চট্টগ্রাম বন্দরের ভেতরে কন্টেনার ভেঙে প্রায় পঞ্চাশ লাখ টাকার জিন্সের কাপড় চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বন্দর থানায় একটি মামলাও হয়েছে।
ঘটনা তদন্তে বন্দর কর্তৃপক্ষ দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহকারী টার্মিনাল ম্যানেজারকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ঘটনা তদন্ত করে দুই কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
মামলা থেকে জানা যায়, ওনার্স গ্রুপের প্রতিষ্ঠান ওডিসি ও জেএসএস লিমিটেড সম্প্রতি চীন থেকে প্রায় এক কোটি টাকা দামের ৫০৫ বেল জিন্সের কাপড় আমদানি করে। চালানটি খালাস করার জন্য গত সোমবার শুল্ক কর্তৃপক্ষ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। রাতে আমদানিকারকের প্রতিনিধি, সিঅ্যান্ডএফ এজেন্ট জিন্সের কাপড়গুলো আনতে গেলে দেখা যায়, কন্টেনারের তালা ভাঙা। আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়, কন্টেনারের ভেতরে ৩০০ বেল কাপড় নেই।
বন্দর থানা পুলিশ বন্দরের অভ্যন্তরে কন্টেনার ভেঙে পণ্য চুরির ঘটনায় একটি মামলা রেকর্ডের কথা স্বীকার করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন