নতুন দিনে নতুন ভাবে
মনের কথা শোনা যাবে,
সেই আশাতেই প্রহর গুনবো
আবার কবে মনের কথা শুনবো।
মন পবনের মজার নাও
বাও গো মাঝি বাও।
নতুন দিনে নতুন আশা
বছড় জুড়ে ভালোবাসা।
আশার ঘরে আলো আসুক
দেশটাকে সবে ভালোবাসুক।
বুক ভরা প্রেম সবার কাছে
দেশের প্রেমিক ক'জন আছে।
দেশটাকে বাসতে ভালো
মনে শুধু বাতি জ্বালো।
দেখবে সেথায় কত মায়া
আরো পাবে সবুজ ছায়া।
নতুন দিনে নতুন গানে
দোলা লাগুক সকল প্রানে।
জেগে উঠুক কোমল মন
দেশের জুটুক আপন জন।
দলবাজী মতবাজী
কিংবা যত চাপাবাজী।
লাভের ঘড়ে কিছু'না
দালালি কিংবা দলাদলী
চামচামী কিবা চ্যাংড়ামি
ছাড়ছে মোদের পিছু'না।
খাম-খেয়ালি ,হেয়াঁলী
খুন্ খারাবি ,নুনহারামি
চাই না আর কিছু'না
মনের কথা শোনা যাবে,
সেই আশাতেই প্রহর গুনবো
আবার কবে মনের কথা শুনবো।
মন পবনের মজার নাও
বাও গো মাঝি বাও।
নতুন দিনে নতুন আশা
বছড় জুড়ে ভালোবাসা।
আশার ঘরে আলো আসুক
দেশটাকে সবে ভালোবাসুক।
বুক ভরা প্রেম সবার কাছে
দেশের প্রেমিক ক'জন আছে।
দেশটাকে বাসতে ভালো
মনে শুধু বাতি জ্বালো।
দেখবে সেথায় কত মায়া
আরো পাবে সবুজ ছায়া।
নতুন দিনে নতুন গানে
দোলা লাগুক সকল প্রানে।
জেগে উঠুক কোমল মন
দেশের জুটুক আপন জন।
দলবাজী মতবাজী
কিংবা যত চাপাবাজী।
লাভের ঘড়ে কিছু'না
দালালি কিংবা দলাদলী
চামচামী কিবা চ্যাংড়ামি
ছাড়ছে মোদের পিছু'না।
খাম-খেয়ালি ,হেয়াঁলী
খুন্ খারাবি ,নুনহারামি
চাই না আর কিছু'না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন