সোমবার, ৩০ জানুয়ারী, ২০১২

কেএফসিকে আবারও জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই এর সিল ব্যবহার করে পণ্য বিক্রির অভিযোগে 'কেএফসি'র চট্টগ্রাম আউটলেটকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলানিউজ

নগরীর লালখানবাজারে অভিজাত ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের ১০ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের প্রধান, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। অভিযানের সময় বিএসটিআই ও র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন্টাকি ফ্রায়েড চিকেন (কেএফসি) নামে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ প্রতিষ্ঠানটি বাংলাদেশে পরিচালনা করছে ট্রান্সকম গ্রুপ।

এর আগেও ঢাকা ও চট্টগ্রামে ট্রান্সকম পরিচালিত কেএফসির একাধিক আউটলেটকে জরিমানা গুনতে হয়েছে ভেজাল ও নোংরা পরিবেশে খাবার তৈরির জন্য। ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, 'কেএফসি যেসব পণ্য বিক্রি করছে এর অনেকটিরই বিএসটিআইর লাইসেন্স নেই। অথচ বার্গার বানের মোড়কে অবৈধভাবে বিএসটিআইর মার্ক ব্যবহার করা হচ্ছে। বিষয়টি সুস্পষ্টভাবে বিএসটিআই (সংশোধিত) আইন-২০০৩ এর লঙ্ঘন।' বিএসটিআইর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক এস এম ইসহাক আলী জানান, কেএফসি রেস্তোরাঁয় ঢুকে বিএসটিআইর মার্ক ব্যবহার হওয়া বেশ কিছু বার্গার বানের সন্ধান পাওয়া যায়, যেগুলো বিএসটিআই অনুমোদিত নয়। বিএসটিআইর কাছ থেকে কেএফসি এসব পণ্য বিক্রির জন্য কোনো অনুমোদনও নেয়নি। এ সময় কেএফসি কর্মকর্তাদের কাছে এসব পণ্যে বিএসটিআইর মার্ক ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তারাও কোনো সদুত্তর দিতে পারেননি। এর আগেও চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে কেএফসির বিরুদ্ধে একটি মামলা করা হয়। এরপর ওই মামলায় জরিমানা প্রদানের আদেশ দিলে কেএফসি কর্মকর্তারা তা পরিশোধ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ