শুক্রবার, ২৯ জুন, ২০১২

মাথায় ফ্লাইওভার ভাংইগা পড়ল বলে (মিলাদে বসতে চাইলে বসতে পারেন)


ঘটনার সময়: জুমার নামায চলাকালে
ব‌হদ্দারহাট ফ্লাইওভার কাজ চলছে দীর্ঘদিন ধরে। 


সবাই ৩ বার সুরা ফাতিহা ও ১ বার ইখলাস পড়ে আসুন নির্মানকারী প্রতিস্ঠানের নামে ইছালে সওয়াব পৌছায়া দেই, আর তাদের গোস্ঠীকে (বলা-মুছিবতের হাত থেকে) উদ্বার করি।

সওয়াব পৌছানোর ঠিকানা: মীর আকতার হোসেন-পারিসা কনস্ট্রাকশন লিমিটেড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ