বুধবার, ১৪ মে, ২০১৪

বীরের মত বর!

রুমালে মুখ ঢেকে রাখা লাজুক বর নয়রীতিমত বীর। গুজব শুনে বিয়ের আসরে ছুরিকাঘাত করে বসল শ্বশুরপক্ষকে। ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড অলীনগর গ্রামে। এতে কনের চাচাসহ ২জন আহত হয়েছেন।
কনের পিতা রফিক জানানতার মেয়ে মর্জিনা আক্তারের (১৮সাথে নগরীর কর্নেলহাট এলাকার আমিন মিয়ার পুত্র রুবেলের বিয়ের দিন ধার্য হয় গত সোমবার। ঘটনার দিন বর থেকে মালা দেওয়ার সম্মানী বাবদ দুই হাজার টাকা চাইলে তা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে বর রুবেল স্টেজ থেকে নেমে কনের চাচা নুর ইসলাম ও আত্মীয় সাইফুল ইসলামকে ছুরিকাঘাত করে আহত করে। স্থানীয় মেম্বার সামাজিকভাবে বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছেন এএসআই মোমিনকে।
বর রুবেল বলেনআমার বাবাকে কনে পক্ষের লোকজন মারধর করছে শুনে আমি বিয়ের আসর থেকে নেমে ঘটনাস্থলে গেলে তাদের সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদেরকে মারধর করে। ঘটনার পর স্থানীয়দের কেউ কেউ তাকে বীরের মত বর বলেও আখ্যায়িত করতে দেখা গেছে।
এদিকে গতকাল মঙ্গলবার উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে স্থানীয় চেয়ারম্যান ছেলে পক্ষকে ক্ষতি পূরণ বাবদ ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ