শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

ঔষধ কোম্পানীর ছবি থিওরী.

হাসপাতালের ডাক্তারকে দেয়া কোম্পানীর উপহার বিফলে গেল কিনা বা নিদিষ্ট কোম্পানীর ঔষধ ডাক্তার লিখল কিনা, এসব প্রশ্নের নিশ্চিত উত্তর পেতে এখন ছবি পন্থা অবলম্বন করছে ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টিটিভরা। রোগীর ব্যবস্থাপত্র দেখে এসব প্রশ্নের উত্তর পাওয়ার পরিবর্তে ব্যবস্থাপত্র এখন ডিজিটাল ক্যামেরাবন্দী। প্রতিটি ছবি ঔষধ কোম্পানীগুলোর কাছে বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ টাকায়। পিজি হাসপাতালের সামনে রোঘীর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বিশেষ একটি চক্রের ছবি তোলার দৃশ্য এখন নিয়মিত দেখা যাচ্ছে। এদের হাতে পড়ে রোগীরা নানারকম বিড়ম্বনার শিকার হচ্ছে।নিজ কোম্পানীর ঔষধের কার্তি বাড়াতে রিপ্রেজেন্টিটিভদের এহেন পন্থা কতটা নৈতিক ? আর একাজে যারা সহযোগিতা করছে তাদের কি হওয়া উচিত ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ