রবিবার, ২৮ অক্টোবর, ২০১২

রোহিঙ্গা মুসলমানদের এভাবে নিশ্চিহ্ন করা হলো, ভিডিওটা দেখে কান্না পাচ্ছে



রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের কয়েকটি গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট থেইন সেইনের মুখপাত্র জাও হাতাই।

শনিবার নাইপিদাউয়ে তিনি এ প্রসঙ্গে বলেছেন, রাখাইন প্রদেশের বেশ কিছু গ্রাম ও কয়েকটি শহরের অংশবিশেষ পুড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি।


আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি প্রকাশ করার পর মিয়ানমার সরকার মুসলিম এলাকা জ্বালিয়ে দেয়ার কথা স্বীকার করলো। ওইসব ছবিতে দেখা যাচ্ছে, রাখাইন প্রদেশের বিশাল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ওই এলাকার ঘর-বাড়ি, গাছ-পালা কিছুই অবশিষ্ট নেই।

ভিডিওটা দেখুন, বিশেষ করে শেষের অংশ

View this link 

আকুতি

কি পেলে তুমি জীবনে, মেয়ে?
দুই ওয়রড্রোব বোঝাই সালওয়ার-শাড়ি ছাড়া?
হৃদয় তোমার হার্ডিঞ্জ ব্রিজের সুদৃঢ়
স্টিলের স্প্যান; কি পেলে তাতে?
মাঝে-মাঝে ইচ্ছে করে 
হুমায়ুন আজাদ হয়ে আমিও
নিঃশঙ্ক, নির্লজ্জ প্রেম নিয়ে দাড়াই
তোমার সামনে। কিন্তু সস্তা প্রেম
পেতে তোমার সে কি নিদারুন 
তাড়াহুড়া! প্রতিদিন গলায় টাই-এর
ফাঁস বাঁধার একান্ত অনুগত অস্বস্তি নিয়ে,
লিঙ্গ উত্থিত করার সেই প্রাণান্ত চেষ্টা 
শেষ হবার আগেই বললে, “বিদায়!”।
জানি, প্রতি বসন্তেই ফাল্গুন আসে; তবু 
প্রস্থান-মুহুর্তের রোদে স্নাত এই রুহ 
অনামিকার আংটি-তে পুরে নিয়ে গেলে
এক বছরের জন্য।
তোমার মনের গাড়ি ভর্তি করে রেখেছে
প্রেমিকপ্রবর সম্রাট শাহজাহানেরা;
তিলার্ধ স্থান নেই :
জীবনে আমার ক্যাস্টার অয়েল 
গলধকরণের অরুচি।

ক্যামেরার সামনে যৌন কেলেঙ্কারি (১৮+) !!!!!!!!!!


জনপ্রিয় এক উপস্থাপকের যৌন কেলেঙ্কারি নিয়ে বেকায়দায় পড়েছে বিবিসি টেলিভিশন। তাঁর হাতে নির্যাতনের শিকার প্রায় ২০০ নারীকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। জিমি সেভিল নামের ওই উপস্থাপক মারা গেছেন বছর খানেক আগে।
৮৪ বছর বয়সে মারা যাওয়ার আগে টেলিভিশন উপস্থাপক, ডিস্ক জকি (ডিজে) এবং তহবিল সংগ্রহকারক হিসেবে জিমি সেভিল এত সুখ্যাতি অর্জন করেছিলেন যে তাঁকে ব্রিটেনের সম্পদ হিসেবে অভিহিত করা হতো। এখন অভিযোগ উঠেছে, নিজের এই সুনামকে কাজে লাগিয়ে তিনি নারীদের, বিশেষ করে কিশোরী ও তরুণীদের যৌন হয়রানি করতেন, এমনকি বিবিসির কার্যালয়েও তিনি এ কাজ করেছেন।
ব্রিটিশ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, জিমি সেভিলের যৌন হয়রানির মাত্রা ছিল অকল্পনীয়। তাঁর হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন এমন দুই শতাধিক নারীর হদিস পাওয়া গেছে। তাঁদেরই একজন, সিলভিয়া এডওয়ার্ড। বর্তমানে দুই সন্তানের মা পঞ্চাশোর্ধ্ব এই নারী তাঁর কিশোরী বয়সে হেনস্তা হয়েছিলেন সেভিলের হাতে। ‘টপ অব দ্য পপস’ অনুষ্ঠানে অন্য তরুণীদের সঙ্গে তিনি ছিলেন সেভিলের পাশে। এ সময় এক হাতে মাইক্রোফোন নিয়ে পরবর্তী গানের ঘোষণা দেওয়ার সময় সেভিলের অন্য হাত চলে যায় সিলভিয়ার স্কার্টের নিচে। তাঁর হাত ঘুরে বেড়াতে থাকে সেখানে। মাঝেমধ্যে চাপ দিতে থাকেন সিলভিয়ার নিতম্বে। এই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

বিপর্যস্ত সিলভিয়া অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। এরপর তিনি বিবিসির এক কর্মীর কাছে সেভিলের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু ওই কর্মী তাঁকে একরকম ঘাড় ধরে বের করে দেন বলে অভিযোগ করেছেন সিলভিয়া। 
কিন্তু কে এই জিমি সেভিল? কীভাবে তিনি এত সুখ্যাতি অর্জন করলেন, আর মৃত্যুর পর এমন অভিযোগের মুখে পড়লেন। জানতে হলে তাঁর ৮৪ বছরের জীবনের ওপর চোখ রাখতে হবে।
জিমি সেভিলের জন্ম ১৯২৬ সালে ইংল্যান্ডের লিডসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তরুণ সেভিল কাজ করতেন একটি খনিতে। যুদ্ধের ওই ডামাডোলের মধ্যেও খনির কাজ অব্যাহত রাখার অবদান হিসেবে ২০০৮ সালে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন তাঁকে পুরস্কৃত করেন।
১৯৫০-এর দশকের দিকে সেভিল কুস্তি ও সাইকেল চালানো প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করেন। ৭০ বছর বয়সেও তাঁকে দেখা গেছে দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের জন্য ম্যারাথন দৌড়ে অংশ নিতে।
২০০০ সালে ‘গার্ডিয়ান’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে সেভিল বলেন, ‘আমি তিন শতাধিক সাইকেল চালানো প্রতিযোগিতা, ২১২টি ম্যারাথন দৌড় এবং ১০৭টি কুস্তি প্রতিযোগিতায় অংশ নিয়েছি।’
সেভিলের টেলিভিশনে উপস্থাপনার জীবন শুরু হয় ১৯৬০-এর দশকে; যদিও তিনি দাবি করেন, ১৯৪০-এর দশকের মাঝামাঝি থেকে তিনি এ কাজ করেন।
রেডিও লুক্সেমবার্গে ডিজে হিসেবে যোগ দেন ১৯৫৮ সালে। কিন্তু হঠাত্ তাঁর জীবন পাল্টে যায় ১৯৬৪ সালে। ওই বছর তিনি বিবিসি টেলিভিশনে ডাক পান ‘টপ অব দ্য পপস’ অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য। তিনিই ছিলেন ওই অনুষ্ঠানের প্রথম উপস্থাপক। অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সঙ্গে ঘুরে যায় সেভিলের জীবনের মোড়। এরপর তিনি একের পর এক অনুষ্ঠান উপস্থাপনা করে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। ব্রিটেনের একটি প্রজন্মের কাছে আদর্শ ছিলেন পোশাক-পরিচ্ছদ আর চালচলনে খামখেয়ালি লম্বা চুলওয়ালা এই লোকটি।
এ ছাড়া দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রগণ্য। ২০০০ সালে তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, সারা জীবনে তিনি বিভিন্ন সংগঠনের জন্য ছয় কোটি ৪০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছেন। এ কাজে অবদানের জন্য ১৯৯০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে সেভিলকে নাইট উপাধি দেওয়া হয়।
কর্মজীবনে খ্যাতি সেভিলকে এনে দিয়েছিল দেশের অভিজাত সম্প্রদায়ের সঙ্গে মেলামেশার। এ জন্য তাঁর মৃত্যুতে শোকের সাগরে ভেসেছিলেন ব্রিটিশ প্রিন্স চার্লস এবং তাঁর স্ত্রী। সেভিলকে সমাহিত করা হয় যে সোনালি রঙের কফিনে, তা উপহার দেয় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী।
কিন্তু মৃত্যুর পর বছর না যেতেই ডুবে যেতে বসেছে সেভিলের সুনাম আর খ্যাতির জাহাজ। সেভিলের যৌন কেলেঙ্কারি নিয়ে চরম বেকায়দায় পড়েছে বিবিসি। আর দেশের মানুষের অনুভূতির প্রতি সম্মান জানাতে সেভিলের সামাধিক্ষেত্র থেকে সমাধিফলক সরিয়ে ফেলেছে তাঁর পরিবার। সিএনএন ও ডেইলি মেইল।
বিস্তারিত ছবি ও ভিডিও এই লিঙ্কে 

বিচ্ছিন্ন



১। সময়-স্রোত

মনের আয়নায় টানানো ছবি
আমি বলছিনা সে ছবি অন্য কারো,
তোমার প্রেমিকা বা প্রিয়জন নয় সে
সে তোমারই ছবি।

যাকে ভালবাস সারাদিনক্ষণ,
দু পা আর মস্তিস্কের বলে
যোগ্য ও শ্রেষ্ঠতর জীব বলে
দাবী রাখো বারবার।

দিনে ক’টি শ্রেষ্ঠ কাজ করেছো 
বলতে পারো?
দিনে ক’কদম সুপথে হেঁটেছো
বলতে পারো?
বলতে পারো 
নিয়ত তোমার ছবির
উপযুক্ত মূল্যায়ন করছো?

যে সময়-স্রোত বয়ে গেছে 
যাক না 
বৃথা ভয় পেয়ে
মন খারাপ করে থেকো না
জলে না নেমে
কে কবে শিখেছে সাঁতার?

আমি জানি তুমি তা পারবে
তোমার প্রতিকৃতি রক্ষার যুদ্ধে 
জয়ী হতেই হবে
আজকে থেকেই শুরু করো
ঝাপিয়ে পড়ো
হাত পা ছোড়ো সঠিক তালে
আয়না সরিয়ে নাও
দেখো অন্যজনা তোমার 
প্রতিকৃতির অনুসরণ করছে।


২। ছুঁয়ে যাও জলবীন

ছুঁয়ে যাও মেঘদল
ছুঁয়ে যাও রোদজল
ছুঁয়ে ছুঁয়ে নিয়ে যাও
দুঃখ শতদল।

ছুঁয়ে যাও মেঘলাদিন
ছুঁয়ে যাও বর্ষাদিন
ছুঁয়ে ছুঁয়ে প্রাণ ভরাও
বাজাও জলবীন।


৩। তোমার চিঠি পেলেই

তোমার চিঠি পেলেই বুঝতে পারি
আজ বৃষ্টি হবে
সূর্য হারাবে মেঘের পেটে
এই মধ্যদুপুরেই 
এক অলীক ভ্রমণ হবে।

কাটাতার পেরিয়ে আমরা 
নেমে যাবো হিমবাড়ী
সাত সকালে চাদর গায়ে
দূর গায়ের কোন টঙ দোকানে
খেয়ে নেব ডালপুরী।

ধরো আমি এক স্বর্ণকার
ঝিঙে ফুল তোমার কান-দুল
ঘাসফুল তোমার নাকফুল হবে
তুমি চুমকি সেজে ভুল পথে পা মাড়াবে
আমি টেনে নিবো আমার ভবে।

দিন রাত 
রাত দিন ভুলে
আমরা এক মেরু ভ্রমণে মত্ত রবো
পায়রা বেশে সুখ দুখের কথা কবো।


৪। চলো খুঁজি

শায়িত ধরনী 
প্রস্ফুটিত জোছনা 
পদে পদে মায়ার কানন
কৃত্রিম ধার করা কাশবন
মেঘে মেঘে জোছনা চুরি
উড়ে যায় ইচ্ছে ঘুড়ি
গল্প করে চাঁদের বুড়ি
আমার পঁচিশ তোমার কুঁড়ি
চলো খুঁজি হারানো নুড়ি।


৫। কেউ না থাকলেও কারো কিছু যাবেনা। আসবে না। 

কেউ না থাকলেও কারো কিছু যাবেনা। আসবে না। পৃথিবী পৃথিবীর মত করে সূর্যের মোহে তার চারিধারে ঘুরবে। রাত আসবে। দিন আলোকিত হবে। কেউ কেউ সকালবেলা পূব জানালায় হেরে গলায় সারেগামাপা ধরবে। পাখি ডাকবে। ছেলে মেয়েরা খেলায় মাতবে। রাখালরা গরু তাড়িয়ে মাঠে যাবে। কৃষক ধান কাটার গান গাইবে। কৃষাণী চোখের জল নাকের জল এক করে রান্নায় ব্যস্ত থাকবে। মক্তবে ওস্তাদজী সুর করে কালেমা পাঠ শিখাবেন। ছায়া সুশীতল বট তলে ক্লান্ত পথিক জিরোবে। নদীতে পাল তুলে নৌকা চলবে। জেলেরা মাছ ধরবে। শীত আসবে। বর্ষা আসবে। ফাল্গুনে ফুল ফুটবে। প্রজাপতি, মৌমাছিরা ফুলে ফুলে উড়বে। দিন যাবে। আকাশে চাঁদ মুচকি হাসবে। মা হাসবে। খোকা নাচবে। পাড়া ঘুমাবে। পড়শী নিদারুণ দুঃখে কাঁদবে। কেউ প্রিয়াকে ভালোবেসে কাছে টানবে। পোষা বিড়াল বাচ্চা ফুটাবে। রাত গত হবে। দিন গত হবে। আমি চলে যাবো। বিস্মরণ হবো। আমার জানালার পাশের চালতা গাছে আগের মতই ফুল ফুটবে। ফল ধরবে। বসন্ত পাখিরা ফিরে আসবে। ডালে বসে সেই একই সুরে গাইবে। 


৬। এক অঞ্জলী জল

ঝরে পরা পাখির পালকের মত 
বাতাসের ঘূর্ণিপাকে উড়ন্ত
দূরন্ত ডায়েরীর পাতাটা
তুমি এখনো ছুঁয়েই দেখোনি।

ওটা ছিল আমার শেষ চিঠি
শেষ নিঃশ্বাস মাখা ছিল ওর গাঁয়ে
আমি মরে যাওয়ার আগে
পিপাসা কাতর ছিলাম
ব্যস্ত নগরীর 
গোপন কুটির নিবাসী বলে
কেউ জল নিয়ে আসেনি।

তুমি দিন রাত 
রাত দিন ভুলে
কত নির্বিঘ্নে এই কুটিরে আসো যাও
তোমার অবাধ যাত্রা পথে 
কত পদ্মপুকুর 
কত সরোবর 
জল টলমল
পিপাসা কাতর এক পথিক আমি
তোমার আগমনী বার্তার অপেক্ষায়
বসে আছি জপমালা হাতে
তুমি পথ ভুলে কভু এই পথে 
পদ মাড়াও না
এক অঞ্জলি জল দাওনা।

Iraq hit by deadly attacks on Eid al-Azha holiday

Authorities had hoped violence could be avoided over the holiday of Eid ul-Azha.
At least 30 people have been killed in a series of attacks around Iraq, with dozens more injured.
Twin bomb attacks in Baghdad's mainly Shia neighbourhood of Sadr City on Saturday evening killed at least 13.
Hours earlier, a bomb near a playground in the Bawiya neighbourhood of the capital killed several people, including at least three children.
Authorities had put security measures in place to try to prevent attacks over the four-day holiday of Eid ul-Azha.
Another bomb exploded near Baghdad on a bus carrying Shia pilgrims, some of whom are reported to be Iranian.
Shabak attacked
"Nobody expected this explosion because our neighbourhood has been living in peace, away from the violence hitting the rest of the capital," Bawiya resident Bassem Mohammed told the Associated Press news agency.
"We feel sad for the children who thought that they would spend a happy time during eid, but instead ended up getting killed or hurt," he added.
In the northern city of Mosul, gunmen burst into the homes of families belonging to the Shabak minority group, leaving several dead.
The Shabak are a minority in northern Iraq who have previously been the target of sectarian violence.
Several people were also injured when a bomb exploded in a Shia neighbourhood in the town of Tuz Khurmatu, north of Baghdad.
Violence in Iraq is down since the height of the insurgency in 2006 and 2007, but is still common. In recent months the rate of attacks has increased, mostly targeting security services and Shia Muslims.
In August, more than 90 people were killed in a wave of attacks before Eid ul-Fitr, which marks the end of the holy month of Ramadan.

Suicide attack at Nigeria church kills 7

The bomb is thought to have been detonated outside the church
At least seven people have been killed and dozens injured in a suicide bombing during mass at a Catholic church in northern Nigeria, officials say.
The attack happened in Kaduna, scene of many sectarian attacks.
The blast was caused by at least one vehicle being driven towards the church loaded with explosives, witnesses said. The building was badly damaged.
A spokesman for the local governor has called for calm, pleading with people on local radio not to retaliate.
The Nigerian Emergency Management Agency told the BBC that Christian youths attacked a vehicle which came to rescue survivors after the attack, smashing one of the windows.
Unconfirmed reports said at least two people were killed in reprisal attacks by Christians after the bombing.
No group has said it carried out the bombing, but Islamist group Boko Haram has been involved in several similar attacks in the area.
Looking for sanctuary
The attack happened at St Rita's church in the Malali neighbourhood of the city.
Reports say a car drove up to the gate of the church, was refused entry and detonated its explosives outside the church.
The church was surrounded by soldiers and police after the blast, and ambulances were taking the injured to hospital.
Nigeria is roughly divided between a largely Muslim north, and the south, where Christianity and traditional religions dominate.
Kaduna is on the dividing line between the two areas. The BBC's Will Ross in Kaduna says many people have come to the city in recent months in search of sanctuary from violence in other parts of northern Nigeria.
Boko Haram is fighting to overthrow the government and impose Sharia law, and has admitted carrying out previous attacks on churches.
In June it attacked three churches in the state of Kaduna, including one in the city.
At least 50 people were killed in the bombings and the reprisals that followed.

Country will be poverty free by 2021:PM


Prime Minister Sheikh Hasina has expressed her firm optimism that more people would come out of poverty trap in the coming days in the country and Bangladesh would be a hunger free country by 2021.
She said her government is making relentless efforts to ensure overall development of the country as well as welfare of the people of every section particularly bringing the poor section out of poverty.
"Due to our government's initiative, around five crore people were already been elevated their economic position to middle- income group from low-income," she said adding if this trend continues, inshallh Bangladesh would be a poverty and hunger free nation by 2021.
The Prime Minister was talking to media people after exchanging greetings of Eid-ul Azha with party leaders and on Saturday .
Political leaders, freedom fighters, intellectuals, doctors, engineers, journalists, trade body leaders, leaders of front organizations of Awami League, government officials and employees and a large number of people of different section of the society including poor arrived Gonobhaban to exchange Eid-greetings with the Prime Minister.
The Prime Minister entertained the visitors with sweetmeats, semais, fruits and cakes. The poor were provided with sari, lungi, food and cash money.
Urging all to take lesson of sacrifice from the message of holy Eid-ul Azha and devote them to nation's welfare, the Prime Minister said, "It's a matter of great pleasure for us that every people of the country irrespective of their religious faith are now observing their religious rites peacefully and with financial ability."
"We have taken pragmatic steps for increasing food production, proper distribution of food, settling joblessness and implementation of the annual development programme for a quick socio-economic development of the country. Around 74 lakh people have found their jobs during our tenure," she said.
PM's younger sister Sheikh Rehana, Awami League Advisory Council member Amir Hossain Amu, presidium members Sheikh Fazlul Karim Selim, Yusuf Hossain Humayun and Sahara Khatun, General Secretary Syed Ashraful Islam, Foreign Minister Dr Dipu Moni, Civil Aviation Minister Faruk Khan, State Minister Shirin Sharmin Chowdhury and Joint Secretary Mahbubul Alam Hanif were present, among others, on the occasion.
Pointing out the country's excellent law and order during the festivity, the Prime Minister said, "We have made our best to keep the situation peaceful. We also tried to keep the prices of sacrificial animals and other essentials within the purchasing capacity of the people."
She said the traders of cattle market could do their businesses peacefully as the government has taken all necessary actions to check extortionists. As a result, she said, supply of cattle-heads in the market was abundant and their prices were also under control.
Online trading of cattle also helped checking troubles usually caused by extortionists in the market, she observed.
"The situation was far better, if you compare the present condition with the era of previous government, when the sacrificial animals were shot dead by extortionists," she said.
Sheikh Hasina said her government has also made its best efforts so that people can travel to their village homes to celebrate the holy Eid and meet their near and dear ones. In future, we will do better to give the people more comfort and privileges, she said.
The Prime Minister urged the media to broadcast the good works and services of the government as well as highlighting its failures and flaws.
"You will surely draw attention of the people to our flaws and wrongs. But, you should also outline our successes," she said adding, "It's damaging for a nation if you only bring the wrongs on the screen and keep the successes out of scene."
On the Eid-Ul-Azha, senior Awami League leaders greeted the Prime Minister in the morning at Gonobhaban. She talked to the leaders and exchanged pleasantries with them.
Later, the Prime Minister exchanged Eid-greetings with judges of the Supreme Court, senior government officials and diplomats of different countries.
State Minister for Religious Affairs Advocate Mohammad Shajahan Mia, MP, Chief Justice Mohammad Mozammel Hossain, cabinet secretary, chiefs of the three services, high commissioners and ambassadors of different countries attended the function.

পৃষ্ঠাসমূহ