এমনটি একটি সার্ভিস নিয়ে এসেছে textcashnetwork । এ কোম্পানিটি বিভিন্ন প্রতিষ্ঠানের পন্য প্রচার ও প্রসারের জন্য বিজ্ঞাপন নিয়ে থাকে এবং সরাসরি সাইটে নিবন্ধিত সকল গ্রাহককে সেই বিজ্ঞাপন এস.এম.এস করে থাকে। তবে পার্থক্য হলো এই সাইটি বিজ্ঞাপন দাতার থেকে একটি অংশ /রেশিও এস.এম.এস গ্রাহককে প্রদান করে থাকে। অর্থ্যাৎ একজন মোবাইল গ্রাহক textcashnetwork থেকে দিনে সর্বোচ্চ ৫টি এস.এম.এস গ্রহন করবে এবং এর বিনিময়ে ঐ মোবাইল গ্রাহক আর্থিক লাভবান , ভেঙ্গেই বলি মাস শেষে পাবেন ৭.৫ $ অর্থ্যাৎ প্রায় ৫৬০ টাকা পাবেন। আর যদি আপনার রেফারেলে কেউ যদি textcashnetwork সাইটে গ্রাহক হয় তবে আরও বেশি লাভবান হবে। এটিই হচ্ছে textcashnetwork এর বিজনেস প্ল্যান।
তাই আর দেরি না করে রেজিস্ট্রেশন করুন নিচের লিঙ্ক থেকে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
১) উপরের সাইটে ক্লিক করে ডান পাশে Join Now বাটনে ক্লিক করুন। এরপর প্রথম পেইজটি পূরণ করুন। সঠিক Country সিলেক্ট করুন। আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করে আপনার ব্যবহার করা মোবাইল নাম্বারটা দেন। এখানে অবশ্যই একটি Valid ই-মেইল অ্যাড্রেস দিতে হবে, সেখানে একটি একাউন্টটি অ্যাকটিভ কোড দেওয়া হবে যা দিয়ে আপানার একাউন্টটি Valid হবে।
২) এরপর সাইটে My Profile > Account Information পেইজে Current Addresses এ আপনার ঠিকানা অ্যাড করুন।
৩) এরপর গুরুত্বপূর্ণ অংশটি হলো Current Phone Numbers । এখানে Edit Phone এ ক্লিক করুন । এরপর Click Here এ ক্লিক করে Send Code এ ক্লিক করুন। দেখুন আপনার মোবাইল ফোনে একটি অ্যাকটিভেশন কোড এসেছে তা দিয়ে আপনার পেইজের মোবাইল নাম্বারটি Validated করুন।
৪) এরপর সাইটে My Profile > SMS Profile পেইজে মোবাইল সেটের পরিচিতি দেন। Max texts per day: অংশে সর্বোচ্চ ৫টি সিলেক্ট করুন। Active Days: অংশ সবদিন সিলেক্ট করুন। Messaging Receipt: অংশে সব Yes করুন। Profile Interests অংশে পারলে সবগুলোতে চেক করে দিন। এরপর অন্যান্য অংশ পূরণ করে নিচে Save My Setting এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।।
এবার আমি কাজের কথায় । সাইটি এখনো কোন SMS দেওয়া শুরু করে নাই। আমি নিজেও কোন SMS পাই নাই এবং কেউ যে পেমেন্ট পেয়েছে, তার নিশ্চয়তা পাই নাই। তবে মনে হয় সাইটির সার্ভিস চালু হলে হয়তো বা পেমেন্ট পাওয়া যাবে। উল্লেখ্য আমরা, আমাদের মোবাইল অপারেটরের কতইনা SMS গ্রহন করে থাকি। তাই যদি textcashnetwork থেকে SMS আসে ক্ষতি কী । ভয়ের কোন কারণ নাই আপনার সেল ফোনে Delete করার অপশন আছে। তাই দেরি না করে তাড়াতাড়ি textcashnetwork এ একাউন্ট খুলুন এবং অন্যকে রেফারেল করুন। বলাতো যায় না যদি কাজে লেগে যায। আর কথা বলতে ভাল লাগছে না।
সবশেষে বলি textcashnetwork যদি টাকা দেয় তাহলে ভাল । আর যদি শেষ পর্যন্ত টাকা নাই দেয় তবে আরো বেশি ভাল। কেননা তখন পরিশ্রম করে টাকা উপার্জন করতে হবে এবং কথা হবে কম আর কাজ হবে বেশি।
পোষ্টিট এহতেশা উদ্দিন ভাই এর থেকে নেয়া।
ভাল থাকবেন।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন