শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

সপ্নচারী..


এতযে উতলা মন আর ,কত যে সপ্নিল আশা
ভেবে ভেবে রাত কাটে দু চোখে ঘুম জড়তা
লাল টুকটুকে শাড়ী পড়ে সাথী আমার আসবে ঘরে
ভাবনার অতলে হাবুডুবু খাই প্রেমের অনুভবে।

সপ্নচারী মানুষ আমি সপ্ন দেখেই যাই

সপ্ন ফুরোলে বাচঁব কি করে ভেবে নাহি পাই
তবুও দেখি দীবাসপ্ন কিংবা রাতে
সপ্ন একদিন ভাংবে জানি তবু দেখি বাঁচার তাগিদে।

সপ্ন ছাড়া মানুষ কি আছে এই পৃথিবীতে?..

জীবনটা বড় সপ্নময় তাই থাকি সপ্নের ঘোরে
সপ্ন যেদিন থাকবেনা আর থাকবেনা বেচেঁ থাকার ইচ্ছা
তাই বাঁচার তাগিদে সপ্ন দেখে যাই এ হলো সপ্নের কেচ্ছা।

কারও সপ্ন গাড়ী বাড়ি কারও আবার নারী

কারও আবার মাথা গোজার ঠাই ছোট্ট একটা বাড়ি
কেওবা দেখে সপ্ন শুধু লক্ষ কোটি টাকা
কারও আবার সপ্ন আছে তবু পকেটটা ফাঁকা।

সপ্ন আছে বলেই পৃথিবীটা এত সুন্দর লাগে

সপ্ন ভাঙলে বেঁচে থাকার সাধ নাহি জাগে
যাদের জীবনে সপ্ন ফুরিয়ে গেছে…
হতাশায় তারা বেচে আছে তবু মৃত্যূপুরীর দেশে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ