শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপদেষ্টা হুমায়ূন আহমেদ

প্রবাসীপত্র ডেস্ক: জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের সিনিয়র স্পেশাল এডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেসরকারি টিভি চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদ বলেন, ‘দুটি জিনিস খুবই অপছন্দ করতাম—উপদেশ শোনা ও উপদেশ দেওয়া। কিন্তু শেষ বয়সে এসে উপদেশ দেওয়ার চক্করে পড়ে গেছি।’ তিনি বলেন, এটা তাঁর কাছে খুব অপ্রত্যাশিত ছিল।
হুমায়ূন আহমেদ আরও বলেন, ‘সরকারও জানে, এই নিয়োগ সম্মান দেওয়া 

প্রবাসীপত্র ডেস্ক: জনপ্রিয় কথাসাহিত্যিক  হুমায়ূন আহমেদকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের সিনিয়র স্পেশাল এডভাইজার  হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেসরকারি টিভি চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদ বলেন, ‘দুটি জিনিস খুবই অপছন্দ করতাম—উপদেশ শোনা ও উপদেশ দেওয়া। কিন্তু শেষ বয়সে এসে উপদেশ দেওয়ার চক্করে পড়ে গেছি।’ তিনি বলেন, এটা তাঁর কাছে খুব অপ্রত্যাশিত ছিল।
হুমায়ূন আহমেদ আরও বলেন, ‘সরকারও জানে, এই নিয়োগ সম্মান দেওয়া ছাড়া আর কিছু নয়। অসুস্থ অবস্থায় বিশাল দায়িত্ব পালন করতে পারব বলে মনে করার কোনো
কারণ নেই। তবে সব সময় সব দেশে, বিশেষ করে আমাদের দেশে সম্মান জানানোর ব্যাপারে এক ধরনের কৃপণতা দেখা যায়। কিন্তু সরকার যে এই কৃপণতা দেখায়নি, তাতে আমি যথেষ্ট অবাক ও খুশি হয়েছি।’
উল্লেখ্য কোলন ক্যানসারে আক্রান্ত হুমায়ুন বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ