সোমবার, ৩১ অক্টোবর, ২০১১

ফিলিস্তিনকে ইউনেস্কোর সদস্য হতেও দেবে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনকে ইউনেস্কোর সদস্যপদ দেয়া হবে কিনা সে বিষয়ে আজ ভোটাভুটি হবে। ইউনেস্কোর সাধারণ পরিষদের ১৯৩ সদস্য দেশের দুই-তৃতীয়াংশের ভোট পেলে ফিলিস্তিন ওই সংস্থার পূর্ণ সদস্যপদ লাভ করবে।
তবে, আজকের ভোটাভুটির আগেই যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে বলেছে, ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করা হলে ইউনেস্কোকে অর্থ দেয়া বন্ধ করে দেবে ওয়াশিংটন। ইউনেস্কোর মোট বাজেটের ২২ শতাংশ দেয় যুক্তরাষ্ট্র। অবশ্য, ওই অর্থের একটা বড় অংশই ব্যয় হয় যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে।
ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ পেল ফিলিস্তিন,মার্কিন হুমকিতে কোন কাজ হয়নি ৩১ অক্টোবর (রেডিও তেহরান) : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের  বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ পেয়েছে ফিলিস্তিন। আজ ফ্রান্সে ইউনেস্কোর সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ফিলিস্তিনের পক্ষে ১০৭টি ও বিপক্ষে ১৪টি ভোট পড়েছে। ৫২টি সদস্য দেশ ভোট দানে বিরত ছিল। যেসব দেশ ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে তারমধ্যে যুক্তরাষ্ট্র,ইসরাইল,কানাডা,অস্ট্রেলিয়া ও জার্মানিও রয়েছে। তবে আরব, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার প্রায় সব দেশই ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে।
আজকের ভোটাভুটির আগেই যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল, ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করা হলে ইউনেস্কোকে অর্থ সহায়তা দেয়া বন্ধ করে দেবে ওয়াশিংটন। ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বুকুভা অর্থ সহায়তা বন্ধ করে দেয়ার মার্কিন হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইউনেস্কোর মোট বাজেটের ২২ শতাংশ দেয় যুক্তরাষ্ট্র। অবশ্য, ওই অর্থের একটা বড় অংশই ব্যয় হয় যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে। ইউনেস্কোতে কোন দেশের ভেটো ক্ষমতা না থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরোধিতা ও হুমকিতে কোন কাজ হয়নি।
ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি ফিলিস্তিনকে ইউনেস্কোর পূর্ণ সদস্য হিসেবে গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছেন।
ফিলিস্তিন ইউনেস্কোর পূর্ণ সদস্যপদ পাওয়ার ফলে স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভের পথে তা এক ধাপ অগ্রগতি হিসেবে গণ্য হচ্ছে। যদিও জাতিসংঘের সদস্যপদ লাভের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা ব্যবহার করবে বলে এরইমধ্যে ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার কথা বললেও শান্তির সব উদ্যোগেই ভেটো দিয়ে আসছে।#

তেহরান রেডিও/এসএ/এমএইচ/৩১.৮ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ