বুধবার, ২৬ জুলাই, ২০২৩

ওগো প্রিয়

 


কত উপমা দিয়ে তোমাকে ডেকেছি,

কত স্বপ্নের বর্ণনায় তোমায় রেখেছি।

যতনে ভালবাসার আবর্তনে তোমায় বেঁধেছি,

ওগো প্রিয়, মোর কবিতায় শুধু তুমি।


কোন অজানা ছায়াপথের নক্ষত্র হয়ে,

জ্বলে উঠো বিশাল এ মনের নভোমণ্ডলে।

তুমিই আলাদা যেমনটা শুকতারা,

ওগো প্রিয়, মোর কবিতায় শুধু তোমার পদচারনা।


সাজানো শব্দে কি তোমার উপমা দেয়া যায়,

বিধাতা যেন বানিয়েছে তোমায় আপন মায়ায়।

ঐ চোখে এই মন শুধুই হারায়,

ওগো প্রিয়, মোর কবিতায় শুধু তোমাকেই সাজাই।


কবিতা ছন্দ হারায় তুমি না থাকলে,

ছন্দহীন কবিতায় প্রানের অস্তিত্ব নাই বললে চলে।

তোমারই জন্যে কবির মন কথা বলে,

ওগো প্রিয়, সকল কবিতায় তুমি আছো মিশে।


1 টি মন্তব্য:

  1. কবি কাজী নজরুল ইসলাম তার প্রিয়া'কে নিয়ে যে বিখ্যাত কাব্যটি রচনা করেছিলেন, পরে সেটিতে সুর দিতেই হয়ে যায় প্রেমের সর্বোৎকৃষ্ট গান। সৃষ্টির ব্যতিক্রমী সব অলংকার দিয়ে তিনি তাঁর প্রিয়া'কে সাঁজান,
    সেই গানে।
    বহু বছর পর আর এক প্রেমিক কবি তার প্রিয়তমকে অভিনব উপায়ে সাঁজিয়ে ভিন্নধর্মী এক কবিতা বোদ্ধা জনদের উপহার দিলেন।
    নজরুল লিখেছিলেন, "মোর প্রিয়া হবে এসো রাণী, দেব খোঁপায় তারার ফুল। আর আজকের প্রেমের কবি লিখেছেন,
    "কত।উপমা দিয়ে তোমায় ডেকেছি,
    কত স্বপ্নের বর্ণনায় তোমায় রেখেছি" আহ !! পড়লেই আবেশে চোখ দুটো জুড়িয়ে আসে!!
    GM. Chowdhury.

    উত্তরমুছুন

পৃষ্ঠাসমূহ