রবিবার, ১৫ জুলাই, ২০১২

বিশ্বব্যাংকের ঋণে ভিটামিন এ ক্যাপসুল ক্রয়: দুর্নীতি করে ভারতীয় কোম্পানিকে কাজ দেয়ার অভিযোগ


বিশ্বব্যাংক প্রথমে যোগ্যতা না থাকার কথা বলেও পরে সেই ভারতীয় কোম্পানিকেই কাজ দেয়ার কথা বলল। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ২ কোটি শিশুর জন্য ১০ কোটি ভিটামিন এ ক্যাপসুল কেনার কাজে ভারতীয় কোম্পানি OLIVE HEALTH CARE কে মনোনয়ন দেয়ায় গত ৩১ মে আপত্তি করেছিলো বিশ্বব্যাংক । এখন ভারতীয় লবিং এর চাপে বিশ্বব্যাংক নিজের আপত্তি প্রত্যাহার করে শেষ পর্যন্ত সেই প্রতিষ্ঠানকেই ভিটামিন এ কেনার কাজ দিতে বলেছে। স্বাস্থ্য অধিদপ্তরও যথারীতি ভারতীয় কোম্পানিকেই কাজটি দিয়েছে। এ ঘটনায় সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। 

Health Sector Development Program নামের একটি প্রকল্পের আওতায় ১০ কোটি ভিটামিন এ ক্যাপসুল কেনার দরপত্র আহবান করা হয় গত ১২ ডিসেম্বর। dgmarket.com এর আর্কাইভ থেকে দেখা যাচ্ছে G-1190: Procurement of: Vitamin-A Capsule নামের এই টেন্ডারটিতে মনোনয়ন পেয়েছে OLIVE HEALTHCARE নামের ভারতীয় একটি কোম্পানি যার সাথে চুক্তি স্বাক্ষরের তারিখ ২৮/০৬/২০১২ তারিখে। 

প্রাথমিক ভাবে ভারতীয় কোম্পানি অলিভ হেলথ কেয়ারকে মনোনিত করার সময়ই প্রতিদ্বন্দ্বী কোম্পানি কানাডার ব্যানার ফার্মা বিশ্বব্যাংকের কাছে অনিয়মের অভিযোগ তোলে। অভিযোগ হলো প্রয়োজনীয় অভিজ্ঞতা ও সার্টিফিকেশান না থাকা স্বত্ত্বেও অলিভ হেলথ কেয়ারকে কার্যাদেশ দেয়া হয়েছে। বিশ্বব্যাংক প্রথমে আপত্তি জানালেও ভারতীয় কোম্পানি অলিভ হেলথ কেয়ার ও তার স্থানীয় এজেন্ট মোসার্স জনতা ট্রেডার্স এর দৌড় ঝাপে এখন কার্যাদেশ দেয়ার কথা বলছে।

পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে: 

"মেসার্স অলিভ হেলথ কেয়ারকে মনোনীত করার প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী কানাডিয়ান প্রতিষ্ঠান ব্যানার ফার্মা করপোরেশনের বাংলাদেশের এজেন্ট এসএস সায়েন্টিফিক করপোরেশন বিশ্বব্যাংকের কাছে অভিযোগ করে। এর ভিত্তিতে বিশ্বব্যাংক প্রয়োজনীয় কাজপত্র পরীক্ষা করে দেখতে পায়, এ কাজের জন্য যেসব যোগ্যতার প্রমাণপত্র জমা দেওয়া দরকার এর সব অলিভ হেলথ কেয়ারের পক্ষ থেকে জমা দেওয়া হয়নি। এমনকি অবশ্য পালনীয় পূর্ণাঙ্গ কার্য-অভিজ্ঞতা ও বিশ্বস্বাস্থ্য সংস্থার জিএমপি সার্টিফিকেটও ওই প্রতিষ্ঠানটি জমা দেয়নি। বিষয়টি তুলে ধরে বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিস গত ৩১ মে সিএমএসডির পরিচালক বরাবর আপত্তি জানিয়ে চিঠি পাঠায়। পরে নাইজেরিয়ায় ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহের অভিজ্ঞতার প্রমাণপত্র এবং দরপত্র দাখিলের প্রায় ছয় মাস পরের তারিখে (৭ জুলাই ২০১২) ইস্যু করা বিশ্বস্বাস্থ্য সংস্থার জিএমপি সার্টিফিকেট জমা দেয় অলিভ হেলথ কেয়ার। কিন্তু বিষয়টি যথাযথ না হওয়ার কথা বলে বিশ্বব্যাংক ১৮ জুন ও ২৫ জুন পৃথক চিঠি দেয় সিএমএসডিকে। তবে ২৮ জুন দেওয়া চিঠিতে বিশ্বব্যাংক রহস্যজনকভাবেই তাদের অবস্থান পাল্টে ফেলে ভারতীয় অলিভ হেলথ কেয়ারকে কার্যাদেশ দেওয়ার জন্য সিএমএসডির কাছে সুপারিশ করে। আর সিএমএসডি ঠিক ওই দিনই (২৮ জুন) জরুরি ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের পক্ষে কার্যাদেশ দেয়। কার্যাদেশ অনুসারে প্রতিষ্ঠানটি ১৫ কোটি ৫৭ লাখ ১৮ হাজার টাকায় দুই ধরনের মোট ১০ কোটি পিস ভিটামিন 'এ' ক্যাপসুল সরবরাহ করবে সরকারকে।
এই কার্যাদেশকে অবৈধ দাবি করে কানাডিয়ান প্রতিষ্ঠানের এজেন্ট এসএস সায়েন্টিফিক করপোরেশনের স্বত্বাধিকারী ফয়েজ আহম্মেদ গত ১১ জুলাই হাইকোর্টে একটি রিট পিটিশন দেন। এর ভিত্তিতে কেন ওই কার্যাদেশকে অবৈধ ঘোষণা করা বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- এ মর্মে সরকারের প্রতি রুলনিশি জারি করেন বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মো. হাবিবুল গণির যৌথ বেঞ্চ।"


ভারতীয় বা কানাডীয় কোম্পানি বুঝি না, আমার প্রশ্ন দেশীয় কোম্পানিকে দিয়ে কেন ভিটামিন এ ক্যাপসুল উৎপাদন করানো হচ্ছে না। কেন ভারতীয় বা কানাডার কোম্পানির কাছ থেকে এইসব ঔষধ কিনতে হবে- যখন শিশুর অন্ধত্ব কমানোর উদ্দেশ্যে যে ঔষুধ খাওয়ানো হয় সেই ঔষধ খেয়ে উল্টো শিশুর মৃত্যু ও অসুস্থতার খবর পাওয়া যায় প্রায়ই:

ফরিদপুরে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শতাধিক শিশু অসুস্থ 

ভিটামিন এ ও কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ প্রায় ৪‌'শ শিশু 

নরসিংদীতে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শিশু সোনিয়ার মৃত্যু 

মুন্সীগঞ্জে ১ শিশুর মৃত্যু 


বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস সেক্টরের সুনাম সারা দুনিয়া ব্যাপি। দেশীয় ঔষুধ কোম্পানি গুলো বিদেশেও ঔষধ রপ্তানি করে। তাছাড়া সরকারি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি যেখানে লাভজনক ভাবে সুনামের সাথে সরকারি হাসপাতালের ৮০ ভাগ ঔষধ সহ ১১৬ টিরও বেশি ঔষধ উৎপাদন করছে, সেখানে কেন ভিটামিন ক্যাপসুল সেই ৭০ দশক থেকেই
কানাডার ব্যানার ফার্মার কাছ থেকে আমদানী করা হচ্ছে আর কেনই বা এখন দেশীয় কোম্পানির বদলে অখ্যাত ভারতীয় কোম্পানির হাতে সেই ঔষধ সরবরাহের ভার তুলে দিয়ে ২ কোটি শিশুকে ঝুকির মুখে ফেলা হচ্ছে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ