মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২

চুল

তুমি চুলগুলো বেঁধে ফেলো,
যদি আমার হও, চুলগুলো বেঁধে ফেলো।
তোমার একটি চুল – আমার একটি কবিতা।


তোমার চুলে চুমু কাটছে এখানে, নিউ মার্কেটের মোড়ে
মানুষের চোখের মুখ। যখন উড়ছে -
ভার রাখতে-কমাতে তোমার যৌবন শরীর থেকে
উপচে পড়তে চায় মাটিতে, তুমি জান না,
তোমাকে চুল দেখে ভালোবাসতে গেলাম-
তুমি চুলগুলো বেঁধে ফেলো।


এখনো বাঁধনি! তোমার মনে এখনো
চিমটি কাটেনি আমার আদেশের আঙুল?
তোমার মাথায় আমার হাজার হাজার কবিতা।


প্যাঁচার মতোন অন্ধকারে থাকি, গোপনে ডাকি-
নিজের কাব্যরসিক কেবল নিজেই হতে চাই,
অন্যের অঙ্গে আসুক আবেগের আঁচ, চাই না।
যদি আমার হও, চুলগুলো বেঁধে ফেলো,
তুমি চুলগুলো বেঁধে ফেলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ