মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে মাঝরাতে
বুঝি উপেক্ষার বিষাদ আমাতেও কতটা প্রবল
বুঝি অধর সংগমকালে তোমার ওষ্ঠ থেকে
বহমান জলধারা কতটা আরাধ্য ।
জেনো,
এখনো ভালোবাসতে পারিনি পুরোপুরি
সঞ্চয়ে রেখেছি কিছু...
তাই এসো,
বুকের কার্নিশে এসো,একবার এসো প্রিয়তমা
ভালোবাসাজনিত আক্ষেপে এখানে বৃষ্টিপাত আজ ।
সেই কবে অধর সংগমে তোমার ওষ্ঠের
নীল অমৃত থেকে শুষেছি নির্যাস
স্তনশোভার সৌন্দর্যে এনেছো জোয়ার...
এরপর গভীরে প্রবেশের আকাঙ্ক্ষায় যতই ছুটলাম
ততই অদৃশ্য উপেক্ষা !
আজ এসো,এসো প্রিয়তমা ...
হৃদয়ের গভীরে এসো, প্রেমের বুনন হোক আজ
শুক্রে,শুভ্র বীজে !
আজ এসো...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন