শুক্রবার, ২৯ জুন, ২০১২

দেবতার কাছে মেয়েটি চেয়েছে!

 

দু হাত জোড় করে যে পবিত্র মেয়েটি ঝরনার পাশে এসেছিল! মৌন প্রার্থনা ছিল তার মমতায়! ঘর ছেড়ে বেরিয়ে গেলে ঘরের হ্যাঙারে সবুজ দেবতা ঝুলতে থাকে! একটা সাদা ঝিনুকের থালা ঘন্টির মত ঢং ঢং করে বলে
যেকোনো পাতাকেই আমি করে দিতে পারি ঝলমলে আস্তিন!

গ্রহরাজকে দু মুঠোতে ধরে কুলফি মালাইয়ের সাথে মুখে পুরে দিতে পারে সমস্ত পাপের মার্জনাকারী! অথচ পবিত্র মেয়েটি বর্তমান চেয়েছিলো অতীতে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ