সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

পানি পরিষ্কার করতে নষ্ট কাঁচ।


সম্প্রতি ইউনিভার্সিটি অফ গ্রিনউইচের গবেষকরা নষ্ট কাঁচ ব্যবহার করে ভূপৃষ্ঠের পানি পরিষ্কার করার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। খবর গিজম্যাগ-এর।

গবেষকরা রঙিন কাঁচ, চুন এবং কস্টিক সোডা মিশিয়ে ১০০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে একটি উপাদান তৈরি করেছেন যা পানি বিশুদ্ধ করতে কাজে লাগবে।

গবেষক ড. নিকোলা কোলম্যান জানিয়েছেন, এ পদ্ধতিতে তৈরি উপাদানটিকে বলে টোবারমোরাইট যা মিনারেল হিসেবে পানিতে থাকা বাজে উপাদান দূর করে।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়েস্টম্যানেজমেন্ট’-এ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ