শুক্রবার, ২৯ জুন, ২০১২

বাংলালিংক ব্যবহারকারীদের জন্য সুখবর!


অনেক অপেক্ষার পর বাংলালিংক তাদের ওয়েব সাইটে অনলাইন কাষ্টমার কেয়ার সুবিধা চালু করেছে। এখন থেকে ১২১ এ কল দিয়ে মিনিটের পর মিনিট অপেক্ষা করতে হবে না। সেই সাথে অযথা ১২১ এ কল করার টাকাটাও বেঁচে যাবে। 

গ্রামীণফোন অনেক আগে থেকেই অনলাইন কাষ্টমার কেয়ার সুবিধা চালু করেছে। এবার বাংলালিংক করলো। দেশের প্রতিটি মোবাইল অপারেটরের এই সুবিধা দেয়া একান্ত উচিৎ বলে মনে করি। কারণ ভুক্তভোগীরা জানেন ১২১ এ কল করার ঝামেলা ও বিরক্তি কতো। 

নিচের লিংকে গিয়ে আপনিও জেনে নিতে পারেন আপনার প্রশ্নের উত্তর। আপাতত CHAT Service is Under Testing এ রয়েছে। আশাকরি খুব শিঘ্রই বাংলালিংক এই সুবিধাটি পুরোপুরি ভাবে চালু করতে পারবে। 

বাংলালিংক অনলাইন কাষ্টমার কেয়ার

কুরআন-হাদীছের আলোকে শবে বরাত

بسم الله الرحمن الرحيم 

মুফতী মীযানুর রহমান সাঈদ

শবে বরাতে করণীয় ও বর্জনীয়ঃ

যেহেতু রাতটিতে মহান আল্লাহ স্বীয় বান্দাদের উপর বিশেষ রহমত দান করেন এবং গুনাহগারদের জন্য ক্ষমার ঘোষণা হয় বিধায় মুসলমানদের উচিত এমন রহমত ও বরকতপূর্ণ রাতকে গণীমত মনে করে স্বীয় প্রভূর দরবারে বেশি বেশি তওবা-ইসতিগফার করা। নিত্যনতুন বিদআত ও ভ্রান্তি থেকে মুক্ত থেকে প্রশান্তিচিত্তে ইবাদত করবে। নফল নামায কুরআন তিলাওয়াত, যিকির-আযকার, তাসবীহ-তাহলীল, দরূদ শরীফ বিভিন্ন দু'আসমূহ সব ধরণের মাসনুন ইবাদতই এ রাতে করা যাবে।

যেমনঃ

আল্লামা হাসান ইবনু আম্মার আশশারাম্বুলালী (রহঃ) বলেনঃ

" রাত্রি জাগরণের তাৎপর্য এই যে, এ রাতের অধিকাংশ সময়ে, কারো কারো মতে কিছু অংশে কোরআন হাদীছ পড়া অথবা শুনানো কিংবা তাসবীহ পড়া বা দুরূদ পাঠ করার মাঝে লিপ্ত থাকবে। "

এ বর্ণনা দ্বারা প্রতীয়মান হয় যে, এ রাতে জাগ্রত থাকার জন্য বিশেষ কোনো পদ্ধতি এবং বিশেষ কোন ইবাদত কিংবা বিশেষ পদ্ধতির কোন নামায শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করা হয় নি। এবং বারো রাকাআত কিংবা ষোল রাকআত সম্পর্কে যে জনশ্রুতি আছে ইসলামী শরীয়তে তার কোন ভিত্তি নেই। রাতটির সাথে সম্বন্ধযুক্ত এ ধরণের বিশেষ পদ্ধতির নামাযের ফজীলত সংক্রান্ত যে সব বর্ণনার উদ্ধৃতি দেয়া হয় এ সব নিজেদের পক্ষ থেকে বানানো ও মনগড়া এবং ভিত্তিহীনও বটে।

এজন্যই আল্লামা আবুল ফারাজ ইবনুল জাওযী (মৃঃ ৫৯৭ হিঃ) বলেনঃ

" উক্ত রাতে যে সব নামায আদায়ে যথাক্রমে প্রতিদান পাওয়া যাবে এবং যা জনসাধারণের মাঝে ব্যাপকতা লাভ করেছে অথচ তার কোন ভিত্তি নেই। "

তার সম্পর্কে আলোচনা করতে গিয়ে তার সাথে সংশ্লিষ্ট কিছু রেওয়ায়েত উল্লেখ করতঃ পরিশেষে তিনি রায় প্রদান করেন যেঃ

" এটি এমন হাদীছ যার জাল হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নেই। তার তিনটি স্তরের প্রসিদ্ধ রাবিগণ অজ্ঞাত। তার মধ্যে দুর্বল রাবীও আছে। তাই হাদীছটি অবশ্যই অকল্পনীয়। "

অতিরিক্তঃ

আল্লামা যাহাবী, ইবনু আরাক, সুয়ুতী, মোল্লা আলী ক্বারী এবং হাদীসের অন্যান্য মুহাদ্দিসীনে কেরামগণ এই রকম নামাযগুলোকে (নির্দিষ্ট রাকাআত সংক্রান্ত) খণ্ডন করেছেন।

( যারা আরও বিস্তারিত জানতে চান তারা মওযু হাদীস নিয়ে লিখিত কিতাবগুলো দেখতে পারেন )

মোল্লা আলী ক্বারী (রহঃ) এই বিষয়টি বারাতের রাতে নির্দিষ্ট নামায শীর্ষক আলাদা অধ্যায়ে আলোচনা করেছেন। এই সব নামাযের কথা উল্লেখ করে, তিনি বলেন যে, এগুলো ভিত্তিহীন এবং চতুর্থ শতাব্দীতে বায়তুল মুকাদ্দাসে এবং পরবর্তীতে এর সমর্থনে কিছু হাদীস জাল করা হয়।

( মওযু আত্তী কাবীরঃ পৃ-৩৩০, বায়রুত সংস্করণ; তাযকিরাতুল মওযুয়াত, ফারবীঃ পৃ-৪৫ )

কোন কোন বুযুর্গ থেকে বর্ণিত বিশেষ পদ্ধতির আমলের তাৎপর্যঃ

এ সুবাদে একটি কথা স্পষ্ট করা দরকার যে, আল্লাহর কোন কোন নেক বান্দাদের পক্ষ থেকে যেসব বিশেষ বিশেষ পদ্ধতির নফল ও আমলের বিবরণ পাওয়া যায় ঐ সকল আমল তাদের নিজস্ব ধ্যান-ভাবনা বা রায় মাত্র। যেগুলো শরীয়তের কোন মাসআলা নয়। শরীয়তের কোন বিষয় নয় বরং কেবল বুযুর্গদের অভিজ্ঞতালব্ধ আমল মনে করে এ জাতীয় আমল কেউ করতে চাইলে করতে পারে। শরীয়তের পক্ষ থেকে এ ব্যাপারে কোন বাধ্য-বাধকতা নেই।

যথা হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহঃ) বুযুর্গদের এসব নফল ও বিভিন্ন আমলের বিবরণ দিয়ে এগুলোর অন্তর্নিহিত তাৎপর্যের বর্ণনা দেন এভাবেঃ

" একটি বিষয় না বুঝলেই নয় যে, কোন কোন বুযুর্গের বিভিন্ন কিতাবে (শাবানের) পনের তারিখ রাতে বিশেষ নফল নামায আদায় করার কথাও লিপিবদ্ধ করে দেয়া হয়েছে-এটা কোন বাধ্যতামূলক নয়। যে বিষয় শরীয়তের পক্ষ থেকে বাধ্যতামূলক নয় সে বিষয়টিকে এভাবেই নিরঙ্কুশ রাখা উচিত। হাদীছ শরীফে এ রজনীতে নফল নামাযের কোন বাধ্যবাধকতা আসেনি। বরং যে ইবাদত সহজ মনে হবে তাই করবে। তন্মধ্যে নফল নামাযও অন্তর্ভুক্ত। তাও আবার বিশেষ কোন পন্থা অবলম্বন করে নয়।
তবে কথা হলো বুযূর্গদের বক্তব্যে যে বিশেষ তরীকার নফল নামাযের কথা বলা হয়েছে তার কারণ এই যে, কোনো বুযুর্গ তার কোন মুরীদের বিশেষ অবস্থার প্রেক্ষিতে এর অনুমোদন দিয়ে থাকতে পারে। হয়ত তার ব্যাপারে এটাই ছিল যুক্তিযুক্ত। এখন একে ব্যাপক করে নেয়া বিদআত। তাই বলে বুযুর্গদেরকেও উপেক্ষা করা যাবে না। "

এ রাতে করণীয় আমলসমূহঃ

প্রথম আমল - রাত্রে জাগরণ করে নির্জনে ইবাদত করাঃ (তবে মসজিদে সমবেত হওয়া অনুচিত)

শাবানের পঞ্চদশ রজনীতে জাগ্রত থেকে ইবাদত করা একটি মুসতাহাব আমল যা পূর্বে সবিস্তারে উল্লেখ করা হয়েছে। মুসতাহাব আমলকে তার পর্যায়েই রাখা উচিত। তার নির্দিষ্ট পর্যায় থেকে অগ্রসর হয়ে ওয়াজিব তথা আবশ্যকতার স্থানে তাকে নিয়ে যাওয়া জায়েয নেই বরং বিদআত। অপরদিকে এ রাতে একাকী ইবাদত করা উত্তম।

এর জন্য মানুষকে মসজিদে দলবদ্ধ করা, দলবদ্ধতার সাথে এ রাতে ইবাদত করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে অন্যকেও অংশগ্রহণের জন্য দাওয়াত দেয়া, শবীনা ইত্যাদির আয়োজন করা ফুকাহায়ে কেরাম পছন্দ করেন নি। বরং বিদআত বলেছেন।

যথাঃ

ইতিপূর্বে ফিক্বহে হাম্বলীর প্রসিদ্ধ ফক্বীহ শায়খ মানসূর ইবনু ইউনুস আল বাহুকী (রহঃ) এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তিনি বলেছেনঃ

" ... তবে মসজিদে রাত জেগে দলবদ্ধভাবে এ রাতে ইবাদতের উদ্দেশ্যে একত্র হওয়া বিদআত। "

ফিক্বহে হানাফীর অভিজ্ঞ আলিম ইবনু নুজাইম (রহঃ)ও প্রায় এরূপ বলেছেন, তিনি বলেনঃ

" উল্লেখিত ফজীলতময় রাতসমূহে রাত জেগে ইবাদত করার নিমিত্তে বিভিন্ন মসজিদে দলবদ্ধ হওয়া মাকরূহ। মসজিদ হোক বা অন্যত্র কেননা রসূল (সঃ) করেন নি, সাহাবায়ে কিরামও করেন নি এবং আহলে হিজাযও করেন নি। যাদের মধ্যে ইমাম আতা বিন আবী রাবাহ এবং ইবনে আবী মুলাইকার মত ব্যক্তিত্বসম্পন্ন আলেমও রয়েছেন। তা ছাড়া মদীনার ফকীহগণ এবং ইমাম মালিক (রহঃ) এর শাগরিদগণ দলবদ্ধতার সাথে সমবেত হয়ে যিকির আযকার করাকে বিদআত বলে আখ্যায়িত করেছেন। "

আল্লামা ইবনে রজব হাম্বলী (রহঃ) দলবদ্ধতার সাথে মসজিদে জমায়েত হয়ে শবেবরাতে ইবাদত করা সম্পর্কে ওলামায়ে আহলে শামের দুইটি দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছেন।

১। একত্রিত হয়ে দলবদ্ধতার সাথে ইবাদত করা এ রাতে বৈধ ও জায়েয।
২। এগুলো কিছুই বৈধ নয় বরং মাকরূহ।

এ মতদ্বয়ের মধ্যে তিনি দ্বিতীয় মত তথা মাকরূহ হওয়াকেই অগ্রাধিকার দিয়েছেন। তাই তিনি বলেনঃ

" দ্বিতীয় হলো শবে বরাতে মসজিদে কোন বিশেষ নামায, ওয়ায, দু'আ এর জন্য একত্রিত হওয়ার ব্যবস্থাপনা (গুরুত্ব সহকারে) মাকরূহ। অবশ্য যদি কেউ একাকী ঐ মসজিদে তার নামায আদায় করে তা মাকরূহ হবে না। এটা ইমাম আওযায়ী (রহঃ) এর উক্তি। যিনি শিরিয়ার ইমাম ফক্বীহ ও বড় আলেম। আর এই মতটি সঠিক হওয়ার বেশি নিকটবর্তী ইনশাআল্লাহ। "

তাই মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী (রহঃ) উল্লেখ করেছেন যে, এ রাতে জাগ্রত থেকে ইবাদত, যিকির-আযকার করা অবশ্যই উত্তম কাজ। চাই নির্জনে হোক কিংবা প্রকাশ্যে। জনসমক্ষে হোক কিংবা একাকী। কিন্তু সমবেত হওয়ার প্রতি অতি গুরুত্বালোপ এবং তার আনুষ্ঠানিকতা না করাই চাই।

( দেখুন - যাওয়ালুসসিনাহ আল আ'মালিস সানাহঃ পৃ - ১৭, সূত্রে ফজীলত কী রাতেঁ )

সারকথাঃ

আল্লাহ তাআলা উক্ত মুবারক রাতে নিজ বান্দাদিগকে একান্তে ডাকতে চান, যেন বান্দা তার রবের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে এবং বান্দা যেন নিজ গুনাহসমূহের স্মৃতিচারণ করে তাওবা ইসতিগফার করে গুনাহর পঙ্কিলতা থেকে নিজেকে পবিত্র করে নিতে পারে, রহমত ও মাগফিরাতের খাজাঞ্চি থেকে যেন নিজের আঁচল পূর্ণ করে শনৈঃ শনৈঃ নিজেকে গোলাম হিসেবে প্রভূর কাছে পরিপূর্ণভাবে সঁপে দিতে পারে। তাই শবে বরাত আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজ বান্দার উপর এক মহান পুরস্কার ও নেয়ামত। অথচ বান্দা উক্ত নেয়ামতের শোকর আদায় করার পরিবর্তে তার অবমূল্যায়ন করে। একান্তে নির্জনভাবে ও একাকী ইবাদত করার পরিবর্তে তার অবমূল্যায়ন করে। একান্তে নির্জনভাবে ও একাকী ইবাদত করার পরিবর্তে প্রকাশ্যে ইলান করে গুরুত্বসহকারে দলবদ্ধভাবে ইবাদত করার মাধ্যমে বান্দা প্রকৃতপক্ষে উক্ত মহান নেয়ামতের ফজীলত ও মর্যাদারই ইতি ঘটায়। সম্ভবত এই বাস্তবতাকে উপলব্ধি করেই উলামায়ে উম্মত ফজীলতের রাতসমূহে ইবাদতের উদ্দেশ্য জমায়েত হওয়াকে মাকরূহ বলে আখ্যায়িত করেছেন।

রাতের কোন অংশে জাগ্রত থাকা উত্তমঃ

এ ব্যাপারে হযরত থানভী (রহঃ) হাক্বীকতে ইবাদত (পৃঃ ৪৬৬) গ্রন্থে যা বলেছেন তার সারসংক্ষেপ হলো নিম্নরূপঃ

কুরআনে কারীমের আয়াত

قيلا واقوم وطأ اشد هى الليل ناشئة ان

এর দ্বারা রাতের শেষাংশে অথবা শোয়ার পর গভীর রাতে জাগ্রত হয়ে ইবাদত করা উত্তম বলে বুঝা যায়। আর হাদীছে নববী দ্বারা শেষ রাতে ইবাদত করা উত্তম বলে সাব্যস্ত। এ ব্যাপারে অনেক হাদীছ হাদীছগ্রন্থে বর্ণিত আছে। যাকে নুযূলে রবের হাদীছও বলা হয়। যুক্তি-প্রমাণও এর স্বপক্ষে। কারণ শেষ রাত নিদ্রার সময়। তখন নিদ্রা ত্যাগ করে ইবাদতে মগ্ন হওয়া খুবই কষ্টকর ও কঠিন। তাই এ কষ্ট উপেক্ষা করে ইবাদত করাটাই হবে উত্তম। সুতরাং উপরোক্ত বিবরণ দ্বারা বুঝা যায়, শবেবরাতের ইবাদত শেষ রাতে করাই অতি উত্তম। কিন্তু কারো জন্য যদি শেষ রাতে জাগরণ কঠিন হয়ে পড়ে তাহলে সে রাতের প্রারম্ভেই সাধ্যমত নফল ইবাদত করে নিবে। ( উল্লেখ্য যে, সর্বক্ষেত্রে ইশা ও ফজর নামায অবশ্যই জামাআতের সাথে পড়তে হবে। ) কারণ অন্যান্য রাতগুলিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে রাতের শেষ অংশের দিকে অবতরণ করার উল্লেখ রয়েছে। কিন্তু শবে বরাতে রাতের প্রারম্ভেই প্রথম আসমানে আগমন করেন বলে হাদীছে আছে। এ ব্যাপারে আমরা হাদীছগুলো উল্লেখ করে এসেছি। উপরন্তু কেউ যদি সারারাত জাগ্রত থেকে ইবাদত করতে আগ্রহী বা সক্ষম হন তাহলে তা ভাল কথা। তবে এর জন্য দুটি শর্ত রয়েছে।

১। সময়কে অপচয় না করে ইবাদত, দু'আ, নামায, যিকির, তেলাওয়াত ইত্যাদিতে শরীয়ত সম্মতভাবে মগ্ন থাকা
২। ইশা ও ফজরের নামায অবশ্যই জামাআত সহকারে পড়ার নিশ্চয়তা থাকা।

দ্বিতীয় আমল - শাবানের পনের তারিখ রোযা রাখাঃ

আমরা হযরত আলী (রঃ) এর বর্ণিত হাদীছে পেছনে উল্লেখ করে এসেছিলাম যে,

" শাবানের পনের তারিখ রাতের বেলায় জাগ্রত থেকে ইবাদত কর এবং দিনের বেলায় রোযা রাখ। "

হাদীছটি সম্পর্কে আমরা মুহাদ্দিছীনে কেরামের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম যে, হাদীছটি জাল কিংবা অত্যাধিক দুর্বল নয়। হ্যাঁ অবশ্য একজন রাবীর স্মৃতিশক্তির দুর্বলতার কারণে মুহাদ্দিছীনে কেরাম হাদীছটিকে কিছুটা দুর্বল বলেছেন। আর ফাজাইলে আমাল এর ক্ষেত্রে এ ধরণের হাদীছ সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য। এর আগে আমরা মাহে শাবানে অধিক পরিমাণে রোযা রাখা, প্রতি মাসে আয়্যামে বীজ তথা ১৩, ১৪, ১৫ তারিখে রোযা রাখা তদুপরি হযরত আলী (রঃ) থেকে বর্ণিত উপরোক্ত হাদীছের উপর সবিস্তারে আলোচনা করে এসেছি। সুতরাং পেশকৃত হাদীছগুলির আলোকে শবেবরাতের রোজা রাখা মুসতাহাব।

এ ব্যাপারে উলামায়ে উম্মত ও ফুকাহায়ে কেরামের কিছু বক্তব্য তুলে ধরা হলোঃ

১। আল্লামা যুরকানী মালেকী (রহঃ) ১৫ শাবান রোজা রাখাকে মুসতাহাব বলেছেন। তিনি বলেনঃ

" শা'বানের পনের তারিখ রাত আগমন করলে রাত জেগে থাকো তথা ইবাদতের মাধ্যমে রাতকে সতেজ করো এবং আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশার্থে প্রশান্তচিত্তে পদক্ষেপ গ্রহণ করো আর দিনের বেলায় রোযা রাখ। কেননা এসব কিছু মুসতাহাব। "

২। শায়খ আলা উদ্দীন আবুল হাসান আল হাম্বলী (মৃঃ ৮৮৫ হিঃ) লিখেনঃ

" শায়খ ইবনুল জাওযী আসবাবুল হিদায়াতে বলেছেন, হারাম মাসসমূহে এবং পূর্ণ শাবান মাসে রোজা রাখা মুসতাহাব। হারাম মাসসমূহের ব্যাপারে মাজদও স্পষ্টভাবে এটাই বলেছেন এবং আরো বলেছেন শাবানের পনের তারিখের রোজা আরো অধিক গুরুত্বপূর্ণ। "

৩। হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহঃ) বলেনঃ

" শাবানের পনের তারিখ রোজা রাখা মুসতাহাব। "

৪। হযরত মাওলানা মুফতী শফী সাহেব (রহঃ) শবে বরাতের মাসনূন আমলসমূহের আলোচনা করতে গিয়ে বলেনঃ

" শবে বরাত সকালে তথা পনের তারিখে রোজা রাখ। "

৫। হযরত মাওলানা মুফতী আজীজুর রহমান সাহেব (রহঃ) একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেনঃ

" শাবান মাসের কোন তারিখে দিনে রোজা রাখা ফরজ কিংবা ওয়াজিব নয়। আর শাবানের তের তারিখের রোজার বিশেষ কোনো ফজীলত হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত নয়। তবে ১৫ শাবানের রোজার কথা হাদীছ শরীফে এসেছে যে, এ তারিখে রোজা রাখো। সুতরাং ১৫ শাবানের রোজা মুসতাহাব। কেউ রাখলে ছওয়াব পাবে, না রাখলে অসুবিধা নেই। "

উল্লেখ্য যে, বিষয়টিকে আমরা ইতিপূর্বে সবিস্তারে উল্লেখ করে এসেছি।


তৃতীয় আমল - শবে বরাতে কবরস্থানে গমনঃ

হযরত আয়েশা (রঃ) এর বর্ণিত হাদীছ দ্বারা প্রতীয়মান হয়েছে যে, হুযুর (সঃ) উক্ত রাতে মদীনার জান্নাতুল বাকী নামক কবরস্থানে গিয়ে মৃতদের জন্য মাগফিরাতের দু'আ করেছেন। অতএব, উক্ত রাতে কবরস্থানে গমন করা, মৃতদের রূহে সাওয়াব পৌছানো এবং তাদের জন্য মাগফিরাতের দু'আ করা জায়েয। বরং ফিক্বহী বর্ণনার দৃষ্টিকোণে এই রাতে কবরস্থানে গিয়ে যেয়ারত করা মুস্তাহাব অনুমিত হচ্ছে।

নিম্নে এ সম্পর্কে কিছু বিবরণ তুলে ধরা হলোঃ

১। ফাতওয়া আলমগিরীতে বলা হয়েছেঃ

" কবর যিয়ারতের জন্য উত্তম দিবস চারটি। সোম, বৃহস্পতি, শুক্র ও শনিবার। তেমনিভাবে পবিত্র রাতগুলোতেও বিশেষ করে বরাত রজনীতে। "

২। হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী (রহঃ) উক্ত ফিক্বহী আলোচনা করতঃ এক্ষেত্রে উলামায়ে দেওবন্দের ফয়সালা উল্লেখ করে লিখেনঃ

" ... এ সমস্ত লোক কবরস্থানে গুনাহের কাজ করে কবীরা গুনাহর অধিকারী হয়ে গেছে। কারণ কবর তো ভয়-ভীতির স্থান এবং নেক আমলের প্রতি অনুপ্রেরণাদায়ক। অথচ তারা উলটো কাণ্ড ঘটিয়ে বসলো। তারা কবরকে বিনোদন ও অপরাধ সংঘটিত করার আখড়া বানিয়ে নিল। যেসব লোক চাঁদনী রাতে মিম্বর এবং চেয়ারে বসে ওয়াজ-গল্পগুজব, নারী-পুরুষের সম্মিলন ইত্যাদির মতো বিদ'আত প্রচলন ঘটিয়েছে তাদের এসব কিছু নিষিদ্ধ তথা হারাম। কবর যিয়ারতকারী পুরুষ বা নারী যেই হোক না কেন, উল্লেখিত অন্যায়ের কারণে এসব কিছুই হারাম। "

শবে বরাত উপলক্ষে কবরস্থানে যাওয়া একটি মুসতাহাব আমল। তবে তার জন্য দলবদ্ধ হওয়া, একে অন্যকে যাওয়ার জন্য দাওয়াত দেয়া বিদআত। স্বয়ং হুজুর (সঃ) উক্ত রাতে জান্নাতুল বাকীতে তাশরীফ নিয়েছিলেন, কিন্তু ব্যাপারটি হযরত আয়শা (রঃ)ও জানতে পারেন নি। তাই মুসলমানদেরও উচিত শরীয়ত পরিপন্থী কাজ থেকে দূরে থেকে একাকী যিয়ারত করতে কবরস্থানে যাওয়া এবং মৃতদের জন্য ঈসালে ছাওয়াব করা। কিন্তু বিষয়টিকে শবে বরাতের আবশ্যকীয় আমল মনে করা যাবে না।। মোটকথা শরীয়তের যে আমল যে পর্যায়ের প্রমাণিত তাকে সে পর্যায়েই রাখা উচিত। তার থেকে আগে চলে যাওয়া শরীয়তের বিধান লংঘণ ছাড়া কিছু নয়।

শবেবরাতে সংঘটিত কিছু বিদআত ও কুসংস্কারঃ

আল্লাহ তা'আলা অভিশপ্ত শয়তানকে যখন তার গোস্তাখী ও সীমালংঘণের কারণে প্রশান্তির নির্ঝরিণী জান্নাতের নির্মল পরিবেশ থেকে তাকে বের করে দিলেন, তখন সে আদম জাতির সাথে স্পষ্ট শত্রুতার ঘোষণা করে এ মর্মে বদ্ধপরিকর হয় যে, সে আদম জাতিকে সীরাতে মুসতাক্বীম তথা সহজ সরল পথ থেকে বিভ্রান্ত করে অন্ধকারের অতলান্ত গহবরে নিক্ষেপ করার পূর্ণ প্রয়াস চালিয়ে যাবে।

কুরআন মাজীদের ভাষায়ঃ

" সে (ইবলীস) বললো, আপনি আমাকে যেমন উদভ্রান্ত করেছেন, আমিও অবশ্যই তাদের জন্যে আপনার সরল পথে বসে থাকবো। এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। "

( আলা আরাফঃ ১৬, ১৭ )

বাস্তবেই শয়তানের গতিবিধি খুবই সুক্ষ্ম ও রহস্যময়। বড় সুক্ষ্ম পন্থায় সে যুগে যুগে বনী আদমের বিরুদ্ধে সব রকমের ষড়যন্ত্র করে আসছে। বনী আদমের কোন একটি দলকে শিরকের আবর্তে জট পাকিয়ে দিলে আরকটি দলকে বিদআত ও কুসংস্কারের মাঝে ঘুরপাক খাওয়ায়। মোটকথা, সব ধরণের গুনাহের উপর তার সমান দখল। অত্যন্ত হৃদয়গ্রাহী পন্থায় সে বনী আদমকে গুনাহের দিকে উৎসাহিত করে।

শবে বরাতের সময় যেহেতু মহান আল্লাহর রহমতের বারিধারা নেমে আসে, যেহেতু তিনি স্বীয় বান্দাগণকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন, সেহেতু স্বাভাবিকভাবেই শয়তান এই চিন্তায় অস্থির হয়ে উঠে যে, বনী আদমকে রহমত ও মাগফিরাতের এই নির্ঝরণী থেকে কিভাবে বঞ্চিত করা যায় ? কিভাবে তাদেরকে ইবাদত থেকে দূরে রাখা যায় ? এসব জটিল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আতশবাজি, সিন্নি, আলোকসজ্জা, ইজতেমা প্রভৃতি অবশ্যই পালনীয় - এ চেতনা সে মানুষের মাঝে প্রবেশ করিয়ে দেয়। যেন মানুষ কুসংস্কারের জালে আটকা পড়ে এ ফজীলতময় রাতটির ফজীলত থেকে মাহরুম থেকে যায়। অবশেষে কুসংস্কারের জালে বন্দী মানুষটি তওবা করার নসীবও হারিয়ে ফেলে।

নিম্নে শবে বরাতে সংঘটিত যাবতীয় বিদআত ও কুসংস্কারের কিছু দৃষ্টান্ত এবং তার সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হলো।

আতশবাজীঃ

ইসলাম সম্পর্কে অজ্ঞ এমন কিছু লোক শবে বরাতকে উপলক্ষ করে লাখো টাকা ব্যয় করে অত্যন্ত গুরুত্বের সাথে আতশবাজীর ব্যবস্থা করে থাকে। অথচ ইসলামী শরীয়তে তার কোন ভিত্তি নেই। এটি নিতান্তই কুসংস্কার। সমূহ সমস্যা যার মধ্যে বিদ্যমান। যথাঃ

১। আতশবাজী প্রথায় বহু অর্থ সম্পদের অপচয় হয়। আর অপচয় সম্পর্কে কুরআন-হাদীছে কঠোরভাবে ঘোষণা হয়েছে যে, অপচয়কারী শয়তানের ভাই।

২। এই প্রথার কারণে সময়ও নষ্ট হয়। যে সময়টুকু আতশবাজীর পেছনে ব্যয় হয় সে সময়টুকু ইবাদতে কাটালে আল্লাহ তাআলা হয়ত খুশি হয়ে যেতেন। আর সময়ের অপব্যয় করা গুনাহর শামিল।

৩। উক্ত প্রথাটির কারণে অনেক সময় অপর মুসলমান ভাই কষ্টও পান। বিশেষ করে পাড়া-প্রতিবেশীরা আতশবাজীর প্রচণ্ড বিস্ফোরণে শান্তিতে থাকতে পারে না। অথচ এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেয়া হারাম। যে সম্পর্কে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে।

৪। সর্বোপরি এ রাতে কিছু লোক নিরিবিলি পরিবেশে আল্লাহ তাআলার ইবাদত করতে চান। আতশবাজীর কারণে তাঁদের ইবাদতে মারাত্নক বিঘ্ন ঘটে।

অতএব একজন আতশবাজ একাধারে এ জাতীয় কয়েকটি গুনাহর শিকার হয়। নিজের সময় ও অর্থ খরচ করে আল্লাহ ও রসূল (সঃ) এর অসন্তুষ্টি কিনে নেয়, অপর মুসলমানকে কষ্ট দেয়। ইবাদতকারীর ইবাদতের মাঝে বিঘ্ন ঘটায়, উপরন্ত শয়তানকে খুশি করে।

আলোকসজ্জাঃ

শবে বরাতের আগমণ উপলক্ষে মসজিদ, কবরস্থান ও বাসা-বাড়ীতে সীমাতিরিক্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। এর দ্বারা নিজের অর্থ অপচয় তো হয়ই উপরন্ত কাফেরদের সঙ্গে সাদৃশ্য। বিশেষতঃ হিন্দুরাই এ জাতীয় আলোকসজ্জা ও মণ্ডপসজ্জা করে থাকে। যা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েয বা হারাম। যদি কাজটি সাধারণ মুসলমান থেকে চাঁদা নিয়ে করা হয় তাহলে খেয়ানতের গুনাহও অতিরিক্ত যোগ হবে।

এ বিষয়ে নিম্নে বিজ্ঞ আলেমদের কিছু বক্তব্য তুলে ধরছিঃ

১। আল্লামা ইবনু নুজাইম হানাফী বলেনঃ

" শবে বরাতে বিভিন্ন গলি ও বাজারে রঙ বেরঙ এর আলোকসজ্জা করা বিদআত, তেমনিভাবে মসজিদেও। "

২। ইতিহাস মন্থন করলে প্রতীয়মান হয় যে যে, এ কুপ্রথাটির সর্বপ্রথম প্রচলন বারামিকা জাতি থেকে আরম্ভ হয়েছে। যারা মূলতঃ একটি অগ্নিপূজক জাতি ছিল। মুসলমান হওয়ার পরও তারা কুসংস্কারটি সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারে নি। তাদের পুরনো অভ্যাস থেকে মুসলমানদের মাঝেও প্রথাটির প্রচলন ঘটিয়ে দিয়েছে।

যথা মোল্লা আলী ক্বারী এ সুবাদে আলোচনা করতে গিয়ে বলেনঃ

" আলোকসজ্জার বিষয়টি সর্বপ্রথম বারামিকা জাতি থেকে উদ্ভাবিত। ইসলাম গ্রহণ করার পরও তারা বিষয়টি ধর্মের ভেতর অনুপ্রবেশ ঘটিয়েছে। ধর্মীয় রীতি-নীতির সাথে নিজস্ব কামনাকেও জগাখিচুড়ী করে ফেলেছে। "

৩। শায়খ আলী আল মাহফুযও এরূপ মন্তব্য করেন। তিনি বলেনঃ

" আল্লামা আবু শামা বলেনঃ বিদআতীরা যা থেকে বিষয়টিকে উদ্ভাবন করেছে এবং যদ্বারা তারা দ্বীনের সীমা অংকন থেকে বেরিয়ে গিয়েছে, দ্বীনের মাঝে তারা অগ্নিপূজার রীতিনীতির আদলে যেটিকে চালু করেছে এবং নিজেদের দ্বীনকে ক্রীড়া ও আনন্দের বিষয়ে পরিণত করেছে তা হচ্ছে-শবে বরাত উপলক্ষে আলোকসজ্জা। যার সর্বপ্রথম প্রাদুর্ভাব ঘটে বারামিকা জাতির মাঝে। অতঃপর তারা একে মুসলমানদের মাঝেও প্রবেশ করিয়ে দেয়, মূলতঃ অগ্নিপূজাই তাদের উদ্দেশ্য। "

৪। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিছে দেহলভী (রহঃ) বলেনঃ

" যেসব জঘণ্যতম বিদআত ভারতবর্ষের অধিকাংশ এলাকায় ছড়িয়ে পড়েছে তন্মধ্য থেকে রয়েছে (শবেবরাত প্রভৃতি উপলক্ষে) আলোকসজ্জা তথা বাসা-বাড়ী, দেয়াল অট্টালিকা বৈচিত্র্যময় লাইট দ্বারা সজ্জিত করা, এর মাধ্যমে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হওয়া, আগুন নিয়ে আনন্দ খেলার লক্ষ্যে দলবদ্ধ হওয়া। যে গুলোর কোন ভিত্তি বিশুদ্ধ কিতাবাদীতে নেই। এ ব্যাপারে কোন দুর্বল হাদীছ কিংবা কমপক্ষে একটি জাল হাদীছও পাওয়া যায় না। ভারতবর্ষ ছাড়া অপরাপর (মুসলিম) এলাকাতেও এর প্রচলন নেই। হতে পারে যা প্রবল ধারণাও বটে যে, এসব কিছু ব্রাক্ষন্যবাদী প্রথা থেকে ধারকৃত। "

হালুয়া-রুটি ও মিষ্টি ইত্যাদিঃ

শবে বরাতের অন্যান্য রূসূমের মতো এটিকেও খুব গুরুত্ব দেয়া হয়। কিছু কিছু মুসলমানের নিকট প্রথাটি এতই জরুরী যে, তাদের ধারণা হালুয়া-মিষ্টির আয়োজন ছাড়া শবে বরাতই হয় না। এটাও শয়তানের এক প্রকার সুক্ষ্ম কারসাজি। হালুয়া-মিষ্টি রুটির চক্করে ফেলে দিয়ে মুসলমানদেরকে ইবাদত করা থেকে দূরে রাখাই তার উদ্দেশ্য। অন্যথায় শরীয়তের দৃষ্টিকোণে এটি সম্পূর্ণ ভিত্তিহীন। হালুয়া-মিষ্টি বা অন্যান্য ভোজ আয়োজনের জন্যে শবে বরাত নয়। শবে বরাত তো জেগে ইবাদত করা এবং গুনাহগার বান্দা আল্লাহ তাআলার রহমতের শামিয়ানাতে আশ্রয় নিয়ে মাগফিরাত লাভ করে নিজেকে সৌভাগ্যমন্ডিত করে নেয়ার উদ্দেশ্যেই অনুমোদিত হয়েছে। যে শবে বরাতে এ বিষয়গুলো অনুপস্থিত থাকবে সে শবে বরাতকে ইসলামী শরীয়ত অনুমোদন দান করে না।

আপনার আত্মহত্যা করতে মন চাইলে কি করবেন? তবে পড়ুন---




মানুষ বিভিন্ন কারণে আত্মহত্যা করতে উদ্যত হয়। তারা মনে করেন--তারা যে সিদ্ধান্তটি নিয়েছেণ এটি তার নিজের ও আশপাশের মানুষের জন্য ভাল। 

আসলেই কি সত্য? 

না এটা সত্য নয়। 

মনে রাখবেন--আত্মহত্যা করার মত কোন পদক্ষেপ কোন সুস্থ মস্তিস্কের মানুষ নিতে পারেন না। আপনার আত্মহত্যা করার ইচ্ছে করছে মানে আপনি অস্বাভাবিক অবস্থায় আছেন। 

যারা আত্মহত্যা করার কথা ভাবেন--এরা বিশ্বাস করেন কিছুতেই উনি ভাল অবস্থায় আসতে পারবেন না। কেউ উনার আত্মহত্যা থেকে বিরত রাখতে পারবেন না। 

আত্মহত্যা করতে উদ্যত কোন ব্যক্তি তাদের সমস্যার বিষয়েও কাউকে জানান না। একারণে এটা নিজের মধ্যে চাপা থাকে। এক পর্যায়ে এটা আত্মহত্যার মত সিদ্যানন্ত নিতে প্ররোচিত হন। 

মনে রাখবেন --এটা আপনার অসুস্থতা। একবার ভাবুন তো। আপনি যখন অসুস্থ থাকেন তখন কি আপনার সুস্থ হওয়ার ইচ্ছে জাগে না। 

ঠিক তেমনিভাবে আপনার যখন আত্মহত্যা করার ইচ্ছে জাগবে--মনে রাখবেন এটা আপনার একটা অসুস্থতা। এ ব্যাপারেও অনেক চিকিৎসক আছেন। 

তাদের কাছে যান। তারা আপনাকে সাহায্য করবে। সবচেয়ে বড় ব্যাপার এ ব্যাপারে আপনি কোথায় সাহায্যের জন্য যাবেন--এটাও আপনার জানা থাকে না। 

আশপাশে কোন মনচিকিৎসকের কাছে যান। অথবা কাছের বন্ধুর সাথে আপনার বিষয়টি শেয়ার করুন। অথবা কোথাও দল বেধে ঘুরে আসুন। 

দেখবেন। আপনার আগের সিদ্ধান্ত ভুল ছিল। এটা মনে হচ্ছে। 

আপনার আশেপাশে কেউ যদি আত্মহত্যা করার কথা ভাবেন বা আপনাকে বলেন। তবে এ কাজটি উনি যেকোন সময়ই করতে পারেন। 

তাকে সময় দেন। তাকে বুঝান--পৃথিবীর যেকোন ব্যাপারে আপনাকে সে বিশ্বাস করতে পারে এটা বুঝান। 

এতে দেখবেন--সে আপনাকে সব বলবে। এবং আপনারও ভাল লাগবে--এই ভেবে যে আপনি আপনার কাছের মানুষকে অথবা কাউকে আপনি আত্মহত্যা থেকে সরিয়ে এনেছেন।

শেয়ার বাজার ধসে আরও একজনের মৃত্যু !!

শেয়ার বাজার ধসে পুঁজি খুইয়ে ব্রোকার হাউজেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মাশিকুর রহমান সুমন। গতকাল তিনি প্রতিদিনের মতো মার্কেটের খোঁজখবর নিতে বরিশালের ব্রোকার হাউস আইসিবিতে গেলে এ ঘটনা ঘটে। শেয়ার মার্কেটে ৩ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন মাশিকুর রহমান সুমন। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. মোখলেছুর রহমানের কনিষ্ঠ পুত্র। তার মৃত্যুর সংবাদে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে।
সুমন ডা. মোখলেছুর রহমান ক্লিনিকের পরিচালক ছিলেন। ৪ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি স্ত্রী, ১ সন্তান রেখে গেছেন। মৃত্যুকালে বয়স ছিল ৪১ বছর। গতকাল সুমন মারা যাওয়ার সময় তার স্ত্রী-পুত্র ছিলেন ঢাকায়। বয়োবৃদ্ধ মাকে দীর্ঘক্ষণ পুত্রের মৃত্যুর সংবাদটি জানানো হয়নি। বৃদ্ধ পিতা পুত্রশোকে যাকে সামনে পেয়েছেন তাকে ধরেই হাউমাউ করে কেঁদেছেন। পিতার আহজারিতে বিহ্বল হয়ে পড়েন উপস্থিত শ’ শ’ মানুষ। ক্লিনিকের চিকিৎসক-কর্মচারীরা তাকে খুব পছন্দ করতেন। তাদের আহাজারিতেও ভারি হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন শেয়ার মাকের্টের তার সহকর্মীরাও।
সুমনের ব্যবসায়িক বন্ধু সৈয়দ মাহামুদ হোসেন চৌধুরী জানান, শেয়ার মার্কেটে তিন কোটির বেশি টাকা লগ্নি ছিল সুমনের। এর মধ্যে বেশির ভাগ শেয়ার ছিল বেক্সি টেক্সের। সম্প্রতি বেক্সি টেক্স বেক্সিমকো লিঃ-এর সঙ্গে একীভূত হলে তার শেয়ারের মূল্য এক-তৃতীয়াংশ কমে যায়। এছাড়া অন্যান্য কোম্পানির শেয়ারেও টাকা হারান তিনি। এ কারণে ব্রোকার হাউসে সবসময় মনমরা হয়ে থাকতেন। গতকাল মৃত্যুর আগে সুমন আক্ষেপ করে বলেছিলেন এর চেয়ে চানাচুর বিক্রিও ভাল। এদিকে জেলা আওয়ামী লীগ সভাপতির পুত্রের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। শেবাচিম হাসপাতালে ছুটে যান মেয়র শওকত হোসেন হিরণ। সদর রোডের বাসভবনে ছুটে আসেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তারাও। ঢাকা থেকে শোক জানিয়েছেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, আওয়ামী লীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার ।

ভিক্ষাবৃত্তি





গতিময় শহুরে রাস্তায় একাকি ভিখারিনি ।
মূল রাস্তা ছেড়ে ফুটপাতের খুব কাছটি ঘেষে;
নর্দমার কোলটি ঘেষে- ভিক্ষার থালা হাতে নতজানু ।
অলস ভঙ্গিতে চলা পথিকের দেয়া কয়েকটি আধূলী, 
ছেড়া নোটে থালায় সেজেছে সংসার ।

থালার মধ্যমনি হয়ে আছেন শ্বাসকষ্টের ওষুদ,
সাথে প্রথিত জসা চিকিৎসকের ছোট্ট প্রেসক্রিপশন ।
বড়ি খাওয়ার নিয়মাবলি, আর বিধিনিষেদের খর্গ ।

নিতান্ত পথিক আমি,শার্ট-পেন্টের পকেট হাতরিয়ে 
ছুড়ে দেই শিকি আধূলি ভিখারিনির থালায় ।
অলস ভঙ্গিতে আবার হাটতে থাকি নিজের গন্তব্যে...
ভাবণায়, থালায় থাকা ওষুধ আর প্রেসক্রিপশন !

আবার ফিরে যাই সেই ভিখারিনির কাছে ।
প্রেসক্রিপশন মোতাবেক কিনে দেই সব ওষুদ,
সাথে কিছু পথ্য ।

দিন কয়েক পর আবার সেই ভিখারিনি;
একই জায়গায়, একই ভঙ্গিমায়, একই থালা,
ওষুদ এবং প্রেসক্রিপশন ।ভিখারিনির পাশ ঘেষে
বসে শুধালাম, ওষুধে বুঝি কাজ করিনি ?
স্মিত হেসে বুড়ির জবাব, বাবা! ওষুদ কাজ করলে 
খাবো কি ?ওষুদে তো আর পেট ভরে না !
আমার ভেতরে দুমরে মুছড়ে আসা শব্দগুলো,
ওষ্ঠ যুগলে এসে থেমে গেল । ফেরার পথে পা বাড়াই ।

স্বপ্নাকাশে রামধনুর অবাক সাত রঙের রঙ্গিন ঘুড়িতে
বেঢপ কলহ,মুহুর্মূহ অনাবৃষ্টি,আর বজ্রের হুংকার !
তবে কি প্রতিনিয়ত স্বপ্নের কথা বলে, আশার প্রেসক্রিপশন
দেখিয়ে একই কায়দায় আমাদের সব কেড়ে নিচ্ছে,
আমাদেরই নির্বাচিত প্রতিনিধিরা ?খরা, জলোচ্ছাস,
বন্যা, আর প্রাকৃতিক দূর্যোগের চিত্র তুলে ধরে কাড়িকাড়ি
বৈদিশিক মূদ্রায় পাহাড় গড়ে তুলছেন আমাদেরই নির্বাচিত 
জন প্রতিনিধিরা ?তবে কি ঋণের বোঝা আর মৌলিক 
অধিকারের প্রশ্নে আমাদের হাতে রইল সেই ভিখারিনির থালা ?
তবে কি ভিক্ষাবৃত্তি আমাদের মানসপটে চিত্রায়িত দেয়াল লিখন ?

অহংকারি মন অনাবীর্য ধানক্ষেতের আইল ধরে হেটে যায় ।
গোধূলী যায়, রাত নামে, সকালের সূর্য মস্ত বড় ভিক্ষার থালা
হয়ে নেমে আসে এই বাংলাদেশে !

মেধাবীরা শিক্ষকতা পেশায় কেন আগ্রহী নয়

বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে এসেছে বা পড়াশোনা করছে এরকম কাউকে ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চায় কিনা? প্রশ্নটি করলে অধিকাংশের ক্ষেত্রে একটা সহি উত্তর আসতে পারে- না। শিক্ষকতা পেশা হিসেবে মহান হলেও এবং এরা হয়তো বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে শিক্ষকতা করলেও, প্রাথমিক এবং মাধ্যমিকে ক্ষেত্রে এই না আসার একটাই কারণ বেতন-ভাতা।

বিষয়টা আলোচনার জন্য সমকালের সাম্প্রতিক প্রতিবেদনটি গুরুত্বপুর্ণ। ২৪ জুন প্রকাশিত পত্রিকাটি ‘শিক্ষকতায় অনীহা মেধাবীদের’ শিরোনামে বলছে দেশের মেধাবী তরুণ-তরুনীরা শিক্ষকতা পেশায় আসতে দিন দিন অনাগ্রহী হয়ে উঠছে। প্রতিবেদনটি বিশেষত: দুটি বিষয়কে কারণ হিসেবে দেখাচ্ছে- কম বেতন ভাতা এবং কম সামাজিক সম্মান ।

প্রতিবেদনটি সাম্প্রতিক হলেও এ বিষয়টি আসলে আমাদের দেশের অনেক আগের সমস্যা। এটা নিয়ে লেখালেখি বা আলোচনা-সমালোচনা এবং একইসঙ্গে সরকারের প্রতিশ্রুতি যে কম হয়েছে তাও নয়। এ পেশায় আসার প্রতিবন্ধকতা হিসেবে যে বিষয়গুলো রয়েছে তা দেখলে সহজেই এটা বলা যায়Ñ অনীহা আসলে মেধাবীদের নয়, বরং সমাজ এবং রাষ্ট্রই মেধাবীদের এই পেশায় আসতে দিচ্ছে না। কোন পেশা যত মহতই হোক তারা দ্বারা যদি কারও পেট না চলে সে পেশায় আসবে না এটাইতো স্বাভাবিক। সমকাল দেখাচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিকে এবং কলেজ পর্যায়ের প্রারম্ভিক বেতন কাঠামো ৪ থেকে ৮ হাজারের মধ্যে। কলেজ পর্যায়ে কিছুটা বাড়লেও প্রাথমিক এবং মাধ্যমিকে শিক্ষকদের খুবই অল্প টাকায় জীবন ধারণ করতে হয়। এর চেয়ে খারাপ ব্যাপার হলো অনেক সময় বেসরকারি শিক্ষকরা ঠিকমতো মাসে মাসে এই কম বেতনটুকু ও পাচ্ছেন না। এবং সাম্প্রতিক সময়ে যেটা দেখা গেছে তারা থাকেন আন্দোলনে, রাস্তায় রাস্তায়, এমনকি আন্দোলনে শিক্ষক মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। এই শিক্ষকতা পেশাকে আমরা যেভাবে অপমানিত অপদস্থ করেছি সেখানে কিভাবে আমরা মেধাবী দক্ষদের দেখার আশা করতে পারি?

আমাদের সরকার, প্রশাসন বরাবরই শিক্ষকদের সঙ্গে প্রতারণা করে গেছেন। তাদের বিষয়ে প্রতিনিয়ত কত কত প্রতিশ্রুতির ফলঝুড়ি শোনা যায়, কাজের কাজ কিছুই হয় না। শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কথাতো আমরা কম শুনিনি। এটা ঠিক সাম্প্রতিক সময়ে সরকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণী করেছেন আবার রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের ঘোষণা দিয়েছেন। এগুলো আসলে খুবই সামান্য। দেখতে হবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা গোটা বিদ্যালয় সংখ্যার তুলনায় খুবই নগন্য; যেখানে মোট ১৯ হাজার ৪০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সরকারি বিদ্যালয় সংখ্যা মাত্র ৩১৭। আবার ধরা যাক রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ হবে কিন্তু জাতীয়করণকৃত বিদ্যালয়ের সুযোগ সুবিধাইতো নাই। এর বাইরেও কলেজ শিক্ষকদের সুযোগ সুবিধাও তেমন নেই এমনকি বিসিএসের অন্যান্য ক্যাডারের তুলনায় শিক্ষা ক্যাডারের সুযোগ-সুবিধা যেকোন মূল্যে কম।

অথচ গোটা দুনিয়া শিক্ষকদের জন্য বিনিয়োগে ব্যস্ত। ফলে সেখানে তারা ঠিকই মেধাবী আর দক্ষদের শিক্ষক হিসেবে পাচ্ছেন, সেখানে শিক্ষার মান ভালো। সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা, সুযোগ সুবিধার মধ্যে যে আকাশ-পাতাল ফারাক তা কোথাও নেই। ভারতে শিক্ষকদের বেতন বাংলাদেশের দ্বিগুণেরও বেশি। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী প্রত্যেকটি দেশেই শিক্ষকদের বেতন বেশি। আর উন্নত বিশ্বের চিত্র worldsalaries.org দেখাচ্ছে, আমেরিকার একজন শিক্ষক মাসে গড়ে পান বাংলাদেশী টাকায় প্রায় ৪ লাখ টাকা, ইংল্যান্ডের শিক্ষক পান সাড়ে ৩ লাখের মতো, জার্মানির শিক্ষকের বেতন সাড়ে ৪ লাখ প্রায় আর জাপানের শিক্ষকদের বেতনও সাড়ে ৩ লাখের বেশি। এসব দেশের শিক্ষকদের বেতনের একটা অংশ কেটে রাখা হয় এবং শিক্ষকদের কাজের সময় নির্ধারণ করা হয় সপ্তাহে ৩২ থেকে ৪০ ঘণ্টা।

এতসবের পরেও মেধাবী কিংবা দক্ষরা আমাদের দেশে শিক্ষকতা পেশায় যে একেবারে আসছেন না তা নয়। আসলেও বাস্তবতা দেখে তাদের চাকরিতে জব সেটিসফেকশন আসার কথা নয় আর কর্মে অতৃপ্তি নিয়ে শিক্ষকতা যিনি করবেন, তিনি কখনোই মানসম্মত শিক্ষক হতে পারেননা।

এর জন্য আমরাই মানে আমাদের সরকার, রাষ্ট্রই দায়ী যে কথাটি আগেও এসেছে। সবাই শিক্ষকদের ভালোভাবে জীবন ধারণের সুযোগ সুবিধা না দিলেও শিক্ষার গুণগান ভালোই গান। অথচ দিন দিন শিক্ষকতা পেশায় মেধাবীদের সংখ্যা কমে গেলে আমাদের শিক্ষার অবস্থা যা আছে আরও শোচনীয় হবে। ভালো, দক্ষ শিক্ষক ছাড়া যত তোড়তোড়ই করা হোক না কেন কাজের কাজ কিছুই হবে না।

বৃষ্টি, সিগারেট ও এসএমএস

মা তুমি বড্ড বেশি চিন্তা করছ আমাকে নিয়ে । আমিতো আর বাঁচ্চা না , এখন তোমার ছেলে ভার্সিটিতে পড়ে বুঝলে ! শুধু শুধু টেনশন করে বিপি লো করছো । এখন রাখছি বিকেলে আবার কল দিবো । ঠিক সময়ে ঔষুধ খেও কিন্তু বাই বাই....

ধুর এই বৃষ্টি আর ভাল্লাগেনা । আজকেও ক্লাস মিস হবে । মিথিলাকে একটা ফোন করি । রিং রিং... কি ব্যাপার ফোন ধরছে না কেন.... উফফ এই মেয়েটাও না ফোনটা ওলওয়েজ সাইলেন্ট করে রাখে ।

ঐ মামা পরোটা পুড়লো কেমনে ? এমনিতেই মেজাজটা খারাপ এটা হাটাও..আজ চা খাবো না । ক্লাস মিস হয়ে যাবে, যা বৃষ্টি ভিজেই যাই কিনা কে জানে ।


>ঐ নিলয়!! দোস্ত কিরে তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না । নিউ GF পাইয়া আমগো ভূইলা গেছোস ব্যাটা..
>আরে না তোরা হইছো জানের জান...
>হিটলারের ক্লাস ব্যাটারে ঝড় তুফান কিছুই থামায় না...একুরেট টাইমে না ঢুকলেই কেবিসি শুরু কইরা দিবো
>হুম..

পরপর দুটো ক্লাস মিস..ফোনটাও ধরছে না । কি হলো মেয়েটার!

সিগারেট টা বাম হাতে রেখেই চায়ের কাপে চুমুক দিলো নিলয়। আজ তার মন খারাপ দেখেই বুঝা যাচ্ছে। গত চার দিন টানা বৃষ্টি বিলাসে হাটু অব্দি পানি উঠে গেছে রাস্তায় । পানি উঠুক আর সুনামিই আসুক ফুটপাতের খেটে খাওয়া মানুষগুলোর অবসর নেই । নিলয় কখনোই ফুল তো দূরের কথা পেপার পর্যন্ত কিনে না । একি কান্ড আজ হঠ্যাত্‍ ফুল তাও রজনীগন্ধা !!! ( রজনীগন্ধা মিথিলার পচ্ছন্দের খুব ) যাই হোক আকাশ বুঝি শান্ত হলো ফোটাফোটা বৃষ্টি... নিলয় সিগারেটে শেষ টান টা দিয়েই হাটু অব্দি পানির ভিতরেই হাটা শুরু করল রজনীগন্ধা হাতে নিয়ে।

মৌচাক মেস তার । মেসে আজ আবার বুয়া আসেনি । হোটেল না হয় না খেয়েই থাকতে হবে মেসের সবাইকে ।এমন পরিস্থিতির সাথে চিরচেনা নিলয়, না খেয়ে থাকা তার কাছে কোন ব্যাপারই না ।

রাত ৯.৪৫ বৃষ্টির গতি আবার বৃদ্ধি পেল.. সিগারেটা গুজেই ফোন দিল মিখিলাকে । আজ একবারো কথা হয় নি ওর সাথে । টানা চারবার কল করে রিং রিং ছাড়া কিছুই শুনা হল না নিলয়ের । এস এম এস দিলো কিন্তু কোন রিপ্লাই নাই ওপাশ থেকে । নিলয় গম্ভীর মুডে চলে এলো বারান্দা থেকে ।রূমের সবাই তাশ খেলায় মগ্ন । চুপচাপ সুয়ে পড়ল বারবার মোবাইলটার দিকে তাকিয়ে আছে।

ভোর হয়ে এল কিন্তু এস এম এস এর রিপ্লাই এলো না । নিলয় বেশ চিন্তিত হয়ে পড়ল ।মা'র ফোন এসেছে....গতকাল সকালের পর মা'কে একবারো কল করেনি সে।

আজো ভার্সিটিতে মিথিলা নেই । অনিচ্ছাকৃত ভাবেই ক্লাস গুলো করলো নিলয় । মিথিলাকে ফোন দিচ্ছে কিন্তু সেই একই ফলাফল।

গ্রিনরোডে মিথিলার বাড়ি... এখানে এসেই নিলয় জানতে পারে গত পরশু রাতেই বাড়ির সবাই গ্রামের বাড়িতে চলে গেছে ।

আজ নিলয়ের জন্মদিন সকাল থেকে সবাই উইশ করছে ওকে। শুধুই মিথিলা ছাড়া । গত চারদিন মিথিলার সাথে তার কথা হয়নি । সন্ধ্যায় বন্ধুদের নিয়ে ছোটখাটো একটি ফুচকা পার্টি দেয় নিলয় । জন্মদিনের পার্টিতেও মিথালার অভাব নিলয়কে গোমড়া করে দেয়..

রাত ১০.১৭ মুশলধারে বৃষ্টি হচ্ছে। খানিকটা ইচ্ছা করেই ভিজতে বেড়িয়ে পড়ল নিলয়...রাস্তায় পানি স্বাভাবিক অবস্থায় এসেছে.. ভিজতে ভিজতেই চায়ের দোকানে বসে সিগারেট ধরালো... মিথালাকে আজ বড্ড বেশি মিস করছে নিলয়... আবার ফোন দিল কেউ নেই ওপাশে... হাতে সিগারেট নিয়েই মেসের উদ্দেশ্যে বেড়িয়ে পড়ল নিলয় কিছুটা মনমরা হয়েই...

ফুল স্পিডে এগিয়ে আসছে প্রাইভেট কার....বর্ষা দিনে পিছল রাস্তায় ব্রেক ফেল... লোকজনের ভীড়..অর্ধটানা সিগারেট টা ভাসছে... চারপাশটা লালচে..বডিটা পড়ে আছে....রক্তমাথা মোবাইলটায় একটা এসএমএস... "Sorry.. jaan amar phon ta amar kace cilo na..i lovE u..."

পৃষ্ঠাসমূহ