শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

যৌন হয়রানির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মোঃ আসাদুজ্জামানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে


ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১০-২০১১ সেশনের এক ছাত্রী ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মোঃ আসাদুজ্জামানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্বাহী আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
তথ্য ও জনসংযোগ অফিসের কর্মকর্তা রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ১৬ জানুয়ারি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১০-২০১১ সেশনের এক ছাত্রী ওই বিভাগের শিক্ষক

আসাদুজ্জামানের বিরুদ্ধে তাকে উত্ত্যক্ত ও অশালীন আচরণ করার অভিযোগ এনে উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন বরাবর লিখিত অভিযোগ দেন। তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, এ বিষয়ে রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ড. নাসিম বানুকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক আসাদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। কতিপয় শিক্ষক আমার ইমেজ নষ্ট করার জন্য এ ধরনের ষড়যন্ত্র করেছেন।
এমনকি আমাকে কোনো রকম কারণ দর্শানো ছাড়াই সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ