বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৩

শামীম ওসমানের হাস্যকর প্রতিক্রিয়া



৭ আগস্ট নারায়ণগঞ্জের সন্ত্রাসের বরপুত্র হাজী সাহেব খ্যাত আজমেরী ওসমানের টর্চার সেলে অভিযান চালিয়েছে র‌্যাব-১১। এ সময় সেখান থেকে রক্ত মাখা প্যান্ট, লাঠি, হকি স্টিকসহ বেশ কিছু আলামত জব্দ ও ৩ জনকে আটক করা হয়েছে। র‌্যাবের অভিযানে অংশ নেয়া সাংবাদিকরা জানিয়েছে, ওই টর্চার সেলের দেয়ালে অসংখ্য বুলেটের দাগ রয়েছে। এ সম্বন্ধে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আজমেরীর চাচা , সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা একেএম শামীম ওসমান বলেছেন, এটা সাজানো। আর আজমেরীর মা পারভীন ওসমান বলেছেন, এটা ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সুনাম নষ্টের প্রয়াস। আজমেরীর বাবা নারায়ণগঞ্জ - ৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান ভারতে থাকায় কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমি শামীম ওসমানের প্রতিক্রিয়ার জবাবে তাকে প্রশ্ন করব, একন ক্ষমতায় কারা। আপনার কথা শুনে মনে হয় বিএনপি বা জামায়াত শিবির ক্ষমতায় আছে। আপনি ভুলে গেছেন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট। আপনি আওয়ামীলীগ করেন আর আপনার বড় ভাই নাসিম ওসমান মহাজোটের প্রধান শরীক জাতীয় পার্টি করেন। এ অবস্থায় আপনাদের বিরুদ্ধে সাজানো অভিযান কি সম্ভব ?
শামীম ওসমান আপনি যথেষ্ট যোগ্যতাবান এ কথা স্বীকার করতে আমার কোন আপত্তি নেই। তবে আপনার কিছু বদ গুন আছে। যেমন আপনি সব কিছু নিয়ে অতি নাটক করেন। আপনার চারপাশের কিছু লোক লুটেপুটে খেলেও তাদের পক্ষেই সাফাই গান। সন্ত্রাসী লালন করে সারা দেশে গড ফাদার উপাধি পেয়েছেন আপনি। নারায়ণগঞ্জ- ঢাকা রুটের গাড়ি ভাড়া নিয়ে গাড়ি মালিকদের পক্ষে আপনার নগ্ন অবস্থান আপনার রাজনীতি কলুষিত করেছে।


শামীম ওসমান এবার যতটা না আপনি দোষ করেছেন তার চেয়ে বেশী আপনার ভাতিজা করেছে। আজমেরী গোটা নারায়ণগঞ্জে চাঁদাবাজি করে বেড়ায়। একটার পর একটা হত্যা করে সে অমানুষ হয়ে গেছে। নিজেকে আজমেরী শয়তান বলে আখ্যা দেয়।
আর পারভীন ওসমানের প্রতিক্রিয়ায় আমি কিছু বলব না। কারন আমি একজন নারায়ণগঞ্জবাসী হিসেবে জানি, এই মহিলার আস্কারায়ই আজমেরী এতটা খারাপ হয়েছে। এই মহিলাও একজন বদমেজাজী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ