রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

বিএনপি আর শিবিরের ঝগড়া কি সুন্দর দেখা গেল


ফেনীতে ও কুমিল্লা মহানগরের পদুয়া বাজার এলাকায় চারদলীয় জোটের রোডমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে আজ রোববার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ফেনী ও কুমিল্লায় ৬০ জন আহত হয়েছেন।
ফেনীতে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সকাল থেকে তিন দফা পাল্টাপাল্টি ধাওয়ায় ১০ জন আহত হন। চারদলীয় জোটের রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর জনসভায় মাঠের সামনের ভাগে অবস্থান করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এদিকে বিএনপির পথসভায় মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে কুমিল্লা সিটি করপোরেশেনর পদুয়ার বাজার এলাকায় সদ্যনির্বাচিত মেয়র মনিরুল হক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথসভার মঞ্চের সামনে এ ঘটনা ঘটে।
ফেনীর পাইলট হাইস্কুল মাঠে আজ বিকেল চারটায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার জনসভায় বক্তৃতা দেওয়ার কথা। কিন্তু সকাল নয়টা থেকে জনসভাস্থলে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা আসতে শুরু করেন। দুপুর ১২টার মধ্যে প্রায় পুরো মাঠ জামায়াত-শিবিরের নেতা-কর্মীতে ভরে যায়। ১২টার দিকে মিছিল নিয়ে ছাত্রদলের কর্মীরা মাঠে ঢুকে মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। এটাকে কেন্দ্র করে প্রথম দফা ছাত্রদল ও শিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে বিএনপি ও জামায়াতের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেলা একটার দিকে আবার মঞ্চের কাছাকাছি বসার জন্য জায়গা না পেয়ে ছাত্রদল ও শিবিরের কর্মীদের মধ্যে বাক-বিতণ্ডা, ধাক্কাধাক্কি এবং একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া হয়। প্রায় আধা ঘণ্টা ধরে এটি চলতে থাকে। এতে দুজন আহত হন। ছাত্রশিবির দাবি করেছে, আহতরা তাদের কর্মী।
এরপর বেলা পৌনে দুইটার দিকে ছাত্রশিবিরের জেলা সভাপতি রাশেদ মঞ্চে উঠে দলীয় কর্মীদের যে যেখানে আছে, বসে পড়ার আহ্বান জানালে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু ১০ মিনিট পর আবার দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে নিতে দেখা যায়। পাল্টাপাল্টি এই ধাওয়ায় ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে পরিস্থিতি শান্ত হয়। সোয়া দুইটা থেকে বিএনপির নেতারা মঞ্চে উঠে বক্তৃতা শুরু করেন।
চারদলীয় জোটের চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ উপলক্ষে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে চারদলীয় জোটের নেতারা আজ সকাল থেকেই অবস্থান নেন।

এদিকে বিএনপির পথসভায় মঞ্চের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে কুমিল্লা মহানগরের পদুয়ার বাজার এলাকায় মেয়র মনিরুল হক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথসভার মঞ্চের সামনে এ ঘটনা ঘটে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজিদ বলেন, বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে। পরে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। আহতদের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ইউনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ