এক আধা সরকারী প্রতিষ্ঠানের পাবলিক রিলেশন অফিসার ছিলেন তিনি। বেশ স্মার্ট । চলাফেরা করতেন খুব ভাবসাব নিয়ে। চারিত্রিক দিক দিয়ে ছিলেন লুল। অফিসের সকল মহিলা ষ্টাফদের সাথে তার বেশ সখ্য থাকলেও অনেকেই কৌশলে তাকে এড়িয়ে চলতেন।অনেকের মাঝে দুজন ছিল তার বেশ ঘনিষ্ট। এ সব নিয়ে অফিসে সবসময় কানাঘুষা চলত। প্রতি বৃহস্পতিবার প্রায় সব অফিস ষ্ট্যাফ সাড়ে তিনটা চারটার দিকে অফিস ত্যাগ করলেও তিনি থাকতেন এবং সাথে কেউ কেউ না কেউ থাকতো। অফিস রুমে বসেই তিনি কাজ চালাতেন আর বাইরে থেকে দারোয়ান তালা লাগিয়ে দিতেন।নির্দিষ্ট সময় পরে দারোয়ান তালা খুলে দিতেন। পি আর ও সাহেবের এই রেগুলার সুখ দারোয়ানের সহ্য হলো না। তিনি এ সব ঘটনা বলে দিলেন পিআরও এর বউকে। একদিন একই নিয়মে কাজ চালানোর সময় বউ এসে হাতে নাতে ধরল দুজনকে। নিজের জামাইকে শার্টের কলার ধরে গালিগালাজ শুরু করল। লোকজন জড়ো হয়ে যাওয়ায় ঘটনা আর কারো অজানা রইল না। এর পর থেকে ঐ কর্মকর্তাকে আড়ালে সবাই যৌন সংযোগ কর্মকর্তা নামে ডাকতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন