রবিবার, ২২ জানুয়ারী, ২০১২

বিশেষ বার্তা পাঠিয়ে ইরানের পরমাণু অধিকার মেনে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা


মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি অর্জনে ইরানের অধিকারকে মেনে নিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক বার্তায় ওবামা একথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন বলে একজন সিনিয়র ইরানি সাংসদ খবর দিয়েছেন। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির উপপ্রধান হোসাইন ইব্রাহিমি বলেছেন, ওবামার ওই বার্তা পৌঁছে দিতে এসে সুইস রাষ্ট্রদূত জানান, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা পরমাণু ক্ষেত্রে ইরানের অধিকারকে স্বীকৃতি দিয়েছি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস, তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত লিও অগস্টি ও ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানির মাধ্যমে ইরানের ইসলামী সরকারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সুইস রাষ্ট্রদূত ওবামাকে উদ্ধৃত করে বলেছেন, তিনি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী ছিলেন, কিন্তু বিলটি মার্কিন কংগ্রেসের সব সদস্যের ভোটে অনুমোদিত হওয়ায় তার কিছুই করার ছিল না।
ইরানের ওই সাংসদ মার্কিন প্রেসিডেন্টের এ অবস্থানকে নিস্ক্রিয় বা শীতল ভূমিকা বলে উল্লেখ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সমাজকে এটা বুঝতে হবে যে, ইরান একটি শক্তিশালী দেশ এবং দেশটি বলদর্পিতা ও আধিপত্যকামীতার কাছে নতিস্বীকার করবে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ