রবিবার, ২২ জানুয়ারী, ২০১২

এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ! ও কোন সাধারন ছেলে নয় !




ছেলেটার নাম মোহাম্মদ ইমরান। ১৯৭১ সালে ছেলেটি পাঙ্গাসিয়া স্কুলে চতুর্থ শ্রেনীর একজন ছাত্র ছিল।মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী তার স্কুলকে আর্মি ক্যাম্প হিসেবে ব্যবহার করে। দেশপ্রেমিক এই ছোট্ট বালকের মনে তা গভীরভাবে নাড়া দেয়।সে একজন গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ করে। সে অত্যন্ত সাহসিকতার সাথে হামাগুড়ি দিয়ে তার স্কুলে যায় এবং পাকিদের উপর গ্রেনেড নিক্ষেপ করে আবার ফিরে আসে।
↓↓
মুক্তিযুদ্ধের এই মহা নায়ক কে "স্যালুট" ও লক্ষ কুটি "সালাম" ♥
জানি না কোথায় আছো তুমি এখন ! কিন্তু তুমি বেচে থাকবে আমাদের মনের মনি কোঠায়♥
↓↓
→আসুন আমাদের মুক্তিযুদ্ধের এই মহা নায়কের কথা শেয়ার করে ছড়িয়ে দেই সবার মাঝে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ