বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

শুধু বাংলাদেশ সীমান্তেই ভারতের হত্যাযজ্ঞ!!!!



ছয়টি দেশের সঙ্গে সীমান্ত থাকলেও শুধু বাংলাদেশ সীমান্তেই হত্যাযজ্ঞ চালাচ্ছে ভারত।
২০০০ সালের পর গত একযুগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০০৬ নিরীহ বাংলাদেশীকে হত্যা করেছে। এ সময় ভারতের সঙ্গে অন্য পাঁচটি সীমান্তে একটি হত্যার ঘটনাও ঘটেনি।
সংশ্লিষ্ট দেশগুলোর দায়িত্বশীল কর্মকর্তা, মানবাধিকার সংগঠন এবং কূটনৈতিক সূত্রগুলো থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ছাড়া ভারতের সঙ্গে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে। ভারতের সবচেয়ে বৈরী প্রতিবেশী পাকিস্তান সীমান্তেও গত ১০ বছরে কোনো বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেনি। শুধু বাংলাদেশ সীমান্তে ভারত কেন এই হত্যাকাণ্ড চালাচ্ছে—এর জবাবে ভারতীয় হাইকমিশন বলেছে, সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে গরু চোরাচালানকে উত্সাহিত করায় এ ঘটনা ঘটছে।

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা এই ঘটনার প্রতিবাদ করে যাচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ