শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

Again Bangladeshi killed by BSF আবারও বাংলাদেশি হত্যা করলো বিএসএফ


আবারও এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বেনাপোলের ধান্যখোলা সীমান্তে রাশেদুল ইসলাম (২২) নামে ওই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে শনিবার ভোরে তারা গুলি করে হত্যা করে।

নিহত রাশেদুল যশোরের শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তার লাশ এখনও বাংলাদেশ সীমান্তে পড়ে আছে। 

২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধান্যখোলা ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, ভোরের দিকে রাশেদুলসহ একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসছিল। এ সময় বেনাপোলের ধান্যখোলা সীমান্তের বিপরীতে ভারতের সুটিয়া সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে। 

বিএসএফের তাড়া খেয়ে গরু ব্যবসায়ীরা দৌড়ে বাংলাদেশ ভূখণ্ডে ফিরে আসে। এ সময় বিএসএফ ৩ রাউন্ড গুলি চালালে রাশেদুল ঘটনাস্থলেই নিহত হন। 
 
বিজিবি সূত্র আরও জানায়, বাংলাদেশের সীমান্তে নিরীহ বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার ব্যাপারে বিজিবির পক্ষ থেকে সুটিয়া বিএসএফ ক্যাম্পে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। 

এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, বিডিআরের কাছ থেকে বাংলাদেশ ভূখণ্ডে একটি লাশ পড়ে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ