বরিশালে মেয়র নাইট সংগীত সন্ধ্যায় তারকা শিল্পী বেবী নাজনীনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে উচ্ছৃঙ্খল দর্শক-শ্রোতা। এ সময় রসিকতার ছলে মঞ্চে উপস্থিত সিটি মেয়র শওকত হোসেন হিরন বলেন, গান শুনে জুতা মারেন, নতুন জুতা মারবেন, পুরান জুতা মারছেন কেন? এ নিয়ে নগরীর অনুষ্ঠানস্থলে হাস্যরসের সৃষ্টি হয়। শুক্রবার রাত পৌনে ৮টায় হাজার হাজার দর্শক-শ্রোতার উপস্থিতিতে মেয়র নাইটের উদ্বোধন ঘোষণা করেন মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি সিটি মেয়র শওকত হোসেন হিরন। এ সময় রংবেরংয়ের আতশবাজিতে আলোকিত এবং প্রকম্পিত হয়ে উঠে বঙ্গবন্ধু উদ্যানের আকাশ। অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন শিল্পী প্রীতম। পরে মঞ্চে আসেন বেবী নাজনীন। তার তৃতীয় গান চলা অবস্থায় মঞ্চে জুতা নিক্ষেপ করেন সামনের সারির এক উচ্ছৃঙ্খল দর্শক শ্রোতা। পরে মেয়র হিরন সবাইকে সংযত থেকে আগত অতিথিদের সম্মান দেখাতে বলেন।
শুক্রবার, ২৯ জুন, ২০১২
বেবি নাজনীনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ.....ইভারে আশা করছিলাম এখানে
বরিশালে মেয়র নাইট সংগীত সন্ধ্যায় তারকা শিল্পী বেবী নাজনীনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে উচ্ছৃঙ্খল দর্শক-শ্রোতা। এ সময় রসিকতার ছলে মঞ্চে উপস্থিত সিটি মেয়র শওকত হোসেন হিরন বলেন, গান শুনে জুতা মারেন, নতুন জুতা মারবেন, পুরান জুতা মারছেন কেন? এ নিয়ে নগরীর অনুষ্ঠানস্থলে হাস্যরসের সৃষ্টি হয়। শুক্রবার রাত পৌনে ৮টায় হাজার হাজার দর্শক-শ্রোতার উপস্থিতিতে মেয়র নাইটের উদ্বোধন ঘোষণা করেন মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি সিটি মেয়র শওকত হোসেন হিরন। এ সময় রংবেরংয়ের আতশবাজিতে আলোকিত এবং প্রকম্পিত হয়ে উঠে বঙ্গবন্ধু উদ্যানের আকাশ। অনুষ্ঠানের শুরুতেই গান পরিবেশন করেন শিল্পী প্রীতম। পরে মঞ্চে আসেন বেবী নাজনীন। তার তৃতীয় গান চলা অবস্থায় মঞ্চে জুতা নিক্ষেপ করেন সামনের সারির এক উচ্ছৃঙ্খল দর্শক শ্রোতা। পরে মেয়র হিরন সবাইকে সংযত থেকে আগত অতিথিদের সম্মান দেখাতে বলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন