বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

বাংলাদেশের পুলিশ-র‍্যাব, শামীম ওসমানরা আর জনগণ

একবার নিউইয়র্ক, লন্ডন ও ঢাকা শহরের পুলিশের প্রধান কর্মকর্তারা এক বৈঠকে বসেন। তাঁরা প্রত্যেকেই দাবি করেন যে তাদের পুলিশ সবচেয়ে দক্ষ। তাদের দাবির পক্ষে প্রমাণ পেশ করতে বলা হল।

নিউইয়র্ক শহরের পুলিশ প্রধান দাবি করলেন যে, তাঁর পুলিশ বাহিনীর কাছে সর্বাধুনিক কম্পিউটারে আসামীদের সম্পর্কে সর্বশেষ উপাত্ত রয়েছে। কাজেই কোন অপরাধ সংঘটিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাঁরা শতকরা ৯৯ ভাগ আসামী ধরে ফেলতে পারে। সুতরাং, নিউইয়র্কের পুলিশ বিশ্বের সেরা।


লন্ডনের পুলিশ প্রধান স্বীকার করলেন যে, তাঁর পুলিশ বাহিনীর এত যন্ত্রপাতি নেই, তবু তাদের এলাকার জনগণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। তাই ২৪ ঘন্টাতে না হলেও ৭ দিনের মধ্যে ৯৯.৯৯ শতাংশ অপরাধী তাঁরা ধরে ফেলতে পারেন।


ঢাকার পুলিশ প্রধান বললেন যে, তাঁর কম্পিউটার নেই; তাঁর পুলিশ বাহিনীর সাথে জনগণের যোগযোগ নেই এবং তারা প্রায় ৯০ ভাগ আসামী ধরে না। তবু ঢাকার পুলিশ বিশ্বের সেরা কেননা অপরাধ সংঘটিত হওয়ার কমপক্ষে ৭ দিন আগেই তারা জানে কোথায় কি অপরাধ সংঘটিত হতে যাচ্ছে। সর্বাধুনিক কম্পিউটার নিয়েও পৃথিবীর কোন পুলিশ বাহিনী এ ধরনের রেকর্ড সৃষ্টি করতে পারেনি।


নারায়ণগঞ্জে শামীম ওসমান কখন কিভাবে রফিউর রাব্বির ছেলে ত্বকীকে হত্যা করেছে পুলিশ র‍্যাব আলবৎ জানে। জনগণের আন্দোলন যত শক্তিশালী হবে গর্তের ভেতর থেকে ততো ধীরে ধীরে কেঁচো সাপ বের হতে থাকবে। শুধু আন্দোলনটা ধরে রাখা দরকার। ত্বকী মঞ্চের মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন সহ সকল প্রগতিশীলদের এ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানাই।


আচ্ছা কেউ কি বলতে পারেন, বিএনপি-জামাত কেনো ত্বকী হত্যা নিয়ে কোনো আন্দোলন করছে না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ