রামুর গর্জনীয়া ইউনিয়ের বড়বিল গ্রামের মাষ্টার নুরুর রহমানের পুত্র অপহৃত যুবক মুজিবুর রহমান অবশেষে দীর্ঘ ৮ দিন পর ৪ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেলো। গত সোমবার গভীর রাতে তাকে ঈদগড়ের বৈদ্য পাড়া নামক স্থানে গহীন বনের পাশে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা । এর পর সে ঘরে ফিরে আসে। সাংবাদিকদের সে জানায়, গত ৬ মে রাত ১ টার সময় নিজ বাড়ি থেকে সশস্ত্র সন্ত্রাসীরা গহীন রাতে ঘুম থেকে ডেকে তাকে চোখ বেঁধে নিয়ে যায় দূর পাহাড়ে। সেখানে তাকে চোখ বাঁধা অবস্থায় রাখা হতো দিনে । রাতে বা মাঝে মধ্যে গহীন বনে নিয়ে যাওয়ার সময় চোখ খুলে দেয়া হতো। সে আরো জানায়, ৩ দিন ৩ রাত গহীন বনের ভেতর উঁচু-নিঁচু পাহাড় দিয়ে কোন্ জায়গায় রাখা হয়েছিল সে কিছুই জানে না এবং তাদের কাউকেও সে চিনতে পারে নি। তবে তাকে অপহরণকারীদের সবার নিকট দেশীয় তৈরী অস্ত্র ছিল। অপহরণকারীদের হাতে আরো বেশ কয়েকজন অপহৃত লোক বন্দি রয়েছে বলে জানান সাংবাদিকদের।এভাবে অপহরণের দিন গুলোর কথা বর্ণনা দিতে গিয়ে অনেক সময় হাউমাউ করে কেঁদে ফেলেন অপহৃত যুবক। তার মতে অপহরণকারীরা সকলেই অপরিচিত এবং সংখ্যায় অনেক বেশি। উল্লেখ্য,গতকাল মঙ্গলবার আজাদীতে ‘গর্জনিয়ায় ৭দিনেও উদ্ধার হয়নি অপহৃত যুবক’ এ সংক্রান্ত সংবাদ ছাপানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন