শুক্রবার, ২৯ জুন, ২০১২

গণতান্ত্রিক সরকার কি জনদরদী? তবে কেন কৃষকরা আজ নিঃস্ব?

 

দেশে প্রতিবছরই বন্যায় ফসল নষ্ট হয়, কৃষক সর্বস্ব হারায়। সরকার কী তার খোঁজ-খবর রেখেছে? প্রাপ্ত তথ্য মতে, স্বল্প মেয়াদী শস্যের আবাদ করে সহজেই বন্যার কবল থেকে বাঁচানো যায়। যেমন কিছু ধান আসে ১০৫ দিন পর, কিছু আসে ১১০ দিন পর, অন্য ধান আসে ৯৫ দিন পর, আবার কিছু আসে ৯০ দিন পর। এখন যদি বন্যা ১২০ দিন পর আসে, তাহলে সে বন্যা ধান ক্ষতি পারবে না। এজন্য সরকারকে আন্তরিক হতে হবে। সরকার যদি হিসাবটা করে দেয়। তাহলে তার আগে ধান লাগানো হলে, উঠানো হলে, এতে আর ধান নষ্ট হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ