শুক্রবার, ১৩ জুন, ২০১৪

‘Robber’ killed in Satkhira ‘gunfight’

‘Robber’ killed in Satkhira ‘gunfight’A suspected robber was killed in a ‘gunfight’ with law enforcers at Chhoyghoria in Sadar upazila of Satkhira early Friday.

The deceased was identified as Islam Morol, 45, son of late Yakubbar Morol of Patharghata in the upazila.
Tipped off that a gang of 15-16 robbers were preparing to commit robbery in a Satkhira-bound passenger bus from Dhaka at Jessore-Satkhira highway in the area, a team of police went to the spot around 3:30am, reports our Satkhira Correspondent quoting Md Enamul Haque, officer-in-charge of Sadar Police Station.
Sensing the police presence, the robbers opened fire on the law enforcers and hurled bombs and brickbats, prompting the police to fire back, triggering the gunfight. Islam was caught in the line of fire while his associates managed to flee the scene.
He was pronounced dead when rushed to Satkhira Sadar Hospital, reports the correspondent quoting Parimol 

Kumar Biswas, emergency duty doctor there.
One shutter-gun and three sharp weapons were recovered from the spot. Islam was accused in 11 robbery cases in Satkhira and Kolaroa, the OC said.
Sub-Inspector (SI) Kabir Hossain of the police station lodged a case against 15-16 unnamed people on charges of attacking police.
Islam’s family could not be reached for comments, the OC added.

Fear, sectarianism behind Iraq army collapse

Iraqis fleeing from militants in Mosul head east toward the autonomous Kurdistan region. Photo: AP
Iraqis fleeing from militants in Mosul head east toward the autonomous Kurdistan region. 

The video, set to sweetly lilting religious hymns, is chilling. Islamic militants are shown knocking on the door of a Sunni police major in the dead of night in an Iraqi city. When he answers, they blindfold and cuff him. Then they carve off his head with a knife in his own bedroom.
The 61-minute video was recently posted online by the Islamic State of Iraq and the Levant, an al-Qaida splinter group of Sunni extremists. The intent was to terrorize Sunnis in Iraq's army and police forces and deepen their already low morale.
That fear is one factors behind the stunning collapse of Iraqi security forces when fighters led by the Islamic State overran the cities of Mosul and Tikrit this week, sweeping over a swath of Sunni-majority territory. In most cases, police and soldiers simply ran, sometimes shedding their uniforms, and abandoned arsenals of heavy weapons.
Even after the United States spent billions of dollars training the armed forces during its 2003-2011 military presence in Iraq, the 1 million-member army and police remain riven by sectarian discontents, corruption and a lack of professionalism.
Many Sunnis in the armed forces are unprepared to die fighting on behalf of Prime Minister Nouri al-Maliki's Shiite-led government, which many in their minority community accuse of sharp bias against them. The Islamic State has exploited this by touting itself as the Sunnis' champion against Shias.
Shiites in the armed forces, in turn, feel isolated and deeply vulnerable trying to hold on to Sunni-majority areas.
Desertion has been heavy the past six months among forces in the western province of Anbar, Iraq's Sunni heartland, where troops have been fighting in vain to uproot Islamic State fighters who took over the city of Fallujah, said two high officials - one in the government and the other in the intelligence services.
The militants who early this week swept into the northern city of Mosul included former Sunni army officers who had deserted out of frustration with al-Maliki's government, the two officials told The Associated Press, speaking on condition of anonymity to discuss intelligence reports.
As the militants approached, the two officials said, many of the top army commanders in Mosul, Iraq's second-largest city, fled to the autonomous Kurdish region.
With their generals gone, the ranks saw no reason to stay.
"We were fighting, but our leaders betrayed us," one soldier who escaped from Mosul told the AP in Irbil, capital of the Kurdish region. "When we woke up, all the leaders had left."
The intelligence assessments show that many of the 52,000 police and 12,000 soldiers in Mosul surrendered, handing over their weapons in exchange for safe passage out, the two officials said.
With a salary of $700 a month for newly enlisted men, the army and the police have attracted many young Iraqis who would otherwise be unemployed. Once in, some bribe commanders so they can stay home and take a second job, lamented the officials.
Most are in it for the paycheck. "There's a sense the individuals looked to themselves and thought this is not my fight," said Feisal Istrabadi, a former Iraqi ambassador to the United Nations. "They haven't been trained and imbued with a sense of professionalism."
"Even in the army, the loyalties are not to the state," said Istrabadi, now director of the Center for the Study of the Middle East at Indiana University.
Many troops are drawn from the ranks of Shiite militiamen and from Sunni tribal militias, known as the Sahwa, set up by the Americans to fight al-Qaida. The loyalties of those troops are often more to their sect or tribe than to the state. In Baghdad, army checkpoints manned by Shiite troops often fly Shiite banners or images of Shia religious figures.
With most soldiers lacking training and discipline, offensive operations are mostly carried out by a special, US-trained counterterrorism outfit of some 10,000 men that fought alongside the Americans for years, the two officials said.
But that unit, they said, does not have the manpower to hold territory after it drives militants out. So it hands the task over to regular troops, who then surrender it when under fire.
The counterterrorism unit is under al-Maliki's direct authority, and there is discontent among officers in the regular military that the prime minister weighs in too heavily on military matters. Another source of low morale among the ranks is widespread corruption in military contracts that end up with troops receiving poor supplies and food.
The two officials said the security forces' incompetence will very likely force al-Maliki to rely increasingly on hard-line Shiite militias, some of which are loyal to Iran, in the fight against the Islamic State.
That would only further deepen the shadow that sectarianism casts over Iraq and its armed forces.
The Sunni minority that dominated power under dictator Saddam Hussein resents the political ascendancy of the Shiite majority since his 2003 ouster in the US-led invasion. The two communities came close to outright civil war in 2006-2008, with tens of thousands killed in almost daily massacres and bombings.
Sunnis are well represented in the military's officer corps. The majority of soldiers and warrant officers are Shiites, but they mostly serve in areas dominated by members of the same sect. That leaves the Sunnis to serve in Sunni areas like Mosul and Anbar, where many of them are demoralized by the idea of fighting against fellow members of their Muslim sect.
Police forces are usually drawn from local populations and so are particularly vulnerable to intimidation.
The harrowing video put out 10 days ago by Islamic State's media arm, Al-Furqan, underscores the threats to Sunnis in pro-government forces.
Speaking on condition of anonymity for fear of reprisals, Iraqis contacted in Anbar and the provinces where Mosul and Tikrit are located said the video was widely seen. They spoke of people they knew personally who deserted the military after watching the footage of the summary beheading.
One resident of Fallujah, identifying himself only by his nickname Abu Ali, said the video brought home the Islamic State's brutality. But he said morale is already low among troops because of almost daily attacks by jihadis on army positions. "The strikes by fighters in the streets had more effect than the video," he said.
Besides the scene of the beheading of the Sunni police major in Salaheddin province, the video includes footage of drive-by shootings of off-duty security personnel and the killings of captured army soldiers. In one scene, fighters masquerading as soldiers set up a checkpoint on a main highway, stopped cars and killed Shiites and security personnel by the side of the road.
In another horrifying scene, fighters abduct a Sahwa commander along with his two sons. They are forced to dig their own graves in the desert before their throats are slit.
"I advise whoever is with the Sahwa to repent and quit," the commander says to the camera. "Here I am digging my grave with my own hands. ... They can get to anyone."

India steel plant gas leak kills 6 in Bhilai

Many people were left injured or unwell after the accident. Photo taken from BBC
Many people were left injured or unwell after the accident.

At least six people are now known to have died from a poisonous gas leak that followed an explosion on Thursday at one of India's largest steel plants, factory officials said.
Noxious gas escaped from a blast furnace while a nearby water pipeline was being repaired at the government-run plant in Chhattisgarh state.
Workers say deaths could have been avoided had there been safety measures in place. The plant has not responded.
About 30 were left hurt or unwell.
Some workers held a protest at the plant on Thursday evening and again on Friday morning, BBC Hindi's Alok Putul reports from the state capital, Raipur.
The main water pump suddenly ruptured on Thursday night, resulting in a loss of pressure in the pipes supplying water to the blast furnace, the company said in a statement.
As the workers were fixing the rupture, gas from the furnace entered the damaged pipes and leaked, it added.
The plant, which is India's first and main producer of steel rails, employs tens of thousands of people.

Much ado about nothing Equipped with inadequate chemical testing kits, police embark on adulterated fruit drive

Police at a checkpost at Gabtoli in the capital late Wednesday night. They were checking to see if fruits entering the capital on trucks were tainted with formalin. They did not have the equipment to check for other toxic substances. Photo: Anisur Rahman
Police at a checkpost at Gabtoli in the capital late Wednesday night. They were checking to see if fruits entering the capital on trucks were tainted with formalin. They did not have the equipment to check for other toxic substances. 

Instead of taking any initiative at the orchards and wholesale markets outside Dhaka, the government has started a drive for checking formalin in fruits with a kit called Formaldehyde Metre Z-300 at the entry points of the capital.

Though the drive conducted by Dhaka Metropolitan Police (DMP) and Bangladesh Standard and Testing Institute (BSTI) officials created much hype, doubts also surfaced in the media whether it would yield any result.
The farmers and orchard owners use four to five types of toxic chemicals including insecticides, ripening hormones and preservatives from the flowering process of fruit till harvesting. But the Formaldehyde Metre is only able to detect formalin and some gases.

Out of 1,925 trucks which entered the city from around 8:00pm Wednesday till 6:00am yesterday, a total of 208 trucks were found loaded with fruits and sample from those were tested. But the DMP did not say from how many of those 208 trucks were carrying formalin-soaked fruits.  

In a briefing yesterday noon, the DMP Joint Commissioner Manirul Islam said the fruit traders changed their strategies. They might have been unloading fruit trucks on the city outskirts and bringing those by other mode of transports like bus or covered van.  

The Daily Star visited Aminbazar on Wednesday night to see the arrangements for the drive.
There was a dais in front of a tent set up just after Aminbazar bridge. A bulldozer of Dhaka North City Corporation which came to destroy formalin-tainted fruits also remained parked nearby.  

A police officer was handling the formalin detection work with the formaldehyde metre. A magistrate and another one from BSTI was present there.
Police members were filling a polythene bag with the samples, collected from intercepted trucks. And then the formaldehyde metre was placed into that bag and kept for two minutes.
“If those fruits are tainted with formalin, the formalin would evaporate inside the polythene bag and meter of the machine would detect it and show on the monitor,” Khalid Mahmud, Focal Point officer of the DMP headquarters, explained while he was testing a sample of tomatoes.
Eight such teams deployed at Postogola Bridge, Waisghat at Sadarghat, Abdullahpur bridge, Dhaur bridge in Ashulia, Babubazar Bridge, Gabtoli, Jatrabari Police Station and the intersection near Kamal bridge at Demra yesterday destroyed total 3,000 mounds of mangoes, 200 mounds of berries (jam) and 15 lakh litchis.
A magistrate from one of the spots sent three traders to jail -- two for six months and another one for 15 days -- while 12 others were fined Tk 85,000, said DMP joint commissioner in a briefing yesterday.  
Apart from mangos, litchis and berries, and the teams also tested jackfruits, dates, banana, palm, lotkon, malta, pineapple and apple.  
In the tests, they detected 2.48 to 125 ppm (parts per million) of formalin in mangos, 1.49 to 31pmm in litchis, 33 to 35ppm in berries. The tolerable level for human is 0.15ppm, he said.
During the visit on Wednesday night, it was seen whenever a truck was crossing the bridge, policemen signal lights in hand ran towards the vehicles. With the cops checking all the trucks, long tailbacks were created at all entry points.

Illegal Trip to Malaysia Survivors tell of horrific attack

The wounded job-seekers at Cox's Bazar Sadar Hospital. Human traffickers had lured them on a boat heading for Malaysia where they endured torture and starvation. Photo: Star
The wounded job-seekers at Cox's Bazar Sadar Hospital. Human traffickers had lured them on a boat heading for Malaysia where they endured torture and starvation.

The traffickers, who were sending over 300 Bangladeshis illegally to Malaysia on a trawler through the Bay of Bengal, hacked and dumped a number of passengers in the sea, said the survivors.
A day after the five Bangladeshis were killed by traffickers on the trawler, the survivors gave a horrific description of how they were tortured, left starving and hacked and shot when they protested the torture.
At least 151 others were injured when a gang of miscreants, linked with the traffickers, from Myanmar opened fire on the trawler around noon on Wednesday. Twelve more Bangladeshis have remained missing ever since.
"The traffickers hacked many people in front of our eyes with sharp weapons and dumped the bodies in the sea. If searched, the bodies of many people will be found [in the sea]," said Zahidul Islam, a survivor from Sujanagar upazila in Pabna, at Cox's Bazar Sadar Hospital.
Zahidul along with 28 critically injured Bangladeshis and two traffickers -- both Thai nationals -- were taken to Teknaf from St Martin's Island around 2:00am yesterday. All of them were bullet-hit. They were undergoing treatment at Cox's Bazar Sadar Hospital. Bodies of the five were also taken to the hospital for autopsy.
The Coast Guard took the remaining 281 Bangladeshis, who were on the 120-foot trawler during the firing, to Teknaf from St Martin yesterday afternoon and handed them over to Teknaf police.
Moktar Hossain, officer-in-charge of Teknaf Police Station, said police would hand over the survivors to their families after completing necessary formalities.
The trawler with 333 people, including four traffickers, on board set off for Malaysia from Moheshkhali coast in Cox's Bazar on Monday night. On Wednesday morning, the boat stopped around 12 kilometres south-east off St Martin's Island to take more passengers from the Myanmar coast, which was not far from the spot, according to the survivors.
Talking to The Daily Star yesterday, the survivors said the traffickers started loading the boat with Bangladeshis from about two weeks ago before finally setting out for Malaysia.
"I was boarded on the trawler from Teknaf 15 days ago. Then the traffickers took other people on small boats and put them on the trawlers at different places," said Mizan, 26, from Narsingdi's Raipura.
Once they were put on board, their miseries began.
"They used to give us food only once a day. Around 4:00pm every day, we would be given some flattened rice and molasses only. No more food until the next day. If we felt thirsty and couldn't endure it, they would give us only a small cup of water," said Rahim, adding that the traffickers would often beat them if they wanted something.
Rahim, who hails from Raipura, Narsingdi, said a scuffle broke out on Wednesday morning when they protested the torture.
"Within a moment, it turned into a clash," he said.
The traffickers then talked to their accomplices in Myanmar through mobile phone and within a very short time, they arrived in three boats and started firing at us, he said, adding one of the traffickers jumped off the trawler and swam to one of the boats in the meantime.
"A number of miscreants from the boats then boarded our trawler and stared hacking away indiscriminately. They dumped some bodies in the sea before leaving," Rahim continued.
Meanwhile, Cox's Bazar police yesterday arrested two people from a hotel in the town based on information from the survivors. The arrested are Prakash Pal and Jahangir Alam.
One survivor named Mujib Mia identified them as members of the trafficking gang, saying that the duo had put him on the trawler.
Earlier, the Coast Guard detained three human traffickers -- Thai nationals Sang and Mong and Myanmar national Abdul Gafur -- after towing the boat to St Martin's Island from the Bay at 5:00pm Wednesday.
A case has been filed against the trio for trafficking people to Malaysia and killing five Bangladeshis, said Lt Kazi Harun-ar-Rashid, commander of Coast Guard's Teknaf station.

Back from the brink of death Escaped sailors tell of their 3½ years in captivity of Somali pirates

Sailor Golam Mostafa is inconsolable, as his tears make it obvious, after landing at Shahjalal International Airport. Golam and six other sailors returned home yesterday after being held captive by Somali pirates for three and a half years. Photo: Palash KhanSailor Golam Mostafa is inconsolable, as his tears make it obvious, after landing at Shahjalal International Airport. Golam and six other sailors returned home yesterday after being held captive by Somali pirates for three and a half years.

After three and a half years of tethering between life and death, the seven Bangladeshi seafarers held captive by Somali pirates, are finally back home.
Freedom took its finest form when they returned to the soil of their motherland - landing at Shahjalal International Airport at 8.40am yesterday morning.
Yet even the joy of coming home seemingly could not override the trauma the sailors have suffered – questions by the press were met with responses like, “Please not now, I do not want to recall it” or “It is a long story, I am tired”.
“Our fate could have been like that of the Indian sailor with us. He was shot dead because no one wanted to pay ransom for him,” 46-year old Nurul Haque from Satkhira, one of the rescued, said when he finally talked to journalists.
Abul Kashem described how the Somalian pirates suspended their captain into the sea with a piece of rope everyday to torment the sailors.
“When the UN refused to pay the ransom of $ 3.5 million, the pirates intensified their torture,” Haque said.
“We were off the coast of Maldives, about 1200 nautical miles away from where the pirates were anchored on the Indian Ocean,” he said.
Pirates took 23 men – nationals form Iran, Pakistan, India, Sri Lanka and Bangladesh - into captivity when they hijacked the Malaysian flagged vessel called MV Albedo on November 26, 2010.
The Albedo ultimately sank last year after which the abducted sailors were transferred to the jungles of Somalia. Four Sri Lankan sailors drowned when the ship went down.
THE ESCAPE
The sailors' escape is a tale of courage and risk.
“We convinced our translator he could keep the ransom money UN pays if he helped us escape. From then on our lives depended on how much we could trust him,” Haque said as he described their escape.
The translator provided the captives with a mobile phone to communicate with UN officials, who baited the translator with a promise of $ 200,000.
“It took a month to formulate the plan. On the fateful night we broke out through a window,” Haque said.
The men then walked for miles through the jungle before being met with a car arranged by the translator. The car dropped them somewhere where another group of people met them.
“It was a dark night, the waiting men signaled at us using torch lights and we just followed the light. They led us out of the pirates' territory,” Haque said.
The escaped sailors were then taken to a village where the fisheries minister received them, Haque said.
A special aircraft of the United Nations Office on Drugs and Crime (UNODC), in Kenya flew them to Nairobi from where the men were brought back home yesterday.
Meanwhile the Maritime Piracy and Humanitarian Response Programme (MPHRP) which assisted in their release, has agreed to $200 per month to the rescued men to help their rehabilitation, according to a statement released by the Ministry of Foreign Affairs.

Building Code Violation at Rana Plaza ACC to sue Savar mayor, 16 others

The Anti-Corruption Commission yesterday gave the approval for suing the mayor of Savar Municipality and 16 others for allowing the construction of Rana Plaza in violation of the National Building Code.
The ACC probe found that the nine-storey Rana Plaza, which collapsed on April 24 last year killing at least 1,135 people at Savar on the outskirts of the capital, was not approved by the Rajdhani Unnayan Kartripakkha (Rajuk) though obtaining the approval was mandatory.
ACC Director Wing Commander Tahidul Islam said the building authorities initially obtained approval for a six-storey building but later they ended up building three more floors.
He added Savar municipal authority, including its engineers, gave the approval for the illegal construction.
The corruption watchdog also found that substandard materials were used in the construction of Rana Plaza, which housed mostly garment factories.
However, owner of the building Rana has not been mentioned in the ACC list as the plot was not registered to his name.
Rana's parents Abdul Khalek and Morjina Begum are going to face the ACC lawsuit as owners of the plot, according to ACC sources.
Apart from Savar mayor Mohammad Refatullah, Associate Professor of Khulna University Abdur Razzak, the architect of the building, former chief executive officer of Savar Municipality Uttam Kumar Roy and Mohamamd Ali Khan, a ward commissioner of Savar, are on the list of the ACC.
The ACC probe committee was formed on April 28 last year, four days after the world's worst garment industry disaster, to investigate how Rana had amassed his wealth and whether Rana Plaza was constructed following the building code.

বুধবার, ১৪ মে, ২০১৪

নগরীর দুই কলেজে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩

নগরীর চট্টগ্রাম কলেজ এবং হাজী মুহাম্মদ মহসীন কলেজে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এ অভিযান পরিচালিত হয়। এসময় শিবির সন্দেহে মহসীন কলেজ থেকে ২জন এবং চট্টগ্রাম কলেজ থেকে একজনকে আটক করা হয়। জানা গেছে,জামায়াতের আজকের হরতালে সম্ভাব্য নাশকতা এড়াতেই এ অভিযান। এদিকে সোমবার গভীর রাতে অপর অভিযানে আটক হয়েছেন বাকলিয়া থানা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম (৩৫)
চকবাজার থানা সূত্রে জানা গেছেচট্টগ্রাম কলেজ থেকে আটক হয়েছেন নূর আহমদ (২০), মহসীন কলেজ থেকে আটক হন বেলাল উদ্দিন (২০ও মোসলেম উদ্দিন সবুজ (২৪)। গত রাত সাড়ে আটটা পর্যন্ত পুলিশ আটককৃতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানানঅভিযান চলাকালে দুই কলেজের হলগুলো চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। হলের অধিকাংশ কক্ষই ছিল তালাবদ্ধ। পুলিশ সদস্যরা তালা কেটে কক্ষগুলো তল্লাশি করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমেদ আজাদীকে বলেনআটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা একেক সময় একেক ধরনের কথাবার্তা বলছে। তবে তারা চট্টগ্রাম সরকারি কলেজ এবং মহসীন কলেজের ছাত্রণ্ডসে বিষয়ে অনেকটা নিশ্চিত।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণমনজুর মোরশেদ জানান,আগামীকাল (আজবুধবার জামায়াতের ডাকা হরতালে সম্ভাব্য নাশকতা এড়াতে বিশেষ এ অভিযান চালানো হয়েছে। অভিযানে সিএমপি ও নগর গোয়েন্দা পুলিশের আট প্লাটুন সদস্য অংশ নেয়। এদিকে বাকলিয়া থানা সূত্রে জানা গেছেসোমবার গভীর রাতে বাকলিয়ার সুরভি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বাকলিয়া থানা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামকে আটক করে পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমহসীন জানানআটক নাজমুল শিবিরের সাথী। তার বিরুদ্ধে নির্বাচনী কেন্দ্রে হামলাপুলিশের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা রয়েছে।

বীরের মত বর!

রুমালে মুখ ঢেকে রাখা লাজুক বর নয়রীতিমত বীর। গুজব শুনে বিয়ের আসরে ছুরিকাঘাত করে বসল শ্বশুরপক্ষকে। ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড অলীনগর গ্রামে। এতে কনের চাচাসহ ২জন আহত হয়েছেন।
কনের পিতা রফিক জানানতার মেয়ে মর্জিনা আক্তারের (১৮সাথে নগরীর কর্নেলহাট এলাকার আমিন মিয়ার পুত্র রুবেলের বিয়ের দিন ধার্য হয় গত সোমবার। ঘটনার দিন বর থেকে মালা দেওয়ার সম্মানী বাবদ দুই হাজার টাকা চাইলে তা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে বর রুবেল স্টেজ থেকে নেমে কনের চাচা নুর ইসলাম ও আত্মীয় সাইফুল ইসলামকে ছুরিকাঘাত করে আহত করে। স্থানীয় মেম্বার সামাজিকভাবে বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছেন এএসআই মোমিনকে।
বর রুবেল বলেনআমার বাবাকে কনে পক্ষের লোকজন মারধর করছে শুনে আমি বিয়ের আসর থেকে নেমে ঘটনাস্থলে গেলে তাদের সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদেরকে মারধর করে। ঘটনার পর স্থানীয়দের কেউ কেউ তাকে বীরের মত বর বলেও আখ্যায়িত করতে দেখা গেছে।
এদিকে গতকাল মঙ্গলবার উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে স্থানীয় চেয়ারম্যান ছেলে পক্ষকে ক্ষতি পূরণ বাবদ ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

অপহরণের ৮ দিন পর ৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরল যুবক

 রামুর গর্জনীয়া ইউনিয়ের বড়বিল গ্রামের মাষ্টার নুরুর রহমানের পুত্র অপহৃত যুবক মুজিবুর রহমান অবশেষে দীর্ঘ ৮ দিন পর ৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেলো। গত সোমবার গভীর রাতে তাকে ঈদগড়ের বৈদ্য পাড়া নামক স্থানে গহীন বনের পাশে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা । এর পর সে ঘরে ফিরে আসে। সাংবাদিকদের সে জানায়গত ৬ মে রাত ১ টার সময় নিজ বাড়ি থেকে সশস্ত্র সন্ত্রাসীরা গহীন রাতে ঘুম থেকে ডেকে তাকে চোখ বেঁধে নিয়ে যায় দূর পাহাড়ে। সেখানে তাকে চোখ বাঁধা অবস্থায় রাখা হতো দিনে । রাতে বা মাঝে মধ্যে গহীন বনে নিয়ে যাওয়ার সময় চোখ খুলে দেয়া হতো। সে আরো জানায়৩ দিন ৩ রাত গহীন বনের ভেতর উঁচু-নিঁচু পাহাড় দিয়ে কোন্‌ জায়গায় রাখা হয়েছিল সে কিছুই জানে না এবং তাদের কাউকেও সে চিনতে পারে নি। তবে তাকে অপহরণকারীদের সবার নিকট দেশীয় তৈরী অস্ত্র ছিল। অপহরণকারীদের হাতে আরো বেশ কয়েকজন অপহৃত লোক বন্দি রয়েছে বলে জানান সাংবাদিকদের।এভাবে অপহরণের দিন গুলোর কথা বর্ণনা দিতে গিয়ে অনেক সময় হাউমাউ করে কেঁদে ফেলেন অপহৃত যুবক। তার মতে অপহরণকারীরা সকলেই অপরিচিত এবং সংখ্যায় অনেক বেশি। উল্লেখ্য,গতকাল মঙ্গলবার আজাদীতে ‘গর্জনিয়ায় ৭দিনেও উদ্ধার হয়নি অপহৃত যুবক’ এ সংক্রান্ত সংবাদ ছাপানো হয়।

বৃহত্তর চট্টগ্রামে আজ জামায়াতের হরতাল ।। পুলিশের ব্যাপক প্রস্তুতি

 বৃহত্তর চট্টগ্রামে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে নগর জামায়াত। জামায়াতের মহানগর আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে গত সোমবার হরতালের ঘোষণা দেন দলটির নায়েবে আমির আহছান উল্লাহ। চট্টগ্রামকক্সবাজারতিন পার্বত্য জেলা রাঙ্গামাটিবান্দরবান ও খাগড়াছড়ি হরতালের আওতায় থাকবে।
হরতালে সম্ভাব্য নাশকতা এড়াতে প্রস্তুত থাকবে বলে জানিয়েছে নগর ও জেলা পুলিশ। এরই অংশ হিসেবে গতকাল নগরীর হাজী মুহাম্মদ মহসীন কলেজ ও চট্টগ্রাম কলেজে অভিযান চালানো হয়। এদিকে নগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ২৩টি পয়েন্টে অবস্থান নিয়ে হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আহসান উল্লাহ বলেনশামসুল ইসলামসহ ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল (আজবৃহত্তর চট্টগ্রামে হরতাল পালিত হবে।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদরমাসুদ উল হাসান জানাননাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হরতালে প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হবে। সেই সাথে নগরীর বিশেষ কিছু পয়েন্টে সার্বক্ষণিক র‌্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ জানানজামায়াতের নাশকতা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি রয়েছে জেলা পুলিশের।
ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ইতোমধ্যে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
হরতালের সমর্থনে গতকাল নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার বিক্ষোভ সমাবেশ দিদার মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেনএ সরকার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করে নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের দলীয় কার্যালয় থেকে মহানগরী আমিরসহ একুশ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে নাশকতার পরিকল্পনার নাটক সাজাচ্ছেযা রীতিমত হাস্যকর ও কল্পনাপ্রসূত। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এতে বক্তব্য দেন মহানগরী উত্তরের দপ্তর সম্পাদক আব্দুল আজিজছাত্রনেতা ওমর গনিদিদারুল আলম ও জসিম উদ্দিন।
এদিকে দলীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ও হরতালের সমর্থনে নগর জামায়াত থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কোতোয়ালী থানা জামায়াত লালদীঘি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। থানা জামায়াত নেতা আজগর আলীর নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল আলম ও জামাল উদ্দিন।
বাকলিয়া থানা জামায়াতের সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এন আলমআজিজুর রহমান,আরিফুল ইসলাম ও মামুনুর রহমান। চান্দগাঁও থানার সমাবেশে থানা ভারপ্রাপ্ত আমির কলিম উল্লার নেতৃত্বে উপস্থিত ছিলেন নুরুল মোস্তফা হেলালীসাইফুল ইসলাম ও ইউছুফ বিন সিরাজ। এছাড়া ডবলমুরিং থানার সমাবেশে থানা আমির ফারুকে আজমের নেতৃত্বে উপস্থিত ছিলেন এমএ সবুরআমিনুল ইসলামআব্দুর রহিমমোস্তাক আহম্মদনুরুল হক ও আহম্মদ নুহ।

নগরীতে দুই গৃহবধুর রহস্যজনক মৃত্যু ।। পরিবারের অভিযোগ হত্যা

 নগরীতে দুই গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। দক্ষিণ হালিশহর ও গোসাইলডাঙ্গায় গতকাল এ ঘটনা দুটো ঘটে। উভয় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের হত্যা করা হয়েছে। ইপিজেড থানাস্থ ৩৯নং দক্ষিণ হালিশহরে চান মালুম রোডের আলী মিয়া সারাংয়ের বাড়িতে নিহত হন চার মাসের অন্ত:স্বত্তা গৃহবধূ ইয়াসমিন আক্তার (২২)। গতকাল ভোরে তার নিথর দেহ পাওয়া যায় স্বামীর বাড়ির পাশের একটি পুকুরে। ঘটনার পর থেকে ইয়াসমিনের স্বামী ট্রাক চালক দিদারসহ পরিবারের অন্যান্যরা পালিয়ে গেছেন । ইয়াসমিন আগ্রাবাদ ছোট পুলস্থ কালামিয়ার বাড়ী মৃত শাহ আলমের প্রথম কন্যা।পরিবারের অভিযোগ যৌতুকের বলি হয়েছেন ইয়াছমিন। ইপিজেড থানার ওসি আবুল মুনসুর জানান নিহতের গায়ে আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর ঘটনা রহস্যজনক মনে হচ্ছে। তার স্বামী দিদারুল আলমসহ শশুরবাড়ির কাউকে খুঁজে পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। তদন্ত শেষে মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয় প্রতিবেশি ফয়সাল ঘটনার বিবরণে জানানভোররাতে লোকজনের চিৎকার শোনে ঘুম থেকে উঠে দেখি এক মহিলার লাশ পুকুরে ভাসছে । তবে কেন বা কী কারণে এ ঘটনা ঘটেছে বলতে পারছি না । নিহতের চাচাত ভাই আবু জানান যেভোর ৬টায় স্বামী দিদারুল আলম মোবাইল ফোনে খবর দেন যে,ইয়াসমিন পানিতে পড়ে মারা গেছেন। খবর পাওয়া মাত্রই তিনি,ইয়াসমিনের ফুফু ফাতেমাএবং ছোট বোন লুৎফা আক্তার ঘটনাস্থলে এসে দেখেন ইপিজেড থানার পুলিশ ভাসমান অবস্থায় পুকুর থেকে লাশ তুলে নিচেছন । তিনি অভিযোগ করেনদীর্ঘদিন যাবত ১লাখ টাকা ,স্বর্ণের আংটিকালার টিভি ও ফ্রিজের জন্য ইয়াছমিনকে নির্যাতন করেছে শ্বশুর পক্ষের লোকেরা ।
ইয়াসমিনের ফুফু ফাতেমা বেগম আজাদীকে বলেনসে ৪ মাসের অন্ত:স্বত্তা ছিল । ২০১৩ সনের ১১ ডিসেন্বর তার বিয়ে হয়েছিল। তিনি বলেনইয়াসমিনকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছেন স্বামী দিদার ও পরিবারের সদস্যরা। আমরা এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি । এ ব্যাপারে নারীশিশুহত্যানির্যাতন এবং যৌতুক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
অন্যদিকে বন্দর থানাধীন গোসাইল ডাঙ্গা এলাকায় সঞ্চিতা চৌধুরী (২২নামে অপর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। শ্বশুরপক্ষের লোকজন বলছেনসঞ্চিতা আত্মহত্যা করেছে। আর সঞ্চিতার পরিবারের লোকজন বলছেনপরিকল্পিতভাবে সঞ্চিতাকে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর গোসাইলডাঙ্গাস্থ সঞ্চিতার স্বামীর ভাড়া বাসায় পুলিশ গিয়ে বাসা তালাবদ্ধ অবস্থায় পায়। ঘটনার পর ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেখে তারা পালিয়েছে বলে জানা গেছে।
সঞ্চিতার সাথে সাতকানিয়ার চরতি এলাকার রিগ্যান চৌধুরীর বিয়ে হয় তিন বছর আগে। তাদের ঘরে চারমাসের একটি ছেলে সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই প্রেক্ষিতে সঞ্চিতা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়।
ঘটনার বিবরণ দিতে গিয়ে সঞ্চিতার ভাই জানানগতকাল মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে রিগ্যানের পরিবার থেকে ফোনে জানানো হয় সঞ্চিতা স্ট্রোক করেছেনতাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফোন পেয়ে সঞ্চিতার ভাই ও আত্মীয়-স্বজন দ্রুত মেডিকেলে গিয়ে তার লাশ দেখতে পায়। এসময় ডাক্তাররা জানানভিকটিমকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পরে তারা এ নিয়ে বন্দর থানায় গিয়ে একটি জিডি দায়ের করেন। এ রিপোর্ট লেখার সময় ভিকটিমকে চমেক হাসপাতালের মর্গে পোস্ট মর্টেমের জন্য রাখা হয়েছে। কৃষ্ণপদ চৌধুরীর ছেলে রিগ্যান সিএন্ডএফ ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

ডিসি ও বিভাগীয় কমিশনারের বাসভবন সরিয়ে নেওয়ার দাবি ।। নজরুল স্কোয়ার ঘিরে সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ার পক্ষে দৃঢ় অবস্থান ।। সংস্কৃতিকর্মীদের মতবিনিময়

নগরীর সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ডিসি হিল (নজরুল স্কোয়ারথেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বাসভবন সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা। সেই স্থানে ‘সিটি মিউজিয়াম’ করা এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অবিলম্বে চট্টগ্রাম থেকে বদলি করারও দাবি জানান তারা। যেকোনো মূল্যে নজরুল স্কোয়ার ঘিরে সাংস্কৃতিক কমপ্লেক্স গড়ে তুলতে তারা বদ্ধ পরিকর।
থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সভায় এ দাবি জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেনচট্টগ্রামের যেকোনো উন্নয়নের কথা উঠলেই এ ধরনের বাধা আসে। এর নেপথ্য কারণ কী তা খতিয়ে দেখতে হবে।
এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রামের আহ্বায়ক সমাজবিজ্ঞানী ডঅনুপম সেন। নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শহীদজায়া ও লেখিকা বেগম মুশতারী শফীকবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্তচবি উপ-উপাচার্য ডইফতেখার উদ্দিন চৌধুরীমহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনঅধ্যক্ষ শীলা মোমেনডাএ কিউ এম সিরাজুল ইসলামসাংবাদিক নাসিরউদ্দিন চৌধুরীপ্রকৌশলী সুভাষ বড়ুয়াপ্রকৌশলী দেলোয়ার মজুমদারকবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী,আবৃত্তিকার অঞ্চল চৌধুরীমিলি চৌধুরী ও রাশেদ হাসানশিক্ষক নেতা অনুপ সাহাচলচ্চিত্র সংগঠক শৈবাল চৌধূরীসাংস্কৃতিক সংগঠক ফজল হোসেন প্রমুখ।
অনুপম সেন বলেনদীর্ঘ চার দশক ধরে চট্টগ্রামের ডিসি হিল সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান তীর্থশালা। ডিসি হিল রাষ্ট্রের সম্পত্তি। এটা কোনো আমলার ভোগ বিলাসের বাংলো হতে পারে না। বর্তমান জেলা প্রশাসক আমাদের সাথে যে ভাষায় কথা বলেছেনতারপর তার সাথে সমঝোতার আর কোনো পথ খোলা নেই। আমরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমাদের দাবির কথা বলব। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সমন্বিত উদ্যোগে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক বলয়ে পরিণত করার আমাদের আকাঙক্ষাকে কিছুতেই বাধাগ্রস্ত করা যাবে না।
শহীদজায়া বেগম মুশতারী শফী বলেনডিসি হিলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবেণ্ডএটাই শেষ কথা। সংস্কৃতিকর্মীদের সবসময়ই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেক আঘাত সইতে হয়েছে। এখনো আঘাত আসবে। তার জন্য আমরা পিছিয়ে পড়ব না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমাদের দাবি জানাতে পারি। তবে এরই মধ্যে আমাদের দাবি হলোডিসির বাসভবন এখান থেকে অন্যত্র সরিয়ে এই স্থান সংস্কৃতিসেবীদের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত বলেনডিসি হিলে সাংস্কৃতিক কর্মসূচি পালন করতে গিয়ে অনেক বাধা এসেছে। পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়ে বাধা দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের দাবিয়ে রাখতে পারেনি। তিনি বলেনসংস্কৃতিমন্ত্রী আমাদেরপূর্তমন্ত্রী আমাদের। আমার স্থির বিশ্বাস,আমাদের পক্ষেই তাদের অবস্থান হবে। তবে তাদেরও মনে রাখতে হবেআমলাতন্ত্রকে যতদিন বেঁধে রাখা যাবে নাততদিন জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডইফতেখার উদ্দিন চৌধুরী বলেনডিসি হিল চট্টগ্রামের জন্য একটি নান্দনিক শিল্পবোধ সম্পন্ন জায়গা হতে পারে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে যা যা দরকার সব করতে হবে।
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেনডিসি হিল নিয়ে যে তিক্ততার সৃষ্টি হয়েছে তা না হলেও পারত। একটি সহজ বিষয়কে জটিল করে তোলা হয়েছে। বর্তমানে আমরা একজন প্রকৃত সংস্কৃতিকর্মীকে আমাদের সংস্কৃতিমন্ত্রী হিসেবে পেয়েছি। সুতরাং তাকে নিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব।
সাংবাদিক নাসিরউদ্দিন চৌধুরী বলেনআমাদের প্রত্যাশা পূরণে প্রশাসনিক সিদ্ধান্ত নয়রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাপ দিতে হবে। আর এই চাপ সৃষ্টির জন্য পুনর্জাগরণ সৃষ্টি করতে হবে। কেননা আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো গণ-আকাঙক্ষা পূরণ হয়নি। আমলারা একজোট হয়ে ডিসি হিলের আধুনিকায়নে নেওয়া প্রকল্প বাতিলে বাধ্য করেছে। তারা যদি পারেতবে আমরা দল-মত নির্বিশেষ চট্টগ্রামের সকল সংস্কৃতিকর্মী একজোট হয়ে কেন আমাদের দাবি বাস্তবায়ন করতে পারব নাআমাদের সেই অনমনীয় জেদটা থাকতে হবে। তিনি বলেনবাঙালি সংস্কৃতির ওপর আঘাত এসেছে। সেই আঘাত প্রতিহত করার মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। চট্টগ্রাম বিপ্লবের সূতিকাগার। অতীতেও আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয়নিএবারও হবে না।
প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেনপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের মালিক জনগণকে ধমক দেওয়ার ধৃষ্ঠতার জন্য ডিসিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। তিনি বলেনডিসি হিলে সাংস্কৃতিক বলয় হবে কি হবে নাতার জন্য ডিসির কাছে ধর্ণা দেওয়ার দরকার নেই। অতীতেও অনেকে ডিসি হিলের সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের চেষ্টা করেছে। প্রবেশ পথ বন্ধ করে দিয়েছেরাতারাতি বাসভবনের সামনে নতুন করে গেট নির্মাণ করেছে। কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করতে পারেনিআগামীতেও পারবে না।
ডামাহফুজুর রহমান বলেনসরকারকে সিদ্ধান্ত নিতে হবেডিসিরা কি রাজার ভূমিকায় থাকবে নাকি গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে থাকবে। তিনি বলেনসংস্কৃতিকর্মীরা প্ল্যানার্স ফর চিটাগাংয়ের প্রকৌশলীদের মাধ্যমে একটি প্ল্যান দিতে পারেন। পাশাপাশি ডিসির যদি কোনো প্ল্যান থাকে সেটিও মেলানো যেতে পারে। দুটি প্ল্যানের সমন্বয় করে চট্টগ্রামের জন্য যেটি ভালো হয় সেটি করা প্রয়োজন।
অধ্যক্ষ শীলা মোমেন বলেনডিসি প্রশাসকতিনি রাজা নন। এই ডিসি হিল চট্টগ্রামের ফুসফুস। জনগণের স্বার্থ তাদের বুঝতে হবে। যদি তা না পারেনতবে তারা অন্যত্র বদলি হয়ে চলে যান। তাদের বাসস্থানকে ‘সিটি মিউজিয়াম’ হিসেবে গড়ে তোলা যায়। চট্টগ্রাম শহরের ইতিহাস ও ঐতিহ্য ঢাকার চেয়েও পুরনো। অথচ তা কোথাও সংরক্ষণের ব্যবস্থা নেই। সেটা সিটি মিউজিয়ামে সংরক্ষণ করা যায়। তিনি বলেনএখান থেকে নার্সারিগুলি ধাপে ধাপে সরিয়ে নিয়ে পুরোটা জুড়ে সাংস্কৃতিক বলয় গড়ে তুলতে হবে। ছোট একটি চিড়িয়াখানাও করা যায়।
ডাএ কিউ এম সিরাজুল ইসলাম বলেনআমলাতন্ত্রের বেড়াজাল থেকে আমরা এখনো বেরুতে পারিনি। স্বাধীন দেশে সরকারি জায়গা কখনো নিজের হয় নাএটা ডিসিকে বুঝতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেনএকের পর এক দখল হয়ে যাচ্ছে প্রতিটি সরকারি জায়গা। ডিসি হিলের মতো দেখলামবাটালি হিলের নিচে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে ‘সর্বসাধারণের প্রবেশ নিষেধ’। কারণ সেখানে ডিআইজির বাংলো আছে। এভাবে তারা একদিন পুরো চট্টগ্রামকে গ্রাস করে নেবে। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার প্রস্তাব দেন এবং ডিসি হিলকে নজরুল স্কোয়ার নামে লেখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অ্যাডভোকেট চন্দন দাশ বলেনডিসি সাহেবের বোঝা উচিত সরকারের খাস সম্পত্তি মানে রাষ্ট্রের সম্পত্তিজনগণের সম্পত্তি। এটা তার ব্যক্তিগত সম্পত্তি নয়। চট্টগ্রামের মানুষের অনুভূতিতে আঘাত জনগণ কিছুতেই মেনে নেবে না। প্রয়োজনে সরকারি দল ও বিরোধী দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এ উদ্যোগে সম্পৃক্ত করা যায়।
আবৃত্তিশিল্পী রাশেদ হাসান বলেনসম্মানটা হারিয়ে ফেললে আমাদের আর কিছুই থাকে না। আমরা শুধু জানতে চাই ডিসি হিলে সাংস্কৃতিক কমপ্লেক্স করতে সরকার আন্তরিক কিনা। সরকারকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। তবে ডিসি হিল যেহেতু চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণ,সেহেতু অবশ্যই সরকারকে চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়েই তার প্রতিফলন ঘটাতে হবে। আমরা বিশ্বাস করিএ সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকারসংস্কৃতি-বান্ধব সরকার। তাই আমাদের দাবিএখানে অবশ্যই সংস্কৃতি কমপ্লেক্স গড়ে তুলতে হবেআধুনিক মঞ্চ নির্মাণ করতে হবে। ডিসি হিলের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখেই কাজগুলি করতে হবে। এই ডিসি হিলকে পরিচিত করেছি আমরাসংস্কৃতিকর্মীরাই। তাই এর ওপর ডিসি কিংবা বিভাগীয় কমিশনার নয়আমাদের অধিকারই সবচেয়ে বেশি।

অবশেষে চবির অবরোধ স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। টানা এক সপ্তাহ বিশ্ববিদ্যালয় অচল থাকার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় দুই সপ্তাহের জন্য অবরোধ স্থগিত করল আন্দোলনকারীরা।
জানা গেছেবিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে (শহরগতকাল বিকাল ৫টায় চবি প্রশাসন ও অবরোধকারীরা সমঝোতা বৈঠকে বসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ স্থগিত করে। বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মোআনোয়ারুল আজিম আরিফ,চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দেইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক সংকর লাল সাহা ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডসেকেন্দার চৌধুরী।
অবরোধকারীদের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নাছির হায়দার বাবুলউত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলমচবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোখলিলকেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য সাহেদ সরোয়ারচবি ছাত্রলীগের সভাপতি মামুনুল হকসহ-সভপতি অমিত কুমার বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন।
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেনআওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে লাঞ্ছিতকারীদের ব্যাপারে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকদিন আগেই প্রক্রিয়া শুরু করেছে। আন্দোলনকারীদের বাকি দাবিগুলোও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনার আশ্বাস দেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।
চবি ছাত্রলীগের সহ-সভাপতি অমিত কুমার বসু বলেনবিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে বলে আশ্বাস দিয়েছে। তাই অবরোধ কর্মসূচি দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলন শুরু হবে। এদিকে উদ্ভুত পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে নগরীর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল জোট। বক্তারা পরিস্থিতির স্থায়ী সমাধান দাবি করেন। এতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাখার সভাপতি প্রবাল মজুমদারছাত্র ইউনিয়ন সভাপতি রাশেদুল সামির ও ছাত্র ফেডারেশন সভাপতি আনোয়ার সাদাত।
অপরদিকে জরুরি সভা ডেকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রসেনা। বিশ্ববিদ্যালয় ছাত্রসেনার দপ্তর সম্পাদক সরওয়ার আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গতগত ৫ এপ্রিল চবি ক্যাম্পাসে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নাছির হায়দার বাবুলকে লাঞ্ছিত করে চবি ছাত্রলীগের একটি অংশ। তাদের বহিষ্কারসহ ৭ দফা দাবিতে ৭ মে থেকে ক্যাম্পাসে লাগাতার অবরোধ ঘোষণা করেন চবি ছাত্রলীগের সহ-সভাপতি অমিত কুমার বসু ও যুগ্ম সম্পাদক সুমন মামুন।

বন্দরে কন্টেনার থেকে কাপড় চুরি তদন্ত কমিটি গঠন

 চট্টগ্রাম বন্দরের ভেতরে কন্টেনার ভেঙে প্রায় পঞ্চাশ লাখ টাকার জিন্সের কাপড় চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বন্দর থানায় একটি মামলাও হয়েছে।
ঘটনা তদন্তে বন্দর কর্তৃপক্ষ দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহকারী টার্মিনাল ম্যানেজারকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ঘটনা তদন্ত করে দুই কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
মামলা থেকে জানা যায়ওনার্স গ্রুপের প্রতিষ্ঠান ওডিসি ও জেএসএস লিমিটেড সম্প্রতি চীন থেকে প্রায় এক কোটি টাকা দামের ৫০৫ বেল জিন্সের কাপড় আমদানি করে। চালানটি খালাস করার জন্য গত সোমবার শুল্ক কর্তৃপক্ষ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। রাতে আমদানিকারকের প্রতিনিধিসিঅ্যান্ডএফ এজেন্ট জিন্সের কাপড়গুলো আনতে গেলে দেখা যায়কন্টেনারের তালা ভাঙা। আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়কন্টেনারের ভেতরে ৩০০ বেল কাপড় নেই।
বন্দর থানা পুলিশ বন্দরের অভ্যন্তরে কন্টেনার ভেঙে পণ্য চুরির ঘটনায় একটি মামলা রেকর্ডের কথা স্বীকার করেছে।

পৃষ্ঠাসমূহ