সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

পুলিশের গুলিতে নিহতরাই পুলিশের মামলার আসামি!

চাঁদপুরে পুলিশের গুলিতে নিহত রিকশাচালক আবুল মৃধা এবং স্বেচ্ছাসেবক দলের নেতা লিমন ছৈয়ালকেও মামলার আসামি করা হয়েছে। বিস্ফোরক দ্রব্যাদি আইন এবং সরকারি কাজে বাধা, গুলি করে মানুষ হত্যা, মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার অভিযোগে দায়ের করা দুটি মামলায় তাঁরা আসামি। গত রবিবার মধ্যরাতে সদর মডেল থানায় পুলিশ মামলা দুটি করে।
মামলা দুটিতে চাঁদপুরের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ ৫৯ জন এবং অজ্ঞাত পাঁচ হাজারজনকে আসামি করা হয়েছে। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন মজুমদার মামলা দুটির বাদী। এসব মামলায় পুলিশ ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার দেখিয়েছে। গতকাল সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ