শুক্রবার, ২৯ জুন, ২০১২

বাংলালিংক ব্যবহারকারীদের জন্য সুখবর!


অনেক অপেক্ষার পর বাংলালিংক তাদের ওয়েব সাইটে অনলাইন কাষ্টমার কেয়ার সুবিধা চালু করেছে। এখন থেকে ১২১ এ কল দিয়ে মিনিটের পর মিনিট অপেক্ষা করতে হবে না। সেই সাথে অযথা ১২১ এ কল করার টাকাটাও বেঁচে যাবে। 

গ্রামীণফোন অনেক আগে থেকেই অনলাইন কাষ্টমার কেয়ার সুবিধা চালু করেছে। এবার বাংলালিংক করলো। দেশের প্রতিটি মোবাইল অপারেটরের এই সুবিধা দেয়া একান্ত উচিৎ বলে মনে করি। কারণ ভুক্তভোগীরা জানেন ১২১ এ কল করার ঝামেলা ও বিরক্তি কতো। 

নিচের লিংকে গিয়ে আপনিও জেনে নিতে পারেন আপনার প্রশ্নের উত্তর। আপাতত CHAT Service is Under Testing এ রয়েছে। আশাকরি খুব শিঘ্রই বাংলালিংক এই সুবিধাটি পুরোপুরি ভাবে চালু করতে পারবে। 

বাংলালিংক অনলাইন কাষ্টমার কেয়ার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ