শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

কেন ভারত, কেন পাকিস্তান???



আমাদের দেশে মানুষ কেন নিজের দেশ কে রেখে অন্য দেশ এর সাপোর্ট করে তার একটা কারণ (বলা ভালো, একের মধ্যে আরও কিছু শাখা কারণ থাকতে পারে) বের করেছি, আর সেটাই লিখছি।


আমার নিজের মনেও হচ্ছে, এই কারণটা হতে পারে সবচেয়ে বড় একটি যার কারণে অনেক ক্ষেত্রে আজ আমার নিজের দেশ প্রতিনিধিত্ব করার পরেও কিছু মানুষ আমরা পাই যারা অন্য দেশের সাপোর্ট করছে।


এবার মূল লেখায় আসা যাক...

আমাদের দেশে এই প্রজন্মের আমরা যারা আছি, (জন্মসাল ১৯৮৫ বা পরে) তাদের জন্যে এই কারণটা কাজে লাগবে না, কিন্তু, তার আগের যারা আছেন তাদের জন্যে এইটা বড় একটা কারণ অবশ্যই।

কারণ, যারা অনেক আগে থেকেই খেলাধুলায় আগ্রহী, নিয়মিত খোঁজ খবর রাখেন আর খেলা দেখার চেষ্টা করেন, তাদের খেলা দেখার শুরুর সময়ে বাংলাদেশ তেমন ভালো আসলেই খেলত না (তাঁরা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে অনেক পরে)। তাই, যদি তখন আপনার কাউকে সাপোর্ট করতে হত, সেই ক্ষেত্রে নিজের দেশ না থাকায় অন্য দেশকে (ক্রিকেটে ভারত বা পাকিস্তান) তাঁরা সাপোর্ট করত। ঐ মুহূর্তে আমার মতে সেটা দোষের কিছু ছিল না, কারণ নিজের দেশ যেহেতু নেই তাই... তাদের মধ্যে এখন ও যারা খেলা দেখেন তাঁরা অনেকেই তাদের সেই পুরাতণ সাপোর্ট কে ভুলতে পারেন না(যদিও অধিকাংশের জন্যে এটা প্রযোজ্য নয়)।


কিন্তু, আমাদের জন্যে যেটা আক্ষেপের বিষয় সেটা হল, আমাদের এখনকার জেনারেশন এর অনেকেই আবার সেই দলে, যাদের ঐ দলে যাওয়ার কোনও কারণ ই নেই... ঠিক এই জায়গায় আমার কারণ দর্শানো থেমে যেতে বাধ্য হল কারণ, তাঁরা দেশের খেলা দিয়েই শুরু করেছে দেখার অভ্যেস কিন্তু তার মন পড়ে আছে অন্য দেশে,


কিন্ত এটা কিভাবে সম্ভব????



এই কারণটাই আমাদের বের করতে হবে এখন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ