চাকরিরত মার্কিন সেনাদের মধ্যে মহিলাদের শারীরিক ভাবে নিপীড়ন সংক্রান্ত অপরাধ বেড়ে দ্বিগুণ হয়েছে। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে- গত পাঁচ বছরে এ ধরনের অপরাধের মাত্রা বেড়েই চলেছে।
মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় শাখায় গত বছর এ ধরনের অপরাধ সংক্রান্ত ঘটনায় ১৬৪ জন সেনা সদস্য আত্মহত্যা করেছে। আর এধরনের নির্যাতনেরর ঘটনা ঘটেছে দু’হাজার ৮১১টি। এ মাত্রা ২০০৬ সালের চেয়ে শতকরা ৯০ ভাগ বেশি।
প্রতি দশটি ঘটনার মধ্যে ছয়টিতে দেখা গেছে- অপরাধী সেনা ছিল মাতাল আর তাদের লালসার শিকার হয়েছে নারী সেনারা। এসব নারী তাদের চাকরির প্রথম ১৮ মাসের মধ্যেই শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তবে, নির্যাতিত নারী সেনারা সবাই অপরাধীদের শনাক্ত করতে পেরেছে। মার্কিন সামরিক বাহিনীতে বছরের পর বছর ধরে যে মারাত্মক অপরাধ চলে আসছে তা প্রতিরোধের জন্য নানা ব্যবস্থা নেয়া সত্ত্বেও এ সমস্যা দিন দিন বাড়ছে।
পেন্টাগনের নতুন এ প্রতিবেদনে বলা হয়েছে- ২০১১ সালে প্রতি ছয় ঘণ্টা ৪০ মিনেটে একটি করে নারী ঘটিত অপরাধের ঘটনা ঘটেছে। দুর্ব্যবহার, যুদ্ধের ক্লান্তি ও অবসাদগ্রস্ততা, শৃঙ্খলার অভাব এবং মারাত্মক মানসিক চাপ থেকে এসব অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অপরাধ বেড়ে যাওয়ার এ ধারা অনেক দিন অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া, বহু সেনা মস্তিষ্ক বিকৃতির ঘটনায় ভুগছে। ইরাক ও আফগান যুদ্ধে অংশ নেয়া সেনাদের মধ্যে এ সমস্যা বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় শাখায় গত বছর এ ধরনের অপরাধ সংক্রান্ত ঘটনায় ১৬৪ জন সেনা সদস্য আত্মহত্যা করেছে। আর এধরনের নির্যাতনেরর ঘটনা ঘটেছে দু’হাজার ৮১১টি। এ মাত্রা ২০০৬ সালের চেয়ে শতকরা ৯০ ভাগ বেশি।
প্রতি দশটি ঘটনার মধ্যে ছয়টিতে দেখা গেছে- অপরাধী সেনা ছিল মাতাল আর তাদের লালসার শিকার হয়েছে নারী সেনারা। এসব নারী তাদের চাকরির প্রথম ১৮ মাসের মধ্যেই শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তবে, নির্যাতিত নারী সেনারা সবাই অপরাধীদের শনাক্ত করতে পেরেছে। মার্কিন সামরিক বাহিনীতে বছরের পর বছর ধরে যে মারাত্মক অপরাধ চলে আসছে তা প্রতিরোধের জন্য নানা ব্যবস্থা নেয়া সত্ত্বেও এ সমস্যা দিন দিন বাড়ছে।
পেন্টাগনের নতুন এ প্রতিবেদনে বলা হয়েছে- ২০১১ সালে প্রতি ছয় ঘণ্টা ৪০ মিনেটে একটি করে নারী ঘটিত অপরাধের ঘটনা ঘটেছে। দুর্ব্যবহার, যুদ্ধের ক্লান্তি ও অবসাদগ্রস্ততা, শৃঙ্খলার অভাব এবং মারাত্মক মানসিক চাপ থেকে এসব অপরাধ সংঘটিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অপরাধ বেড়ে যাওয়ার এ ধারা অনেক দিন অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।
এ ছাড়া, বহু সেনা মস্তিষ্ক বিকৃতির ঘটনায় ভুগছে। ইরাক ও আফগান যুদ্ধে অংশ নেয়া সেনাদের মধ্যে এ সমস্যা বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন