বৃহত্তর চট্টগ্রামে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে নগর জামায়াত। জামায়াতের মহানগর আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে গত সোমবার হরতালের ঘোষণা দেন দলটির নায়েবে আমির আহছান উল্লাহ। চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি হরতালের আওতায় থাকবে।
হরতালে সম্ভাব্য নাশকতা এড়াতে প্রস্তুত থাকবে বলে জানিয়েছে নগর ও জেলা পুলিশ। এরই অংশ হিসেবে গতকাল নগরীর হাজী মুহাম্মদ মহসীন কলেজ ও চট্টগ্রাম কলেজে অভিযান চালানো হয়। এদিকে নগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ২৩টি পয়েন্টে অবস্থান নিয়ে হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আহসান উল্লাহ বলেন, শামসুল ইসলামসহ ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল (আজ) বৃহত্তর চট্টগ্রামে হরতাল পালিত হবে।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মাসুদ উল হাসান জানান, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হরতালে প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হবে। সেই সাথে নগরীর বিশেষ কিছু পয়েন্টে সার্বক্ষণিক র্যাবসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ জানান, জামায়াতের নাশকতা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি রয়েছে জেলা পুলিশের।
ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ইতোমধ্যে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
হরতালের সমর্থনে গতকাল নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখার বিক্ষোভ সমাবেশ দিদার মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এ সরকার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করে নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের দলীয় কার্যালয় থেকে মহানগরী আমিরসহ একুশ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে নাশকতার পরিকল্পনার নাটক সাজাচ্ছে, যা রীতিমত হাস্যকর ও কল্পনাপ্রসূত। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এতে বক্তব্য দেন মহানগরী উত্তরের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, ছাত্রনেতা ওমর গনি, দিদারুল আলম ও জসিম উদ্দিন।
এদিকে দলীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ও হরতালের সমর্থনে নগর জামায়াত থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কোতোয়ালী থানা জামায়াত লালদীঘি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। থানা জামায়াত নেতা আজগর আলীর নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল আলম ও জামাল উদ্দিন।
বাকলিয়া থানা জামায়াতের সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এন আলম, আজিজুর রহমান,আরিফুল ইসলাম ও মামুনুর রহমান। চান্দগাঁও থানার সমাবেশে থানা ভারপ্রাপ্ত আমির কলিম উল্লার নেতৃত্বে উপস্থিত ছিলেন নুরুল মোস্তফা হেলালী, সাইফুল ইসলাম ও ইউছুফ বিন সিরাজ। এছাড়া ডবলমুরিং থানার সমাবেশে থানা আমির ফারুকে আজমের নেতৃত্বে উপস্থিত ছিলেন এমএ সবুর, আমিনুল ইসলাম, আব্দুর রহিম, মোস্তাক আহম্মদ, নুরুল হক ও আহম্মদ নুহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন