শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

ডেসটিনি ২০০০ লিমিটেড এর দৃষ্টিভঙ্গি সুদূরপ্রসারি কিন্তু এর প্রেজেন্টার গুলা এত নিম্ন স্তরের তা বলার মত না । আমি প্রথমে প্রেজেন্টারদের অন্তত অনেক যোগ্যতা সম্পন্ন মনে করতাম কিন্তু বাস্তবে দেখলাম তার উল্টা চিত্র। অর্থাৎ আমার ধারনা পুরাই ভুল ছিল ।

আমি মনে করি সবাই প্রেজেন্টার হতে পারে না । প্রেজেন্টারের অনেক গুলো গুন থাকা উচিত। তাদের কথাবার্তা আক্রমনাত্মক হওয়া উচিত না। তাদের কথা ভদ্র, সভ্য, মার্জিত, রুচিশীল হওয়া উচিত। তিনি পুরো ডেসটিনি ২০০০ লিমিটেডকে শিক্ষিত অশিক্ষিত সকলের সামনে উপস্থাপন করেন । কিন্তু তাদের অধিকাংশ প্রেজেন্টারের ভাষাই পরিশীলিত নয় ।তাদের কথাবার্তা শুনে মনে হয় এটা কোন শিক্ষিত মানুষের পেশা হতে পারে না কারন যে শিক্ষিত সে এভাবে চাপাবাজি করতে পারে না ।এখানে পুরোটাই অশিক্ষিত মূর্খদের আস্তানা । তাদের পুরো কথাবার্তাই সামাজিকতার মধ্যে পড়ে না বলে আমার মনে হয় । তারা যে যেভাবে পারে নিজেদের সাফল্যের কথা বলে বেড়ায় । কিন্তু এটা চিন্তা করে না যে এই সাফল্য অর্জন করতে কত মানুষকে আবোল তাবোল বুঝ দিতে হয়েছে । আর এখন ও প্রেজেন্টার হয়ে সেই আবোল তাবোল বুঝ দিয়েই চলেছে কোমলমতি শিক্ষিত অশিক্ষিত বেকার যুবক যুবতীদের । তারা অর্থাৎ প্রেজেন্টাররা এতটাই অশিক্ষিত যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের স্লাইডগুলোর শুদ্ধ বানান পর্যন্ত লিখতে পারে না যেটা কিনা রেগুলার কোমলমতি শিক্ষিত অশিক্ষিত বেকার যুবক যুবতীদের সামনে বারবার করে মুখস্ত আওরানো হয় । আমি জানি না এই ভুল তাদের ইচ্ছাকৃত করা কিনা যাইহোক ভুল তো ভুলই সেটা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক । তাদের ভুল বানানের উদাহরন mistack, abaut এই রকম। এখানে শিক্ষিত মানুষের প্রবেশ করাও পাপ এরকম অবস্থা করে রেখেছে প্রেজেন্টার গুলো তাদের অশালীন কথাবার্তায় । তাই যাকে তাকে প্রেজেন্টার না করে ন্যূনতম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে প্রেজেন্টার করা উচিত বলে মনে করি। তা না হলে হিতে বিপরিত ঘটতে পারে। ভাল মন্দ বিবেচনা না করে যে যতবেশি নিজের ও কোম্পানির গুনগান করতে পারবে সেই ততবেশি ভাল প্রেজেন্টার হবে এ কথা বিশ্বাস করি না ।
এটা একটা দিক নির্দেশনামূলক লেখা ।
নিবেদক
সর্বস্তরের শিক্ষিত সমাজ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ