রবিবার, ১৫ জুলাই, ২০১২

বিশ্বব্যাংকের নতুন হুমকিঃ দুর্নীতির সব নথিপত্র জনসমক্ষে প্রকাশ করতে তারা প্রস্তুত!

বিশ্বব্যাংকের বাংলাদেশকে ঋণ না দেবার ঘোষণা দেবার পর সরকারের পক্ষ থেকে কেয়ামতের মতো অবস্থা সৃষ্টি করা হয়েছে। বলা হয়েছে বিশ্বব্যাংক নিজেই দুর্নীতিবাজ। ওরা আবার দুর্নীতির ব্যাপারে বাংলাদেশকে বলার কে? আবুল সাহেব কথা বলেছেন এ নিয়ে। কথা বলেছেন কালো বেড়াল এবং আমাদের মুখরা রমণী। পত্রিকায় খবর এসেছে যে স্কুলের ছাত্ররা প্রধানমন্ত্রীকে ফোন করে টিফিনের টাকা দিতে চাইছে সেতু করার জন্য। স্পীকার সাহেব এবং পরে ডিসি সাহেবরা ২৫ পয়সা থেকে ১০ পয়সা মোবাইল চার্জের কথা বলেছেন। বিএনপির ফারুক সাহেব অবশ্য বলেছেন এটা আবুল চার্জ। আবুল চার্জ আর মোবাইল চার্জের মাধ্যমে ২৫ হাজার কোটি টাকা যোগাড় হবে কবে সেটা অবশ্য গবেষণার বিষয়।

এবার বিশ্ব ব্যাংক বোমা ফাটিয়েছে। তারা সরকারের দুর্নীতির নথিপত্র জনগণের সামনে প্রকাশ করতে চায়। বিশ্বব্যাংকের নথিপত্র ও প্রতিবেদন জমা সম্পর্কে এর আগে জানতে চাওয়া হয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে। জবাবে তিনি বলেন, বিশ্বব্যাংকের গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সরকার ওই প্রতিবেদন প্রকাশ করবে না। 

কিন্তু বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন আজ বলেন যে বাংলাদেশ সরকার মনে করলেবিশ্বব্যাংকের ওই প্রতিবেদনগুলো জনগণের সামনে তুলে ধরতে পারেন। তাতে বিশ্বব্যাংকের কোন আপত্তি নেই।

সরকার এখন কী বলবে?

পুনশ্চঃ পদ্মা সেতু নিয়ে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় কানাডার কয়েকজন উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। কানাডার দৃষ্টান্ত সামনে রেখেই বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা উচিত বলে মনে করেন গোল্ডস্টেইন।

মুল রিপোর্টঃ আজকের মানবজমিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ