চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। টানা এক সপ্তাহ বিশ্ববিদ্যালয় অচল থাকার পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় দুই সপ্তাহের জন্য অবরোধ স্থগিত করল আন্দোলনকারীরা।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে (শহর) গতকাল বিকাল ৫টায় চবি প্রশাসন ও অবরোধকারীরা সমঝোতা বৈঠকে বসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ স্থগিত করে। বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ,চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক সংকর লাল সাহা ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেকেন্দার চৌধুরী।
অবরোধকারীদের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নাছির হায়দার বাবুল, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খলিল, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য সাহেদ সরোয়ার, চবি ছাত্রলীগের সভাপতি মামুনুল হক, সহ-সভপতি অমিত কুমার বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন।
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকে লাঞ্ছিতকারীদের ব্যাপারে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকদিন আগেই প্রক্রিয়া শুরু করেছে। আন্দোলনকারীদের বাকি দাবিগুলোও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনার আশ্বাস দেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।
চবি ছাত্রলীগের সহ-সভাপতি অমিত কুমার বসু বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী দুই সপ্তাহের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবে বলে আশ্বাস দিয়েছে। তাই অবরোধ কর্মসূচি দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলন শুরু হবে। এদিকে উদ্ভুত পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে নগরীর প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল জোট। বক্তারা পরিস্থিতির স্থায়ী সমাধান দাবি করেন। এতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাখার সভাপতি প্রবাল মজুমদার, ছাত্র ইউনিয়ন সভাপতি রাশেদুল সামির ও ছাত্র ফেডারেশন সভাপতি আনোয়ার সাদাত।
অপরদিকে জরুরি সভা ডেকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রসেনা। বিশ্ববিদ্যালয় ছাত্রসেনার দপ্তর সম্পাদক সরওয়ার আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল চবি ক্যাম্পাসে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নাছির হায়দার বাবুলকে লাঞ্ছিত করে চবি ছাত্রলীগের একটি অংশ। তাদের বহিষ্কারসহ ৭ দফা দাবিতে ৭ মে থেকে ক্যাম্পাসে লাগাতার অবরোধ ঘোষণা করেন চবি ছাত্রলীগের সহ-সভাপতি অমিত কুমার বসু ও যুগ্ম সম্পাদক সুমন মামুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন