রবিবার, ১৫ জানুয়ারী, ২০১২

Principal Sitara Pervin Memorial Research Scholarship

অধ্যাপক সিতারা পারভীন স্মারক গভেষণা বৃত্তি
বাংলাদেশের গণযোগাযোগ ও সাংবাদিকতার প্রকৃতি ও প্রবণতা অনুধাবন এবং গণমাধ্যম শিল্পের উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং দৈনিক প্রথম আলো “ অধ্যাপক সিতারা পারভীন স্মারক গভেষণা বৃত্তি” ুপ্রবর্তন করেছে।

গবেষণা বৃত্তির মূল উদ্দেশ্য হলোঃ
১/ গণমাধ্যম সমস্যা, সম্্‌ভাবনা ও সাম্প্রতিক প্রবণতা নিরুপণ;
২/ গণমাধ্যম, সমাজ ও সংস্ক্ষৃতি বিষয়ক গবেষণালব্ধ ফলাফল সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি কার্যকর ক্ষেত্র প্রস্তুতকরণ;
৩/ গণযোগযোগ ও সাংবাদিকতার সামগ্রিক মানোন্নয়ন।

গবেষণার বিষয়বস্তুঃ
রাষ্ট, রাজনীতি ও গণমাধ্যমঃ বাংলাদেশ প্ররিপ্রেক্ষিত

আবেদনের যোগ্যতাঃ
বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণযোগাযোগ ও সাংবাতিকতা বিভাগের প্রভাষক/সহকারী অধ্যাপক, সংবাদপত্রসহ অন্যান্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও অথবা গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত গবেষক;
গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্স ডিগ্রি;
আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

বৃত্তির বিবরণঃ
নির্বাচিত গবেষককে এক বছরের জন্য গবেষণা বৃত্তি প্রদান করা হবে।
প্রতি মাসে ১৫,০০০/-(পনের হাজার) টাকা কওে এক বছরে (১৫,০০০/-*১২)=১৮০,০০০/-(এক লক্ষ্য আশি হাজার টাকা মাত্র) প্রদান করা হবে।
এই গবেষণা বৃত্তিটি ডিগ্রিনির্ভর না হয়ে প্রকল্প নির্ভর হবে।

কর্মসূচি বাস্তবায়নঃ
গবেষণা পরিচালনাও নির্দেশনার দায়িত্বে থাকবে ঢাকা বিশ্বাবিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বৃত্তি কার্যক্রম বাস্তবায়নে আর্থিক ব্যয় বরাদ্দ, প্রত্যক্ষভাবে ব্যয় নির্বাহ এবং আনুষঙ্গিক সক ব্যবস্হাপনায় সহযোগিতা করবে দৈনিক প্রথম আলো।

আবেদনের সময়সীমা ও যোগাযোগ ঠিকানাঃ আগামী ৩১ জানুয়ারি, ২০১২ তারিখের্‌ মধ্যে আবেদনকারীদের নিচের ঠিকানায় গবেষণা প্রস্তাব জমা দিতে হবে।
গীতি আরা নাসরিন, পিএইচডি
অধ্যাপক ও চেয়ারপার্সন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ