রবিবার, ২২ জানুয়ারী, ২০১২

চাঁদা না দেয়ায় বাসায় ঢুকে গুলি করে ব্যবসায়ী হত্যা

রাজধানীর মিরপুর থানার মধ্য পীরেরবাগ এলাকায় দিন-দুপুরে বাসায় ঢুকে ফিল্মি স্টাইলে গুলি করে এক ব্যবসায়ীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। চাঁদা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষে অভিযোগ করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম হায়দার আলী (৪০)। গতকাল দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীকে হত্যা করে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। 
পুলিশ ও হাসপাতাল সূত্র বলছে, গতকাল দুপুর আড়াইটার দিকে ৮৪/৮ মধ্য পীরেরবাগ তিনতলা ভবনের তৃতীয় তলায় বসে হায়দার গল্প করছিলেন। এ সময় মাইক্রোবাসে করে এসে ১০/১২ জন সন্ত্রাসী তার বাসায় ঢুকে আলমিরার চাবি চায়। চাবি দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় হায়দারের বাঁ পাজরে গুলি লেগে তিনি মেঝেতে পড়ে যান। এরপর সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। 
নিহতের স্ত্রী সেলিনা বেগম জানান, হায়দার দীর্ঘদিন কোরিয়া ছিলেন। সেখান থেকে এসে শেয়ার ব্যবসা শুরু করেন। ডিসেম্বর মাসে স্থানীয় সেলিম গ্রুপের লোকজন হায়দারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। সেই চাঁদা পরিশোধ না করায় এ হত্যাকা-ের ঘটনা ঘটানো হয়। তিনি বলেন, সন্ত্রাসীরা ঘরে ঢুকে বলে_ এতদিন কোরিয়া ছিলি, কী কী আছে বল। এরপর সন্ত্রাসীরা তাকে ও তার মেয়েসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এক পর্যায়ে তারা আলমিরার চাবি চায়। চাবি না দেয়ায় তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি আরও জানান, গত ১৬ ডিসেম্বর তার বাসার নিচতলার ভাড়াটে আবদুল মজিদ বাসার মধ্যে জুয়ার আসর বসায়। তার স্বামী সেখানে গিয়ে তাদের বাসা থেকে বের করে দেয়। ওই ঘটনার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। হায়দার ৫ বছর আগে কোরিয়া থেকে দেশে ফিরে আসেন।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিন ভাই ও ৩ বোনের মধ্যে হায়দার বড় ছিলেন। নিহতের দুই মেয়ে রয়েছে। হায়দারের পিতার নাম কাঞ্চন মিয়া। নিহত হায়দার মিরপুর মধ্য পীরেরবাগের ৮৪/৮ নম্বর বাড়ির স্থায়ী বাসিন্দা।
মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সন্ত্রাসীদের গ্রেফতার করতে ওই এলাকায় ব্যাপক অভিযান চালানো হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ