।শুভকামনা।

    উত্তরমুছুন
  2. অসাধারণ লেখা পড়ে ভালো লাগলো। আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল

    উত্তরমুছুন

পৃষ্ঠাসমূহ